Easy English

Easy English All Basis English and all basic grammar and all current affairs. all education update news.

Welcome to our Easy English language page.
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াটাই আমাদের লক্ষ্য। সেই সাথে দেশ ও বিশ্বকে ভালোমতো জানানো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা সবসময় আমাদের পেইজের শিক্ষার্থী ও অন্যান্য ভাইবোনদের চাহিদামত পোস্ট দিবার চেষ্টা করি। দিনের প্রতিটি ঘণ্টায়ই আমাদের কমবেশি পোস্ট হয়। তাছাড়া মেধা যাচাইয়ের জন্য এমসিকিউ ও টেস্ট পোস্ট তো আছেই। আমরা চাই পাঠকরা সেগুলো থেকে যেনো কিছু শিখতে পারেন, কিছু জ

ানতে পারেন। আর তাঁরা যেনো সেগুলো অন্যদেরও জানান।
পাঠকরা অর্থাৎ পেইজের ফ্যানসরা সর্বদাই আমাদের সাথে থেকে আমাদের সুন্দর পথচলায় সহযোগিতা করেন। আমাদের প্রথম পথচলায় আমরা হয়ত এতটা সফল হবো, তা ভাবিনি। আর তাইত পাঠকদের এ ধরণের উৎসাহ ও উদ্দীপনায় আমরা হয়েছি মুগ্ধ। আমাদের আগামীর পথচলায়ও আপনারা আমাদের অংশীদার হয়ে থাকুন, সে কামনা করি সবসময়।

24/03/2025
04/10/2023

যে ১০ টি উপায়ে বলা যায় ভালো আছি
1. I am okay- আমি ভালো আছি।
2. I am well-আমি ভালো আছি।
3. I am good-আমি ভালো আছি।
4. Pretty good-বেশ ভালো।
5. Fit as a fiddle-খুব ভালো আছি।
6.I am dandy-আমি চমৎকার আছি।
7.I am fantastic-আমি চমৎকার আছি
8. I am fine-আমি ভালো আছি।
9. Good-ভালো।

