Superstar fans club

থালাপতি বিজয় আর বাংলাদেশের সাকিব,মাশরাফির পার্থক্য কোথায় জানেন? শিরদাঁড়ায় থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ ...
24/08/2025

থালাপতি বিজয় আর বাংলাদেশের সাকিব,মাশরাফির পার্থক্য কোথায় জানেন? শিরদাঁড়ায় থালাপতি বিজয় চাইলেই ইন্ডিয়ার দুইটা বড় দলে যোগ দিতে পারতো, ইভেন দুইদলই তাকে আব্বা ডেকে নোমিনেশন দিত।কিন্তু সেটা সে করে নাই।করাপ্টেড দলে যোগদানের চেয়ে নিজেই একটা দল বানিয়ে নিয়েছে, এই কাজের জন্য হ্যাডম লাগে।এই হ্যাডম আমাদের টাট্টু ঘোড়াদের নাই।

রিল লাইফের থালাপতি বিজয় মানুষ শখ করে ডাকলেও আজ প্রমানিত হইছে সে রিয়েল লাইফের থালাপতি।👍❤️

অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎঅনন্ত সিংয়ের জীবনী নিয়ে পর্দায় আসছেন টালিউড অভিনেতা জিৎ। ‘কেউ বলে বিপ্লবী, কেউ ব...
15/08/2025

অনন্ত সিংয়ের জীবনী নিয়ে সিনেমা করছেন জিৎ

অনন্ত সিংয়ের জীবনী নিয়ে পর্দায় আসছেন টালিউড অভিনেতা জিৎ। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় পরিচালনার দায়িত্বে থাকছেন পথিকৃৎ বসু। আর এতে সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন শান্তনু মৈত্র। এর মধ্য দিয়ে দুই বছর পর আবার বাংলা সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে থাকছেন তিনি।

শেষবার দেবের ‘প্রধান’ সিনেমায় তার সুরে মজেছিলেন সংগীতপ্রেমীরা। এবার অভিনেতা জিতের সিনেমায় সংগীতের দায়িত্ব সামলাবেন এ সুরকার।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিং। তার জীবনী অবলম্বনেই সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ পরিচালনা করছেন পথিকৃৎ বসু। নতুন এ সিনেমা নিয়ে উত্তেজিত শিল্পীরা।

এ বিষয়ে সুরকার শান্তনু বলেন, প্রথমবার জিতের সঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমি। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা— অনন্ত সিংয়ের যে যাত্রা, তা পড়ে আমি মুগ্ধ।

সুরকার শান্তনু প্রসঙ্গে পথিকৃৎ বসু বলেন, আমি শান্তনুর কাজের দীর্ঘ দিনের অনুরাগী। তার সংগীত আমাকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায় শান্তনু দার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, সেটা ভেবেই উত্তেজিত।

কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায় তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং, তা তুলে ধরা হবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায়। নন্দী মুভিজের প্রযোজনায় প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় নির্মাণ হতে চলেছে এ সিনেমাটি।

এবার দীর্ঘদিন পর টালিউডে নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনো প্রযোজনায় কাজ করতে চলেছেন অভিনেতা জিৎ। এ সিনেমায় নায়কের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে, তা অবশ্য এখনো জানা না গেলেও টালিপাড়ায় কান পেতে শোনা— জিতের বিপরীতে দেখা যেতে পারে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

আমরা যে মাসের জন্য অপেক্ষা করছিলাম তা অবশেষে এসে গেছে 🙏🏼 থালাপতি বিজয় ২৫শে আগস্ট, মাদুরাই থালাপতি বিজয়ের দ্বিতীয় মানা...
03/08/2025

আমরা যে মাসের জন্য অপেক্ষা করছিলাম তা অবশেষে এসে গেছে 🙏🏼 থালাপতি বিজয়

২৫শে আগস্ট, মাদুরাই থালাপতি বিজয়ের দ্বিতীয় মানাডুর জন্য জেগে উঠবে। রাস্তাগুলি কাঁপবে, জনতা ফেটে পড়বে এবং ইতিহাস রচিত হবে রাক্ষসী স্টাইলে 🔥🔥

এই প্রথম শাহরুখ খান চলচিত্র  পুরস্কার পেতে যাচ্ছে!!!
01/08/2025

এই প্রথম শাহরুখ খান চলচিত্র পুরস্কার পেতে যাচ্ছে!!!

মহেশ বাবুর 'এসএসএমবি ২৯' সিনেমাতে বড় চমক!ভারতের গর্বিত চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি যখন নতুন কোনও সিনেমা নির্মাণ কর...
16/07/2025

মহেশ বাবুর 'এসএসএমবি ২৯' সিনেমাতে বড় চমক!

