03/12/2025
নির্বাচন যথাসময়েই হবে। এবং ফলাফল বর্তমান চিত্র যেরকম আছে ঠিক তেমনি হবে। বিএনপি অল্প ব্যাবধানে ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতা দেখাবে জামায়াত। জামায়াত ক্ষমতার কাছাকাছিই এভাবেই থাকবে, এখন যেমন আছে। এনসিপি আরও শক্তিশালী হবে। তাদের প্রতিনিধিও সংসদে থাকবে। বিএনপির কিছু হেভীওয়েট প্রার্থী তরুন নেতৃত্বের কাছে ধরা খাবে। অন্য ইসলাম পন্থী এবং বাম পন্থীদেরও দাপট থাকবে। ঠিক এখন যা চলছে যেভাবে চলছে সেভাবেই সব চলবে। আগামী ৫ বছর ক্ষমতার রেশিও থাকতে পারে এমন-
বিএনপি - ৪০%
জামায়াত- ৩৫%
ইসলামি বাকী সব দল মিলে- ১০%
এনসিপি-৫%
স্বতন্ত্র- বিএনপি পন্থী -২%
স্বতন্ত্র- জামায়াত পন্থী -৩%
বাকী সব সাধারণ স্বতন্ত্র, বাম, এমনকি চুপা আওয়ামিলীগ ও ছোট ছোট একক রাজনৈতিক দল যেমন ব্যারিস্টার আন্দালিব পার্থের মতো অনেক সেলিব্রিটি রাজনীতিবিদ আছে যারা দল হিসেবে একটা আসন ই পাবে। সেটা নিজের। আরও যত কিছু আছে এই সব কিছুই মিলিয়ে থাকবে ৫%।
মোট-১০০% (সংসদ)
বিএনপি কিছু খেতে গেলেও শান্তিতে খেতে পারবে না। লুকিয়ে খেতে গেলেও জামায়াত পেছন থেকে এসে পুকি খেলবে। আর অন্যরা সবাই থাকবে একজন আরেকজনের পেছনে লেগে। দেশ একটা হযবরল অবস্থাতেই চলতে থাকবে। একটা সময় মানুষ বিরক্ত হবে। এবং সেই সময়ই পর্দায় হাজির হবে রিফাইন্ড আওয়ামিলীগ। এটা বিএনপির হাত ধরেই হবে। ততদিনে আওয়ামিলীগ এর বুড়োরা আর কেউই থাকবে না। চিন্হিত এবং সাজা প্রাপ্তরা আর রাজনীতিতে আসতে পারবে না৷ নতুন একটা বাচ্চা আওয়ামীলীগ দাঁড়ানোর সুযোগ দেয়া হবে।
বিএনপি ৫ বছর কোনরকম কাটাতে পারবে। এরপর ক্ষমতায় আসবে এনসিপি আর জামায়াত। বিপক্ষে থাকবে বিএনপি আর শিশু আওয়ামিলীগ। তারা এক জোট। কিছু ইসলামি দলও জামায়াত এনসিপির বিপক্ষে চলে আসবে তখন।
কত দূর চলে গেলাম। বাপরে 🙄