→পড়া শেষে done লিখুন।

আমিন।
27/09/2023

আমিন।

22/09/2023



যেকোনো পরীক্ষার জন্য ২০০টি অতি গুরুত্বপূর্ণ Phrase and Idioms

1) All of a sudden – হঠাৎ, আকস্মিকভাবে,

2) All the same – একই রুপ, অকই কথা,

3) Above board – প্রকাশ্য, সন্দেহাতীত,

4) After all – তত্সত্ত্বেও,

5) All the while – সর্বক্ষণ,

6) At last – অবশেষে,

7) At random – এলোমেলো,

😎 As it were – যেন, বলতে গেলে,

9) At a loss – হতবুদ্ধি,

10) At best – বড়জোর,

11) At times – সময়-সময়

12) Avail of – (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা,

13) Break loose – ভেঙ্গে বেরিয়ে পড়া,

14) Break open – ভেঙ্গে খুলে ফেলা,

15) By all means – সকল প্রকারে,

16) By the by – অচিরে, কথা প্রসঙ্গে,

17) Beat about the bush – কাজের কথা নাবলে অন্য কথা বলা,

18) Be all and end all – একমাত্র লক্ষ্য,

19) Behind one’s back – কারও অসাক্ষাতে,

20) Bird’s eye view – এক নজরে সমগ্রকে দেখা,

21) By and large – মোটামুটিভাবে,

22) By chance – দৈবক্রমে,

23) By no means – কোনোক্রমেই নয়,

24) By virtue of – গুণে, কারণে,

25) By way of – হিসাবে,

26) By fits and starts – খাম-খেয়ালিভাবে,

27) By hook or by crook – ছলে বলে কৌশলে,

28) By turns – পর্যায়ক্রমে,

29) C**k and bull story – আষাঢ়ে গল্প,

30) Come to light – প্রকাশিত হওয়া,

31) Cut short – সংক্ষেপ করা,

32) Ever and anon – মাঝে মাঝে,

33) Each and all – প্রত্যেকে,

34) Every other day – একদিন অন্তর একদিন,

35) Far and near, far and wide – চারদিকে,

36) Fall flat – নিষ্ফল হওয়া,

37) Far an away – তুলনাবিহীন,

38) For the time being – আপাতত,

39) First and foremost – সর্বাগ্রে,

40) For the sake of – জন্য, নিমিত্ত,

41) For good – চিরদিনের জন্য,

42) Head and tail – আকাশ-পাতাল,

43) Hue and cry – সোরগোল,

44) In as much as – যেহেতু,

45) In a fix – সমস্যায় পতিত,

46) In accordance with – অনুসারে,

47) In fine – সংক্ষেপে, উপসংহারে,

48) In no case – কোন মতেই নয়,

49) In no time – নিমিষে,

50) In full swing – পুরোদমে,

51) In lieu of – পরিবর্তে,

52) In regard to – সম্পর্কে,

53) In spite of – সত্তেও,

54) In respect of – বিষয়ে, ব্যাপারে,

55) Ins and outs – প্রতিটি আনাচে-কানাচে,

56) Instead of – পরিবর্তে,

57) In view of – বিবেচনায়,

58) In the event of – ঘটলে,

59) In the long run – পরিণামে,

60) In vogue – চলতি, হালফ্যাশন,

61) Jack of all trades – সবজান্তা,

62) Know no bounds – সীমা না থাকা,

63) Lion’s share – সিংহভাগ,

64) Nook and corner – আনাচ কানাচ,

65) Near and dear – অন্তরঙ্গ,

66) Now and again, now and then – মাঝেমাঝে, থেকে থেকে,

67) Null and void – বাতিল,

68) Off and on – সময় সময়,

69) Of late – সম্প্রতি, আধুনা,

70) Once in a blue moon – কদাচিৎ (কখনই না),

71) Of no avail – নিষ্ফল,

72) On the brink of, on the verge of – শেষসীমায়,

73) On the contrary – পক্ষান্তরে,

74) Out of date – অপ্রচলিত,

75) Over and above – অধিকন্তু,

76) On the eve of – প্রাক্কালে,

77) On the whole – মোটের ওপর,

78) Part and parcel – অপরিহার্য অঙ্গ,

79) Point blank – সরাসরি,

80) Run the risk – ঝুঁকি নেওয়া,

81) Rhyme and reason – কান্ডজ্ঞান,

82) Safe and sound – বহাল তবিয়তে,

83) Snake in the grass – গুপ্তশত্রু,

84) Sum and substance – সারমর্ম,

85) So to say – বলতে গেলে, এক কথায়,

86) Tall talk – বড় বড় কথা,

87) Take into account, take to heels – চম্পট দেওয়া,

88) Time and again – বারবার,

89) Take into consideration – হিসাবের মধ্যে ধরা, গণ্য করা,

90) To and fro – এদিক-ওদিক, এপাশ-ওপাশ,

91) Tooth and nail – সর্বশক্তি প্রয়োগ,

92) To the contrary – বিপক্ষে, বিরুদ্ধে,

93) Turn a deaf ear to – আমল না দেওয়া,

94) Ups and doing – উঠে পড়ে লাগা,

95) With an eye to, with a view to – উদ্দেশ্যে,

96) Ways and mean উপায় উপকরণ, পন্থা,

97) Weal and woe – সুখ দুখঃ, সুসময় ও দুঃসময়,

98) A host in oneself – একাই একশ,

99) A man of parts – গুণী ব্যক্তি,

100) A man of word – এক কথার লোক

101) A B C – প্রাথমিক জ্ঞান,

102) Acid test – অগ্নি পরীক্ষা,

103) Add fuel to the flame – ইন্ধন যোগান,

104) Add insult to injury – কাটা ঘায়ে নুনের ছিটা,

105) All but – প্রায়,

106) All moonshine – অবান্তর কথা বাচিন্তা,

107) Apple of one’s eye – চোখের মণি,

108) Armchair critic – নিষ্কৃয় সমালোচক,

109) As it were – যেন,

110) As usual – যথারীতি,

111) At all events – যাহাই ঘটুক সবক্ষেত্রেই,

112) At large – স্বাধীনভাবে,

113) At least – অন্ততঃ,

114) At one’s finger ends – নখদর্পণে,

115) At one’s heels – পাছে পাছে,

116) At one’s own will – খুশি মতো,

117) Bad blood – বিদ্বেষ,

118) Bag of bones – জীর্ণ-শীর্ণ ব্যাক্তি,

119) Bed of roses – আরামদায়ক অবস্থা,

120) Behind the screen/ curtain – পর্দার আড়ালে,

121) Between two fires – উভয় সঙ্কট,

122) Bid fair – ভালো কিছু আশা করা,

123) Big gun/wigs/shots – নেতৃস্থানীয় ব্যক্তি,

124) Birds of a feather – একরকম স্বভাবের লোক,

125) Birds of passage – অস্থায়ী বাসিন্দা,

126) Black sheep – কুলাঙ্গার,

127) Book worm – গ্রন্থকীট,

128) By and by – শীঘ্র,

129) Call in question – সন্দেহ করা,

130) Call to mind – স্মরণ করা,

131) Carry the day – জয়লাভ করা,

132) Catch red handed – হাতে নাতে ধরা,

133) Chicken hearted fellow – কাপুরুষ,

134) Cold war – ঠান্ডা যুদ্ধ,

135) Creature comforts – পার্থিব আরাম,

136) Crying need – জরুরী প্রয়োজন,

137) Curtain lectures – স্ত্রীর পরামর্শ,

138) Dark horse – অপরিচিত,

139) Dead against – তীব্র বিরোধী,

140) Dead language – যে ভাষা এখন অপ্রচলিত,

141) Dead letter – অচল নিয়ম,

142) Dead of night – মধ্য রাত্রী,

143) Dog’s chance – ক্ষীণ আশা,

144) Face value – বহিরাঙ্গের চেহারা,

145) Far and wide – সর্বত্র,

146) Fight shy – এড়িয়ে চলা,

147) Fish in a troubled water – এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া,

