Trina Creation

  • Home
  • Trina Creation

Trina Creation Fabrics design �

16/09/2025

প্রি_অর্ডার

ফ্ল্যাপ-

সে বলেছিল,“ তোমার হাতে মরার জন্য ও সৌভাগ্য লাগে” আমার যে সে ছাড়া এই জাহানে কেউ ছিল না,তারও না। তার গায়ে একটা আচড়ও আমি সহ্য করতে পারতাম না। আর তুই তার গায়ে হাত দিলি, কেন রে? তার গর্ভে যে আমাদের ভালোবাসা বেড়ে উঠছিল।

বই: ❝টুকরো অনুভূতি❞
লেখক: সাজ্জাদ রাফিন
প্রকাশনা: চিরবিন্দু প্রকাশন - Cirobindu Prokashon
প্রচ্ছদ: Fariha Tabassum
জনরা: প্যারাসাইকোলজি থ্রিলার
মুদ্রিত মূল্য:২৫০৳
প্রি অর্ডার মূল্য: ১৬০৳

📌প্রি বুকিং করতে Books Luxury এ মেসেজ করুন।

বালকদের মাঝে সাজসজ্জার প্রবণতাঃশহরের বাসিন্দাদের মাঝে এ জঘন্য কর্মের অভিরুচি তুলনামূলক বেশি কাজ করে থাকে। স্কুলের ছেলেরা...
26/08/2025

বালকদের মাঝে সাজসজ্জার প্রবণতাঃ

শহরের বাসিন্দাদের মাঝে এ জঘন্য কর্মের অভিরুচি তুলনামূলক বেশি কাজ করে থাকে। স্কুলের ছেলেরা নতুন নতুন স্টাইলের জন্ম দেয়। তারা ফুল মেইকআপ করে বাসা থেকে বের হয়। মেয়েদেরকেও ছাড়িয়ে যাওয়ার প্রবণতা যেন তাদের! প্রকৃতিগতভাবেই তারা স্বাধীন ও লাগামছাড়া। হাফিজ ইবনু তাইমিয়্যাহ সঠিকই বলেছেন, "যুবক ও সুদর্শন বালকদের এমনস্থানে ঘোরাফেরা করা উচিত নয় যেখানে এ ব্যাধি আক্রমিত হয়ে আছে, বিশেষত যখন সমকামিতা বিস্তৃত হয়ে পড়ে। যদি চলাফেরা করাটা একান্ত জরুরী হয় তবে তা কমিয়ে দেওয়া উচিত। তাদের জন্য সাজসজ্জা করে জায়গায় জায়গায় ঘোরাফেরা করা ও অপরিচিত লোকদের সাথে মেলামেশা করা অপছন্দনীয়। তারা এমন কোনো অঙ্গভঙ্গি করবে না যা অন্যদের তাদের দিকে তাকাতে প্ররোচিত করে। বালকদেরকেও সতর্ক থাকতে হবে যাতে তাদের মর্যাদা ও সম্মান যাতে নিরাপদ ও অক্ষুন্ন থাকে, যাতে কোনো দুষ্কর্মক তাদের দিকে নোংরা পদক্ষেপ নেওয়ার সাহসও করতে না পারে।

বই: অভিশপ্ত রংধনু
লেখক: আসিফ আদনান, ডা. শামসুল আরেফীন
প্রকাশনা: মাকতাবাতুন নূর

বইটি অর্ডার করতে পেইজের ইনবক্সে নক দিন

26/08/2025

আচ্ছা বলুন তো, যদি একটি শিশুকে মূল্যবান কোনো উপহার দেওয়া হয়, আর সে যদি আনন্দে আছড়ে তা ভেঙে ফেলে, তবে কি সেটির মূল্য আর থাকে ? না, থাকবে না। কারণ সেটি ভেঙে ফেলেছে। চাই তা রাগের মাথায় ভাঙ্গুক অথবা খুশিতে ভাঙ্গুক—মূল্য আর থাকবে না। তেমনি, আল্লাহর দেওয়া নিয়ামত যদি ভুল পথে ব্যয় করি, তার ব্যাপারে উদাসীন থাকি, তাহলে এই নিয়ামতও একসময় মূল্যহীন হয়ে যাবে— চাই তা সজ্ঞানে করি অথবা অজ্ঞানে, খুশিতে করি অথবা রাগের মাথায়।

