
22/06/2025
বিপদের মুহূর্তে দেখা যায়, সেই খেপাটে আর রাগী বন্ধুটিই সবার আগে পাশে এসে দাঁড়ায়। যাকে আমরা সবসময় একটু কঠিন আর অগোছালো বলে ভাবি, সেই বন্ধুটিই তখন হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য। আর যাঁরা সবসময় সুশীলতার মুখোশ পরে থাকেন, তাঁরা তখন কেবল সুশীলতার পাঠই পড়াতে থাকেন। কিন্তু পাশে দাঁড়ানোর সাহস দেখান না।
কাকু কিন্তু চেইত্যা গেছেন, এ যুগের এ*জি*দদের ধ্বং*স দেখবো ইন শা আল্লাহ।