ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি

  • Home
  • ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি

ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি জন্ম তোমার যেথায় হোক
কর্মটা দাও ভালো,
? লেখকের কথা ভেবেই বিশেষ সুবিধায় ধ্রুপদী করে চলেছে প্রকাশনার কাজ।

এই ছড়াটিশাহানাজ সুলতানাএই ছড়াটি দুষ্টু ভারিএই ছড়াটি মিষ্টিএই ছড়াটি মায়ের চোখের উদাস করা দৃষ্টি।এই ছড়াটি ফুলের মেলাএই ছড়া...
25/09/2024

এই ছড়াটি
শাহানাজ সুলতানা

এই ছড়াটি দুষ্টু ভারি
এই ছড়াটি মিষ্টি
এই ছড়াটি মায়ের চোখের
উদাস করা দৃষ্টি।
এই ছড়াটি ফুলের মেলা
এই ছড়াটি পাখি
এই ছড়াটি পুঞ্জ মেঘে
মেঘ বালিকার রাখি।
এই ছড়াটি ভূবন মাতায়
এই ছড়াটি খুশি
এই ছড়াটি হৃদয় মাঝে
যত্ন করে পুষি।
এই ছড়াটি ঝর্ণা ধারা
এই ছড়াটি সোনা
এই ছড়াটি হাজার চোখে
স্বপ্নের জাল বোনা।
এই ছড়াটি নতুন বছর
এই ছড়াটি ঢোল
এই ছড়াটি ভাইতে আমার
বাংলা মায়ের কোল।
এই ছড়াটি শিশুর হাসি
এই ছড়াটি গান
এই ছড়াটি যতই পড়ি
ততই জুড়ায় প্রাণ।

২৫/৯/১৪
বাগেরহাট

হারানোর ব্যথা বুকে চেপে বলোকতো আর রবো নীরবে,সড়ক দুর্ঘটনার করুণ আহাজারিশেষ হবেরে আর কবে????  ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক এ...
01/09/2024

হারানোর ব্যথা বুকে চেপে বলো
কতো আর রবো নীরবে,
সড়ক দুর্ঘটনার করুণ আহাজারি
শেষ হবেরে আর কবে????

ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমির কোষাধক্য
( আমার বড় ছেলের বন্ধু ) "পিতামাতার একমাত্র পুত্র" , "তিন বোনের কলিজা" ব্যাংকার সৈয়দ মামশাদ আলী আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।" মহান আল্লাহ পাক শোক সন্তত পরিবারকে ধর্যধারণ করার তৌফিক দান করুণ। Syed Mamshad Ali কে জান্নাতুল ফেরদাউস দান করুন । আমিন

06/07/2024

কাউকে কথা দিয়ে যদি তা না রাখতে পারি তবে আমায় কেউ প্রতারক বা বিশ্বাস ঘাতক ভেবনা। বুঝে নিও আমি কোনো পরিস্থির স্বীকার। তাই কথা দিয়েও রাখতে পারিনি কথা।----------শাহানাজ সুলতানা

পাখিদের কাছে একরাশা আলো নিয়ে পাঠালাম তোমার জানালায়,ফুলের কাছে একরাশ সুবাস নিয়ে পাঠালাম তোমার জানালা্‌ঢেউয়ের কলতানে প্রজা...
26/06/2024

পাখিদের কাছে একরাশা আলো নিয়ে পাঠালাম তোমার জানালায়,
ফুলের কাছে একরাশ সুবাস নিয়ে পাঠালাম তোমার জানালা্‌
ঢেউয়ের কলতানে প্রজাপতির ডানায় লিখে দিলাম....., শুভ সকাল

19/06/2024

রক্তিম সূয্যিটা জেগে উঠার সাথে সাথে জেগে ওঠে বিশ্ব। বিশ্ব জেগে ওঠার সাথে সাথে শুরু হয় একটা নতুন দিন। একটি নতুন দিনের শুরু মানেই রয়েছে বিশেষ কিছু । যেমন নতুন সূচনা, স্মৃতি তৈরি ইত্যাদি। এবং আমরা যাদের যত্ন করি তাদের কাছে সুখ ছড়িয়ে দেওয়ার একটি অপূর্ব সুযোগ৷
শুভ সকাল

13/06/2024

হজ্বের মর্মকথাঃ যে ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সোপর্দ করে দেবে এবং মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহীম (আ.) যে ইরাদা ও ইয়াকিনের সাথে মহান প্রভুর নৈকট্য লাভের চেষ্টা করেছিলেন, তা পালন করবে। এ পবিত্র কোরানুল করিমে এ সম্পর্কে বলা হয়েছে: তিনিই ইব্রাহীম, যিনি তার রবের সাথে কৃত ওয়াদা পূরণের হক আদায় করেছেন। ইসলামের হজ্বের গুরুত্ব ও মাহাত্ম অপরিসীম। সুরা আল ইমরানে বলা হয়েছে, মানুষের ওপরে আল্লাহর এ অধিকার যে, বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছানোর যে শক্তি সামর্থ রাখে, সে যেন হজ্ব করে এবং যে এ নির্দেশ অমান্য করে ও কুফরের আচরণ করে তার জেনে রাখা উচিত, আল্লাহ বিশ্বপ্রকৃতির ওপর অবস্থানকারীদের মুখাপেক্ষী নন। হযরত নবী করিম (সা.) এ সম্পর্কে বলেন, যে ব্যক্তির কাছে হজ্ব আদায়ের অর্থসামগ্রী আছে, যানবাহন আছে, যার দ্বারা মক্কা পৌঁছতে পারে, তারপর সে হজ্ব আদায় করে না, তাহলে সে অন্যধর্মী হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। সারাবিশ্বে ভ্রাতৃত্ব ও সাম্যের বন্ধন রচনায় হজ্বের তাৎপর্য অপরিসীম। আরাফাতের ময়দানে এই ভ্রাতৃপ্রেম খুলে দেয় এক নতুন দিগন্ত। নানা বর্ণের, নানা ভাষার মানুষগুলো এক রাব্বুল আলামীনের তাঁবেদার হয়ে যায়। গোটা বিশ্বের মুসলমানরা তখন একই মিল্লাতের মানুষ। সবাই এক আদমের সন্তান, পবিত্র হজ্ব এটাই আমাদের শিক্ষা দেয় এবং ইবাদতের পাশাপাশি মহামিলনের মাঝে বৃহৎ ঐক্য স্থাপনের নজিরই হচ্ছে পবিত্র হজ্ব।

( তথ্য নেট থেকে সংগ্রহ )

Address


Alerts

Be the first to know and let us send you an email when ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধ্রুপদী সাহিত্য-সাংস্কৃতিক একাডেমি:

  • Want your business to be the top-listed Media Company?

Share