যে বন্ধুকে বলতে হয় আমার জন্য দোয়া করিস – আমি মনে করি তারা এখনো প্রকৃত বন্ধু হতে পারেনি। বন্ধু তো সে,নিজে থেকেই আমার জন...
25/08/2025

যে বন্ধুকে বলতে হয় আমার জন্য দোয়া করিস – আমি মনে করি তারা এখনো প্রকৃত বন্ধু হতে পারেনি। বন্ধু তো সে,নিজে থেকেই আমার জন্য যে দোয়া করবে।আমি কেন বলব, আমার জন্য দোয়া করিস?

ব‌ই: বেস্ট ফ্রেন্ড

চমৎকার এই বইটি দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন📚

🌿 কুদৃষ্টি ও তার প্রতিকার 🌿কুদৃষ্টি একটি অদৃশ্য বাস্তবতা, যা মানুষের জীবন, স্বাস্থ্য, সুখ ও সফলতায় প্রভাব ফেলতে পারে। ইস...
24/08/2025

🌿 কুদৃষ্টি ও তার প্রতিকার 🌿

কুদৃষ্টি একটি অদৃশ্য বাস্তবতা, যা মানুষের জীবন, স্বাস্থ্য, সুখ ও সফলতায় প্রভাব ফেলতে পারে। ইসলাম কুদৃষ্টিকে অস্বীকার করেনি, বরং কুরআন-হাদিসে এর অস্তিত্ব ও প্রতিকার স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।

এই বইতে তুলে ধরা হয়েছে—
✨ কুদৃষ্টির প্রকৃতি ও প্রভাব
✨ কুরআন-হাদিসের প্রমাণ
✨ নজর লাগলে কী লক্ষণ প্রকাশ পায়
✨ সুরক্ষার জন্য দোয়া ও আমল
✨ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার উপায়

📖 "কুদৃষ্টি ও তার প্রতিকার"বইটি আমাদের শিখিয়ে দেয়—নিজেকে ও প্রিয়জনদের কুদৃষ্টি থেকে রক্ষা করতে হলে সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তাঁর দেয়া দোয়া-আমলকে আঁকড়ে ধরতে হবে।

👉 এটি শুধু একটি বই নয়, বরং একটি বাস্তব সমস্যার সঠিক সমাধান নির্দেশিকা।

বইটি সংগ্রহ করতে Books Luxury Islamic Corner পেজে ইনবক্স করুন ❣️

লেখক : আব্দুল্লাহ আল মামুনপ্রকাশনী : হসন্ত প্রকাশনবিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাবইছবি: সংগ্রহিত। মূল্য: ৯০৳সুখের চিলেকো...
24/08/2025

লেখক : আব্দুল্লাহ আল মামুন

প্রকাশনী : হসন্ত প্রকাশন

বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

বইছবি: সংগ্রহিত।
মূল্য: ৯০৳

সুখের চিলেকোঠা’ নামে দোচালার ছোট্ট একটা কুঁড়েঘর থাকবে। এক চিলতে উঠোন। দখিনের খোলা জানালায় উঁকি দেবে চাঁদ। জ্যোৎস্না চুইয়ে পড়বে উঠোনে৷ শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্মের পরে আসবে বর্ষা। টিনের চালায় বৃষ্টির রিমঝিম শব্দে বিভোর হব দু’জন। চাঁদনী রাতে জানালার কাছে বসে তোমার শৈশবের দেওয়া চিরকুটে লেখা প্রেমের কাব্য গুনগুন করব আর তুমি জোৎস্না না দেখে মুগ্ধ চোখে আমায় তাকিয়ে দেখবে। হঠাৎ আমিও কাব্য ছেড়ে তোমার চোখে চোখ রাখব। ডাগর আঁখি দেখব। যেন পলকহীন চলে যাবে অনন্তকাল।

