Faridpur vlog

Faridpur vlog Alhamdulillah for everything
(3)

Osman Hadi - ওসমান হাদি ভাই💔💔ইশ গুলিটা আমার উপর করা হলে অন্তত হাদী ভাইদের মতো তিতুমীরেরা একটু সাবধান হয়ে যেতে পারতো!!অপা...
12/12/2025

Osman Hadi - ওসমান হাদি ভাই💔💔
ইশ গুলিটা আমার উপর করা হলে অন্তত হাদী ভাইদের মতো তিতুমীরেরা একটু সাবধান হয়ে যেতে পারতো!!
অপারেশন চলছে হাদী ভাইয়ের, বাইরে লাখো সন্তান, লাখো বাবা-মা, লাখো ভাই-বোন দোয়া করছে।
আল্লাহ কতজনের ভাগ্যে এটা লিখে রাখে?
আল্লাহ আমার ভাইকে ফিরিয়ে দিয়েন।

রিয়েক্ট করে জানিয়ে দিন!!  |
11/12/2025

রিয়েক্ট করে জানিয়ে দিন!!

|

10/12/2025

সস্তায় কথা বলার স্মার্ট উপায়...
☞ বর্তমান সময়ে বাংলাদেশের বেসরকারি মোবাইল অপারেটরগুলো যে হারে কলরেট এবং ডাটা সহ অন্যান্য সার্ভিস সমূহের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে তা সত্যিই অসহনীয়! অন্তত কল এবং এসএমএস এর বিকল্প সমাধান হলো টেলিটক অপারেটরের সিম ব্যবহার করা অথবা আইপি কলিং অ্যাপ ব্যবহার করা। বর্তমানে সকল মোবাইল অপারেটরের মধ্যে সর্বনিম্ম রেগুলার কলরেট হলো টেলিটকে (জেন জেড প্যাকেজের কলরেট ৭০ পয়সা/মিনিট ১ সেকেন্ড পালসে)। তবে এখনো বাংলাদেশের সকল জায়গায় টেলিটকের নেটওয়ার্ক খুব ভালো নয়। তবে বর্তমানে প্রায় সবাই ইন্টারনেট নির্ভরশীল হওয়ায় অনেকের কাছে সবসময় কোনো সিমে ইন্টারনেট অথবা ওয়াই-ফাই সংযোগ থাকে। সে হিসেবে আইপি কলিং অ্যাপ ব্যবহার হতে পারে তাদের জন্য সেরা সিদ্ধান্ত।


☞ বাংলাদেশের যেসকল IPTSP প্রতিষ্ঠানের নিজস্ব আইপি কলিং অ্যাপ আছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলো:

১। ব্রিলিয়ান্ট কানেক্ট (Brilliant Connect)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। এছাড়াও এজেন্ট থেকে যেকোনো পরিমাণ রিচার্জে ১০% বোনাস পাওয়া যাবে।
✆ প্রতিবারে সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9638 ### ### এবং +880 9658 ### ###
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না এবং অ্যাকাউন্ট ডিলিট করার সুবিধা আছে।
✆ একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✆ উক্ত অ্যাপটি ইন্টারক্লাউড লিমিটেড (Intercloud limited) প্রতিষ্ঠানের অধীনে।

২। ডায়াল (Dial)

✆ কলরেট: মূল কলরেট ৩৫ পয়সা/মিনিট এবং ১৫% ভ্যাট সহ ৪০.২৫ পয়সা/মিনিট।
✆ প্রথমবার একাউন্ট খুললে কোনো বোনাস অথবা ফ্রি অফার পাওয়া যাবে না। তবে মাঝে মধ্যে কোনো উপলক্ষে ভালো অফার পাওয়া যায়। যেমন: এই পুরো ডিসেম্বর মাসে যতবার ২০ টাকা রিচার্জ করা হবে ততবার ২০ মিনিট (৮ টাকা) ফ্রি পাওয়া যাবে।
✆ প্রতিবারে সর্বনিম্ম ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়।
✆ অপারেটরের কোড নম্বর হলো: +880 9678 ### ###
✆ কল ফরওয়ার্ডিং এবং কল রেকর্ডিং সুবিধা নেই।
✆ অ্যাকাউন্টের মোবাইল নম্বর পরিবর্তন করার সুবিধা নেই এ

09/12/2025

লাল তীর কিং ২কেজি পেঁয়াজের হালির চারা বিক্রি হবে।

দাম কেজি প্রতি ১৫,০০০ টাকা

৩৫/৩৭ শতাংশ জমিতে চারা রোপন করতে পারবেন ১কেজি দিয়ে।

লোকেশনঃ জেলাঃ ফরিদপুর
থানাঃ সালথা
গ্রামঃ ইউসুফদিয়া
যোগাযোগঃ

09/12/2025

লাল তীর কিং ২কেজি পেঁয়াজের হালির চারা বিক্রি হবে।

দাম কেজি প্রতি ১৫,০০০ টাকা

৩৫/৩৭ শতাংশ জমিতে চারা রোপন করতে পারবেন ১কেজি দিয়ে।

লোকেশনঃ জেলাঃ ফরিদপুর
থানাঃ সালথা
গ্রামঃ ইউসুফদিয়া
যোগাযোগঃ 01

লাল তীর কিং ২কেজি পেঁয়াজের  হালির চারা বিক্রি হবে। দাম কেজি প্রতি ১৫,০০০ টাকা ৩৫/৩৭ শতাংশ জমিতে চারা রোপন করতে পারবেন ১ক...
09/12/2025