148) Fish out of water – অস্বস্তিকর অবস্থা,

149) Flying visit – অল্প সময়ের জন্য পরিদর্শন,

150) French leave – অনুমতি ছাড়াই ছুটি উপভোগ,

151) Gala day – উত্সবের দিন,

152) Give up the ghost – মরে যাওয়া,

153) Golden mean – মধ্যপন্থা,

154) Green horn – অনভিজ্ঞ,

155) Halmark – শ্রেষ্ঠতার ছাপ,

156) Head and ears – সম্পুর্ণরুপে,

157) High time – উপযুক্ত সময়শ

158) Horns of a dilemma – উভয় সংকট,

159) Host in himself – একাই একশ,

160) Household word – পরিচিত নাম,

161) Hush money – মুখ বন্ধ রাখার জন্য ঘুষ,

162) In a hurry – তাড়াহুড়ার মধ্যে,

163) In black and white – লিখিতভাবে,

164) In force – বলবৎ,

165) In good book of – সুনজরে,

166) In one’s teens – তের থেকে উনিশ বছরের মধ্যে,

167) In order to – জন্য,

168) In the mean time – ইতিমধ্যে,

169) In the same boat – একই বিপদের সম্মুখীন,

170) Iron will – কঠোর সংকল্প,

171) Irony of fate – ভাগ্যের নির্মমপরিহাস,

172) Lame excuse – বাজে অজুহাত,

173) Lion’s stock – হাস্যস্পদ,

174) Make up one’s mind – মনস্থির করা,

175) Mare’s nest – ঘোড়ার ডিম,

176) Neither here nor there – অপ্রাসঙ্গিক,

177) Nine day’s wonder – অল্পস্থায়ী বিস্ময়ের বস্তু,

178) Of course – অবশ্যই,

179) On the sly – গোপনে,

180) Out of order – বিকল,

181) Out of sorts – মৃদু অসুস্থ,

182) Out of temper – ক্রুব্ধ,

183) Red letter day – স্মরণীয় দিন,

184) Red tape – আমলাতান্ত্রীকতা,

185) Root and branch – সম্পুর্ণরুপে,

186) Rope of sand – বালির বাঁধ,

187) Rough passage – খারাপ সময়,

188) Round the clock – সমস্ত দিন,

189) Ruling passion – প্রধান আবেগ,

190) Salt of earth – আদর্শ ব্যক্তি,

191) Silver lining – খারাপের মধ্যেও ভালর আভাস,

192) Sixth sense – জ্ঞানেন্দ্রীয়,

193) Skin and bone – অস্থিচর্মসার,

194) Sleeping partner – নিষ্ক্রীয় অংশীদার,

195) Slip of pen – লেখায় অসতর্কতাবশত ভুল,

196) Slip of tongue – বলায় সামান্য ভুল,

197) Slow coach অপদার্থ,

198) Small talk – সাধারণ সামাজিক কথা,

199) Swan song – শেষ কথা বা কাজ,

200) Take one to task – তিরস্কার করা।

08/07/2023

Am to- করতে হয়।

1, I am to do- আমাকে করতে হয়।

2, I am to go- আমাকে যেতে হয়।

3, He is to do- তাকে করতে হয়।

4, I am to help the boy- ছেলেটিকে আমার সাহায্য করতে হয়।

করতে হবে- Have to/Has to.

1, I have to do- আমাকে করতে হবে।

2, I have to learn English- আমাকে ইংরেজি শিখতে হবে।

3, Mina has Cook- মিনাকে রান্না করতে হবে।

4, You have to be smart- তোমাকে স্মার্ট হতে হবে।

5, I don't have to do- আমাকে করতে হবে না।

6, I have to attend the seminar- আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে।