🍁বইটি সংগ্রহ করতে Books Luxury Islamic Cornerপেইজে মেসেজ দিন 🍁

আপনার পছন্দের বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন ❣️
23/08/2025

আপনার পছন্দের বইটি সংগ্রহ করতে ইনবক্স করুন ❣️

আপনি কি চান মৃত্যুর পৃথিবী আপনাকে মনে রাখবে?অধিকাংশ মানুষ ইতিহাসের অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ এমন উত্তরাধিকা...
23/08/2025

আপনি কি চান মৃত্যুর পৃথিবী আপনাকে মনে রাখবে?
অধিকাংশ মানুষ ইতিহাসের অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ এমন উত্তরাধিকার রেখে যায়, যা প্রজন্মকে আলো দেখায়। প্রশ্ন হলো—আমরা কোন দলে থাকতে চাই?
‘তোমার মৃত্যুতে কি হারাবে পৃথিবী?’ বইটি পাঠকদের এক অনন্য আত্মজিজ্ঞাসার পথে নিয়ে যাবে। জীবনের মূল্যায়ন, ব্যক্তিত্ব উন্নয়ন, পরিবর্তনের অনুপ্রেরণা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা—এসব বিষয় গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখানে। এটি কেবল পড়ার বই নয়, বরং একটি আয়না, যেখানে আপনি নিজেকে স্পষ্টভাবে দেখতে পাবেন।
যদি আপনি এমন জীবন গড়তে চান, যার অভাব একদিন পৃথিবী সত্যিই অনুভব করবে, তবে বইটির পাঠ গ্রহণ করা জরুরি। তোমার মৃত্যুতে কি হারাবে পৃথিবী

লেখক : আল খাদির সালিম বিন হুলাইস
প্রকাশনী : রিজকুন কারীম প্রকাশন

নামায হলো ঈমানের স্তম্ভ, আর নবীজীর (সা.) শিক্ষা হলো তার সবচেয়ে সুন্দর ও পূর্ণাঙ্গ আদর্শ। আমরা অনেকেই নামায পড়ি, কিন্তু ক...
23/08/2025

নামায হলো ঈমানের স্তম্ভ, আর নবীজীর (সা.) শিক্ষা হলো তার সবচেয়ে সুন্দর ও পূর্ণাঙ্গ আদর্শ। আমরা অনেকেই নামায পড়ি, কিন্তু কতোটা সুন্নাহ অনুযায়ী পড়তে পারছি—তা ভেবে দেখি না। অথচ নামাযে সামান্য ভুলও ইবাদতের পূর্ণতা নষ্ট করে দিতে পারে।

“সহীহ হাদীসের আলোকে নবীজীর নামায” বইটিতে লেখক মুফতী মুহাম্মদ শফিউল আলম অত্যন্ত সহজ ভাষায় কুরআন ও সহীহ হাদীসের দলিলভিত্তিক নামাযের পদ্ধতি তুলে ধরেছেন। হাত বাঁধা থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটি ধাপে সুন্নাহ অনুযায়ী করণীয় কী—তা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

✅ নামাযের প্রতিটি আমল সহীহ হাদীস অনুযায়ী বিস্তারিত জানতে বইটি পড়ুন!!💥

📘"সহীহ হাদীসের আলোকে নবীজীর নামায"।
✍️মুফতী মুহাম্মদ শফিউল আলম।
📘পৃষ্ঠাঃ ২০৭,হার্ডকভার,ভাষাঃবাংলা।
📘প্রকাশনায়ঃফুলদানী প্রকাশনী।
📘মুদ্রিত মূল্যঃ৩৬০টাকা।