লাল তীর কিং ২কেজি পেঁয়াজের হালির চারা বিক্রি হবে।

দাম কেজি প্রতি ১৫,০০০ টাকা

৩৫/৩৭ শতাংশ জমিতে চারা রোপন করতে পারবেন ১কেজি দিয়ে।

লোকেশনঃ জেলাঃ ফরিদপুর
থানাঃ সালথা
গ্রামঃ ইউসুফদিয়া
যোগাযোগঃ 01611052906

🧅  হালি বিক্রি হবে৷ 🧅 ঠিকানা : গ্রাম : ইউসুফদিয়া, থানা: সালথা যোগাযোগ :01611052906
08/12/2025

🧅 হালি বিক্রি হবে৷ 🧅

ঠিকানা : গ্রাম : ইউসুফদিয়া, থানা: সালথা

যোগাযোগ :01611052906

07/12/2025

লোকেশন ফরিদপুর জেলা
উপজেলা সালথা

গ্রামঃ ইউসুফদিয়া লালতীর পেয়াজের হালির চারা বিক্রি হবে যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করুন।
কেউ হালির চারা রোপন করে দিতে চাইলে ও দিতে পারবেন সকাল, বিকাল মিলে ৬০০ টাকা পাবেন।

Faridpur vlog

07/12/2025

ঠিকানাঃ গ্রামঃ ইউসুফদিয়া
থানাঃ সালথা
লালতীর পেয়াজের হালি বিক্রি হবে

যারা কিনতে চান যোগাযোগ করুনঃ 01611052906

04/12/2025

ক‍্যামেরা রেডি

এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে

নির্বাচন যথাসময়েই হবে। এবং ফলাফল বর্তমান চিত্র যেরকম আছে ঠিক তেমনি হবে। বিএনপি অল্প ব্যাবধানে ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতা...
03/12/2025

নির্বাচন যথাসময়েই হবে। এবং ফলাফল বর্তমান চিত্র যেরকম আছে ঠিক তেমনি হবে। বিএনপি অল্প ব্যাবধানে ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতা দেখাবে জামায়াত। জামায়াত ক্ষমতার কাছাকাছিই এভাবেই থাকবে, এখন যেমন আছে। এনসিপি আরও শক্তিশালী হবে। তাদের প্রতিনিধিও সংসদে থাকবে। বিএনপির কিছু হেভীওয়েট প্রার্থী তরুন নেতৃত্বের কাছে ধরা খাবে। অন্য ইসলাম পন্থী এবং বাম পন্থীদেরও দাপট থাকবে। ঠিক এখন যা চলছে যেভাবে চলছে সেভাবেই সব চলবে। আগামী ৫ বছর ক্ষমতার রেশিও থাকতে পারে এমন-

বিএনপি - ৪০%
জামায়াত- ৩৫%
ইসলামি বাকী সব দল মিলে- ১০%
এনসিপি-৫%
স্বতন্ত্র- বিএনপি পন্থী -২%
স্বতন্ত্র- জামায়াত পন্থী -৩%

বাকী সব সাধারণ স্বতন্ত্র, বাম, এমনকি চুপা আওয়ামিলীগ ও ছোট ছোট একক রাজনৈতিক দল যেমন ব্যারিস্টার আন্দালিব পার্থের মতো অনেক সেলিব্রিটি রাজনীতিবিদ আছে যারা দল হিসেবে একটা আসন ই পাবে। সেটা নিজের। আরও যত কিছু আছে এই সব কিছুই মিলিয়ে থাকবে ৫%।
মোট-১০০% (সংসদ)

বিএনপি কিছু খেতে গেলেও শান্তিতে খেতে পারবে না। লুকিয়ে খেতে গেলেও জামায়াত পেছন থেকে এসে পুকি খেলবে। আর অন্যরা সবাই থাকবে একজন আরেকজনের পেছনে লেগে। দেশ একটা হযবরল অবস্থাতেই চলতে থাকবে। একটা সময় মানুষ বিরক্ত হবে। এবং সেই সময়ই পর্দায় হাজির হবে রিফাইন্ড আওয়ামিলীগ। এটা বিএনপির হাত ধরেই হবে। ততদিনে আওয়ামিলীগ এর বুড়োরা আর কেউই থাকবে না। চিন্হিত এবং সাজা প্রাপ্তরা আর রাজনীতিতে আসতে পারবে না৷ নতুন একটা বাচ্চা আওয়ামীলীগ দাঁড়ানোর সুযোগ দেয়া হবে।

বিএনপি ৫ বছর কোনরকম কাটাতে পারবে। এরপর ক্ষমতায় আসবে এনসিপি আর জামায়াত। বিপক্ষে থাকবে বিএনপি আর শিশু আওয়ামিলীগ। তারা এক জোট। কিছু ইসলামি দলও জামায়াত এনসিপির বিপক্ষে চলে আসবে তখন।

কত দূর চলে গেলাম। বাপরে 🙄

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur vlog:

Share