18/06/2023

✅ ঘুম থেকে উঠো - wake up
✅ বিছানা থেকে উঠো - Get up
✅ গোসল করো - take a shower
✅ নাস্তা করো - Have breakfast
✅ জামাকাপড় পর - Get dressed
✅ চুল আঁচড়াও - Comb your hair
✅ ঘর মোছো - Mop the floor
✅ নোংরা ঝাড়ো - Do the dusting
✅ কাজ শেষ করো - Finish your work
✅ রান্না করো - Cook dinner
✅ শুতে যাও - Go to bed
✅ কুকুরকে খাওয়াও - Feed the dog
✅ রাতের খাবার খাও - Have the dinner
✅ বিছানা ঠিক করো - Make the bed
✅ ঘুমিয়ে পড় - fall asleep

26/12/2022

✅ ঘুম থেকে উঠো - wake up
✅ বিছানা থেকে উঠো - Get up
✅ গোসল করো - take a shower
✅ নাস্তা করো - Have breakfast
✅ জামাকাপড় পর - Get dressed
✅ চুল আঁচড়াও - Comb your hair
✅ ঘর মোছো - Mop the floor
✅ নোংরা ঝাড়ো - Do the dusting
✅ কাজ শেষ করো - Finish your work
✅ রান্না করো - Cook dinner
✅ শুতে যাও - Go to bed
✅ কুকুরকে খাওয়াও - Feed the dog
✅ রাতের খাবার খাও - Have the dinner
✅ বিছানা ঠিক করো - Make the bed
✅ ঘুমিয়ে পড় - fall asleep

30/11/2022

The Daily Star Editorial Vocabulary | 29-11-2022
-
1. dominant = প্রভাবশালী,বিশিষ্টতম
2. conservative = গোঁড়া, রক্ষণশীল, সংরক্ষণশীল
3. waterways = জলপথ
4. trend = ঝোঁকা, প্রবণতা
5. bothered = চিন্তান্বিত করা, বিব্রত করা,বিরক্ত
6. hike = ভাড়ায়,ভ্রমণে যাত্তয়া
7. urge = চালনা করা,উত্তেজনা
8. salinity = লবণাক্ততা
9. vulnerable = উদ্বায়ী
10. registering = লিখিয়া রাখা, নিবন্ধন রাখা
11. conducted = পরিচালিত
12. spectacular = দর্শনীয়, সাধারণের দৃষ্টি আকর্ষক
13. idyllic = শান্ত
14. substantial = সংগতি সম্পন্ন, সারগর্ভ
15. defensive = আত্মরক্ষামূলক
16. sandy = বালিময়
17. grabbing = দখল (Occupy)
18. enforcement = প্রয়োগকারী
19. lush = ঘন সবুজ
20. foreign = বিদেশী
21. emerged = উদিত
22. wholesale = পাইকারি
23. despair = হতাশা
24. underlying = অবলম্বনস্বরুপ, নিম্নাবস্থিত
25. havoc = ব্যাপক ধ্বংস
26. influenced = প্রভাবিত
27. fateful = অবশ্যম্ভাবী
28. rigorous = কঠোর (Severe)
29. deepening = গভীরতর
30. transparency = স্বচ্ছতা
31. trustworthy = বিশ্বস্ত
32. tremendous = অসাধারণ
33. stringent = কঠোর (Harsh)
34. empowered = ক্ষমতায়
35. overdue = কালাতিক্রান্ত, পরিশোধসময়াতীত
36. seeking = সন্ধান করা,সচেষ্ট
37. recklessness = অদূরদর্শিতা
38. intellectual = বুদ্ধিজীবী
39. curbing = দমন করা, অপচার
40. delicate = নাজুক, হালকা পাতলা, উপাদেয়
41. simultaneous = যুগপত,এককালীন
42. devastation = বিধ্বংস
43. shockingly = অত্যন্ত আপত্তিকররূপে
44. trauma = দৈহিক অসুস্থতা (Physical Injury)
45. verdict = রায় (Judgment)
46. obvious = অনস্বীকার্য
47. wreaked = প্রতিশোধ নেয়া
48. burdens = বোঝা বহনকারীকে
49. afforestation = অরণ্যায়ন, বনীকরণ, বৃক্ষরোপণ
50. menace = ভয়, আতঙ্ক (Scare, Fear)
51. incidence = ঘটনা, আপতন
52. unscrupulous = বিবেকবর্জিত
53. diversified = বিচিত্র
54. camaraderie = পারস্পরিক আস্থা
55. democracy = গণতন্ত্র, সাম্য
56. transmissible = প্রেরণসাধ্য
57. freshwater = স্বাদু পানি
58. wages = মজুরি
59. compensation = ক্ষতিপূরণ
60. resist = প্রতিহত করা,বাধা দেত্তয়া
61. interference = সংঘর্ষ (Conflict)
62. affiliated = সম্বন্ধযুক্ত ,সংশ্লিষ্ট
63. nonchalant = উদাসীন

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801763838938

Alerts

Be the first to know and let us send you an email when Easy English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easy English:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share