অনুপ্রভা মিষ্টি হাসল। পুনরায় সাহিত্যের চোখের দিকে চেয়ে মৃদু আওয়াজে বলে উঠল, “ভালোবাসেন, তাহলে সেটা বলেন না কেন?”জবাবে সা...
23/08/2025

অনুপ্রভা মিষ্টি হাসল। পুনরায় সাহিত্যের চোখের দিকে চেয়ে মৃদু আওয়াজে বলে উঠল, “ভালোবাসেন, তাহলে সেটা বলেন না কেন?”
জবাবে সাহিত্য বলল, “না বলতেই যে বোঝে, তাকে আলাদা করে বলতে হবে কেন?”

বই: ❝শুনছো, ভালোবাসি❞
লেখক: তানিয়া মাহি
বই ছবি : কালেক্ট
🍁 বইটি সংগ্রহ করতে Books Luxury পেজে মেসেজ দিন 🍁

"তুমি আমার আমরণ তৃষ্ণা, যা পৃথিবীর অন্য কাউকে দিয়ে–ই মিটবে না।"বই : ইট পাটকেল লেখিকা : সানজিদা বিনতে সফি 🍁বইটি সংগ্রহ ক...
23/08/2025

"তুমি আমার আমরণ তৃষ্ণা, যা পৃথিবীর অন্য কাউকে দিয়ে–ই মিটবে না।"

বই : ইট পাটকেল
লেখিকা : সানজিদা বিনতে সফি

🍁বইটি সংগ্রহ করতে Books Luxury পেইজে মেসেজ দিন 🍁

মৃতেরা কি কথা বলে?গ্রীষ্মের ছুটিতে খুন হয়ে গেল উনিশ বছর বয়সি সাতসুকি। ওর লাশ আড়ালের চেষ্টায় রয়েছে খুনি। ধীরে ধীরে পচতে আ...
23/08/2025

মৃতেরা কি কথা বলে?

গ্রীষ্মের ছুটিতে খুন হয়ে গেল উনিশ বছর বয়সি সাতসুকি। ওর লাশ আড়ালের চেষ্টায় রয়েছে খুনি। ধীরে ধীরে পচতে আরম্ভ করেছে লাশটা। এদিকে নিজের খুন হওয়ার ঘটনা থেকে শুরু করে যাবতীয় ঘটনা পাঠককে বলতে চেষ্টা করছে সাতসুকির প্রেতাত্মা। এভাবে গল্প বলে সাতসুকি কি পারবে নিজের খুনির পরিচয় প্রকাশ করতে?

কিয়োনি চাকরী নেয় গৃহপরিচারিকার। তার দায়িত্ব হল এক বয়স্ক দম্পতির দেখাশোনা করা। দায়িত্ব নেয়ার পর কখনোই ওর সাথে দেখা হয়নি বৃদ্ধের স্ত্রী ইউকোর সাথে। সবসময় নিজেকে ঘরবদ্ধ রাখে ইউকো। কি রহস্য আছে ইউকোর মধ্যে।

বিখ্যাত জাপানি লেখক অৎ সুইশির ডার্ক সাইকোলজিক্যাল নভেলা সামার, ফায়ারওয়ার্কস অ্যান্ড মাই কর্পসে লুকিয়ে আছে এসবের উত্তর।

বই: গ্রীষ্ম, আতশবাজি ও আমার মৃতদেহ।
অনুবাদে: ইশরাক অর্ণব
ধরন: থ্রীলার,গোয়েন্দ,এডভেঞ্চার
প্রকাশনায় : গ্রন্থরাজ্য
মূল্য: ২১০৳
🥀বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন Books Luxury পেজের ইনবক্সে🥀

Address

Akhaura, Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trina Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share