Mirzapur United Degree College - Students

  • Home
  • Mirzapur United Degree College - Students

Mirzapur United Degree College - Students Mirzapur,12no Bichali U.P,Shador Narail. নড়াইল জেলার ঐতিহ্যবাহী গ্রামঃ মির্জাপুর,বিছালী ইউ.পি, নড়াইল সদর নড়াইল।

Big shout out to my newest top fans! 💎 Log OutDrop a comment to welcome them to our community,  fans
13/10/2024

Big shout out to my newest top fans! 💎 Log Out

Drop a comment to welcome them to our community, fans

11/10/2024

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।
কপি পোস্ট

-
কবিতা, ছোট গল্প, উপন্যাস পড়তে ভিজিট করুন আমাদের অফিসিয়াল পেইজ।
www.facebook.com/mirzapur.1992

কবিতা- কাজলা দিদি✍️-- যতীন্দ্রমোহন বাগচীবাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?পুকুর ধারে...
10/10/2024

কবিতা- কাজলা দিদি
✍️-- যতীন্দ্রমোহন বাগচী

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোঁনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?

বল্ মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই- দিদিও নাই- কেমন মজা হবে!

ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্।

বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই,–
রাত্রি হোল মাগো, আমার কাজলা দিদি কই?

09/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Ì Åm Mùklèß, মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে, Sheikh Maghla Akter Sohrna, Soniya Afrin Mou

06/10/2024

মাঝ রাতে ছেলে পোস্ট দিছে, কিভাবে শব্দ না করে টোস্ট, বিস্কুট বা চানাচুর মুড়ি খাওয়া যাবে?"

মা রিপ্লাই দিছে- 'পানিতে ভিজিয়ে খা!
😀😀😀😀😀

রাষ্ট্রের নাম: ইউনাইটেড স্টেট অফ মির্জাপুর ( U.Mp)মুদ্রার নামঃ টাআজাতীয় ভাষাঃ আঞ্চলিক ভাষা (দেখফানি তোরে)রাজধানিঃ চৌরাস্...
06/10/2024

রাষ্ট্রের নাম: ইউনাইটেড স্টেট অফ মির্জাপুর ( U.Mp)
মুদ্রার নামঃ টাআ
জাতীয় ভাষাঃ আঞ্চলিক ভাষা (দেখফানি তোরে)
রাজধানিঃ চৌরাস্তা
জাতীয় পোশাকঃ শাড়ি আর লুঙ্গি
জাতীয় খাবারঃ ভাত আর নাইল সাথে পুটিমাছের ঝোল।
জাতীয় পিঠাঃ তালের বড়া।
জাতীয় মাছঃ চিংড়ি
জাতীয় পাখিঃ ঝুটকুলি/কুলু।
জাতীয় ফলঃ শশা।
জাতীয় ফুলঃ কদম।
জাতীয় পার্কঃ (জোড়া ব্রিজ) মন্টুর স্মৃতি আবাসিক বানিজ্যিক এলাকা।
জাতীয় বিড়িঃ সোনালী।
জাতীয় সিগারেটঃ ডারবি।
জাতীয় ডায়লগঃ আরে ভাই থাম।

(মির্জাপুর,নড়াইল) U.Mp বাসী সাড়া দাও

05/10/2024

আসসালামু আলাইকুম
শুভ সন্ধ্যা
লাইক দিয়ে সাথে থাকার অনুরোধ করছি। ফলো দিন ফলো নিন প্রিয়।

Assalamu alaykum Good Morning
05/10/2024

Assalamu alaykum
Good Morning

05/10/2024

শুভ সকাল
আমাদের জীবনে অনেকেই আসে যায় অনেকেই ভুলে যায় কিন্তু কিছু ছোট ছোট স্মৃতি আমাদের মনে রেখে যায়🙏🙏 বুঝলে প্রিয়

আসসালামু আলাইকুম শুভ সকাল।
02/10/2024

আসসালামু আলাইকুম শুভ সকাল।

02/10/2024

মনের গভীরে আঘাত করে ভাবছো তুমি জিতে গেছো আরে বোকা সেখানে কেবল তুমি ছিলেমনের গভীরে আঘাত করে ভাবছো তুমি জিতে গেছো আরে বোকা সেখানে কেবল তুমি ছিলে, বুঝলে প্রিয় 💔

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mirzapur United Degree College - Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirzapur United Degree College - Students:

  • Want your business to be the top-listed Media Company?

Share