ভারতের গর্বিত চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি যখন নতুন কোনও সিনেমা নির্মাণ করেন, তখন তা শুধুই একটি ছবি নয়, বরং হয়ে ওঠে এক বিশাল সিনেমাটিক ঘটনা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘বাহুবলী’ এবং ‘আরআরআর’-এর পর এবার রাজামৌলি শুরু করছেন তার পরবর্তী মহাকাব্যিক ছবি ‘এসএসএমবি ২৯’, যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন সুপারস্টার মহেশ বাবু।

গুঞ্জন চলছে, তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জনাসকে। আর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা আর মাধবন, মহেশ বাবুর বাবার চরিত্রে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এই গুরুত্বপূর্ণ বাবার চরিত্রটি প্রথমে অফার করা হয়েছিল তামিল সিনেমার সুপারস্টার চিয়্যান বিক্রমকে।

কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন বলে খবর। এরপরই প্রযোজক ও পরিচালকের নজর পড়ে আর মাধবনের দিকে। যদিও এই বিষয়ে এখনো কোনও অফিসিয়াল ঘোষণা আসেনি, তবুও অনলাইন দুনিয়ায় এই সম্ভাব্য কাস্টিং ঘিরে উন্মাদনা তুঙ্গে।

এই সিনেমাটি হতে চলেছে এক গ্লোবাল অ্যাডভেঞ্চার থ্রিলার, যেখানে থাকবে অ্যাকশন, আবেগ, রোমাঞ্চ এবং চোখ ধাঁধানো ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য শুটিং হবে আফ্রিকার কেনিয়াতে। সেখানেই থাকবে মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম পরিচয়ের দৃশ্য।

অন্যদিকে হায়দরাবাদে নির্মিত হচ্ছে এক বিশাল বরাণসী ঘাটের সেট, যা একদিকে তুলে ধরবে ভারতীয় ঐতিহ্য, অন্যদিকে পৌঁছে দেবে আন্তর্জাতিক মানের প্রযোজনার স্তরে।

ছবিটির বাজেট শুনলে চোখ কপালে ওঠে, সর্বমোট ব্যয় হতে পারে প্রায় ৯০০ থেকে ১০০০ কোটি টাকা। এটি ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা হিসেবেই ইতিহাসে জায়গা করে নেবে। শুরুর পরিকল্পনা ছিল ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে, কিন্তু এখন সিদ্ধান্ত হয়েছে একক ছবির রূপেই এটি মুক্তি দেওয়া হবে। দীর্ঘমেয়াদি শুটিং চলবে ২০২৬ সাল পর্যন্ত। সিনেমাটি বড়পর্দায় আসতে পারে ২০২৭ সালে।

বর্তমানে আলোচনায় থাকা কাস্টিং তালিকায় রয়েছেন: মহেশ বাবু (প্রধান চরিত্রে), প্রিয়াঙ্কা চোপড়া জনাস (সহ-অভিনেত্রী হিসেবে সম্ভাব্য), পৃথ্বীরাজ সুকুমারান (গুরুত্বপূর্ণ চরিত্রে), আর মাধবন (মহেশ বাবুর বাবার ভূমিকায় সম্ভাব্য) এবং চিয়্যান বিক্রম (প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন)।

যদি আর মাধবন চূড়ান্তভাবে এই চরিত্রে আসেন, তবে তিনি তার অভিনয়গুণে সিনেমাটিতে আবেগ, ভারসাম্য ও বাস্তবতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিতে পারেন। রাজামৌলির দৃঢ় নেতৃত্বে, এই বিশাল বাজেটের গ্লোবাল সিনেমাটি হতে চলেছে দশকের অন্যতম বড় সিনেমাটিক ইভেন্ট, যেটি শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের চোখে পড়বে।

নিরব-ববি জুটির ‘শিরোনাম’ আসছে ঈদে'শিরোনাম' সিনেমার পোস্টার।কোরবানির ঈদ ঘিরে একের পর এক সিনেমার মুক্তির ঘোষণা আসছে। সেই ত...
28/05/2025

নিরব-ববি জুটির ‘শিরোনাম’ আসছে ঈদে
'শিরোনাম' সিনেমার পোস্টার।

কোরবানির ঈদ ঘিরে একের পর এক সিনেমার মুক্তির ঘোষণা আসছে। সেই তালিকায় যুক্ত হয়েছে নির্মাতা অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমা।

এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও ববি হক। নিরবের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।

তবে‘শিরোনামের' পুরো কাজ এখনো শেষ হয়নি। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ, বাকি রয়েছে গানের কিছু দৃশ্যধারণও।

সিনেমা মুক্তি নিয়ে এত তাড়া কেন জানতে চাইলে অনিক বলেন, “পোস্ট প্রোডাকশনের কাজ বেশ জোরেসোরেই চলছে, অল্প কিছু কাজ বাকি। সেটাও দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে। যেই সময়টুকু আছে, এর মধ্যে প্রস্তুতিটা নিয়ে নিতে পারব।”

ঈদে একাধিক সিনেমা মুক্তির ভিড়ে ‘শিরোনামের’ জন্য চ্যালেঞ্জ আছে কী না এমন প্রশ্নে অনিক বলেন, “চ্যালেঞ্জ সবসময়ই থাকে, সেটা ঈদ হোক বা অন্য সময়। তবে আমার সিনেমার জোরের জায়গা হচ্ছে গল্প। এটা একেবারে সমসাময়িক গল্প, যেখানে সমাজ বাস্তবতার প্রতিফলন থাকবে, দর্শক রিলেট করতে পারবে।”

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। ঈদের পর প্রেক্ষাগৃহে এসেছে মাত্র একটি।

ঈদ কেন্দ্রীক সিনেমা মুক্তির প্রবণতা নিয়ে নির্মাতার ভাষ্য, “এটা একটা জটিল সমীকরণ। তবে ঈদের সময় অনেক দর্শক সিনেমা দেখতে যান, পরিবার নিয়ে হলে আসেন। এই উৎসবমুখর সময়টা সিনেমা মুক্তির জন্য উপযুক্ত বলেই আমরা পরিকল্পনা করেছি।”

‘শিরোনাম’ সিনেমায় নিরব অভিনয় করছেন ‘ইব্রাহিম’ চরিত্রে। পোস্টারে দেখা গেছে, লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেইন ও কালো জ্যাকেট পরা।

নিরব বলেছেন, ‘শিরোনামের’ গল্পটা বেশ তাৎপর্যপূর্ণ। সমসাময়িক অনেক বিষয় এতে উঠে আসবে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথাও।

“এবার ঈদে দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে এটি”, বলেছেন নিরব।

এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, ওমর সানী, শতাব্দী ওয়াদুদ, ফারজানা ছবি, কচি খন্দকার, দিলরুবা দোয়েল, শিবা শানুসহ অনেকে।

ঈদ উপলক্ষে এবার মুক্তির তালিকায় রয়েছে রায়হান রাফীর ‘তাণ্ডব’, মিঠু খানের ‘নীল চক্র’, সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’, তানিম নূরের ‘উৎসব’, ফরহাদ চৌধুরীর ‘নাদান’ এবং অলক হাসানের ‘টগর’।

বড়পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে কোন ছবি?নিজস্ব সংবাদদাতা: বাংলা ইন্ডাস্ট্রিতে...
23/05/2025

বড়পর্দায় ফিরছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি! হরনাথ চক্রবর্তীর পরিচালনায় আসছে কোন ছবি?

নিজস্ব সংবাদদাতা: বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর জুটি বরাবরই 'সেরার সেরা' তকমা পেয়েছে। বহু বছর আগে ছবির জগতে পথচলা শুরু হয়েছে তাঁদের জুটির। যদিও মাঝে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে 'প্রাক্তন'-এর মাধ্যমে ফের একসঙ্গে কাজ শুরু করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

এরপর বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। আবারও একবার বড়পর্দায় আসছে এই জুটি। তবে নতুন ছবিতে নয়, ২৫ বছরের পুরনো ছবিকে সঙ্গে নিয়েই ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। হরনাথ চক্রবর্তী পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' আবারও একবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়।
এসভিএফ-এর প্রযোজনায় ২৫ বছর পর ৩০ মে জামাইষষ্ঠীতে বড়পর্দায় আসছে ছবিটি। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, অনুরাধা রায়, টোটা রায়চৌধুরী।

ছবির মূল ঘরানা ছিল কমেডি। এই ছবির গান 'চোখ তুলে দেখো না' আজও দর্শকের মুখে মুখে ফেরে। ভরপুর কমার্শিয়াল এই ছবি ২০০০ সালে মুক্তি পায়। সেই সময় বক্স অফিসে ঝড় তোলে প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটি। ২৫ বছর পর পুণরায় মুক্তি পেয়ে দর্শকের থেকে কতটা ভালবাসা পায় এই ছবি, এখন সেটাই দেখার।

শাহরুখ সালমান আমির খানকে ছাড়িয়ে বিজয়ের রেকর্ডবলিউড সুপারস্টার শাহরুখ খান, বলিভাইজানখ্যাত সালমান খান, খিলাড়িখ্যাত অক্ষয় ক...
22/05/2025

শাহরুখ সালমান আমির খানকে ছাড়িয়ে বিজয়ের রেকর্ড

বলিউড সুপারস্টার শাহরুখ খান, বলিভাইজানখ্যাত সালমান খান, খিলাড়িখ্যাত অক্ষয় কুমার, মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়লেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় 'বিগিল'খ্যাত অভিনেতা থালাপতি বিজয়।

গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে হিট সিনেমা উপহার দিয়ে বড় তারকাদের পেছনে ফেলে দিয়েছেন বিজয়। যা একটি রেকর্ড। থালাপতি বিজয় টানা আটটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। গত ২০ বছর ধরে তার সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে।

আগামী বছর চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করবেন বলে জানিয়েছেন। এর মধ্যে রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন বিজয়। তার দলের নাম— তামিলাগা ভেত্রি কাজগম।

গত কয়েক বছরে অভিনেতা থালাপতি বিজয়ের টানা আটটি সিনেমা, প্রত্যেকটি ২০০ কোটি টাকার ওপরেব্যবসা করেছে, যার একটি সিনেমাও ফ্লপ যায়নি। কিন্তু এত সাফল্যের পরও আগামী বছর রুপালি পর্দাকে বিদায় জানিয়ে রাজনীতিতে নামছেন এ দক্ষিণী অভিনেতা।

অথচ সাফল্যের দিক থেকে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তকে পেছনে ফেলে দিয়েছেন বিজয়। এখন পর্যন্ত কোনো ভারতীয় অভিনেতার টানা আটটি সিনেমা, প্রত্যেকটি ২০০ কোটি রুপি আয়ের এ কৃতিত্ব অর্জন করতে পারেননি। এ তালিকায় নাম নেই বাদশাহ শাহরুখ, সালমান, আমির, হৃতিক রোশন কিংবা অক্ষয় কুমারের মতো তারকার।

কিং খান ব্যর্থতা কাটিয়ে প্রবলভাবে ফিরে টানা তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন। আর সালমান খান এখনো ব্যর্থতার চক্করেই ঘোরাফেরা করছেন। অক্ষয় কুমার অবশ্য ‘কেশরী ২’ দিয়ে ফেরার আভাস দিয়েছেন। তবে এ দক্ষিণী তারকা আছেন সিনেমা হিটের মধ্য দিয়ে। তার অভিনীত আটটি সিনেমা টানা ২০০ কোটি রুপি বা তার বেশি ব্যবসা করেছে।

এর আগে ২০১০ সালের মাঝামাঝি সময়ে শাহরুখ খান ও সালমান খানের টানা ছয়টি সিনেমা, প্রত্যেকটি ২০০ কোটি ওপর আয় করেছিল। শাহরুখের টানা তিনটি সিনেমা ২০০ কোটির আয়ের রেকর্ড রয়েছে। তবে এদের মধ্যে কেউ ছুঁতে পারেননি থালাপতি বিজয়ের রেকর্ড।

২০১৭ সালে অ্যাটলির ‘মার্শাল’ সিনেমায় অভিনয় করেছিলেন থালাপতি বিজয়, যেটি ছিল প্রথম ২০০ কোটি রুপি আয় করা সিনেমা। এরপর ‘সরকার’, ‘বিগিল’, ‘মাস্টার’, ‘বিস্ট’, ‘ভারিসু’, ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’— এই প্রত্যেকটি সিনেমা ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।

বিজয়ের ‘লিও’ ২০০ কোটি নয়; বক্স অফিসে আয় করেছিল ৬০৫ কোটি রুপি। এই রেকর্ড ভেঙে দেয় রজনীকান্তের ‘জেলার’ সিনেমার রেকর্ডও। বিজয়ের সর্বশেষ ছবি ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ আয় করেছে ৪০০ কোটি রুপির বেশি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি বিজয় তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম প্রতিষ্ঠা করেন। তখনই জানিয়ে দেন, আর একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সে সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে। এতে সিনেমায় বিজয়ের সঙ্গে আছেন পূজা হেগড়ে ও ববি দেওল।

মহেশের নতুন ছবিএস এস রাজামৌলির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা মহেশ বাবু। বিপরীতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোরকদমে সেই ছবি...
08/05/2025

মহেশের নতুন ছবি

এস এস রাজামৌলির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা মহেশ বাবু। বিপরীতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোরকদমে সেই ছবির কাজ চলছে। এই আবহে শোনা যাচ্ছে, পরের ছবির কাজও শুরু করে দিয়েছেন মহেশ।

এস এস রাজামৌলির সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা মহেশ বাবু। বিপরীতে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোরকদমে সেই ছবির কাজ চলছে। এই আবহে শোনা যাচ্ছে, পরের ছবির কাজও শুরু করে দিয়েছেন মহেশ। দক্ষিণী পরিচালক বুচি বাবু সানার একটি ছবিতে কাজ করবেন তিনি। রাজামৌলি পরিচালিত ছবির কাজ শেষ করেই নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন অভিনেতা। ইতিমধ্যে বুচি বাবুর সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন নায়ক। যদিও এই বিষয়ে এখনই অভিনেতা বা পরিচালক কেউই মুখ খুলতে নারাজ। সবকিছু ঠিক থাকলে, শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Superstar fans club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Superstar fans club:

Share