Digitalmarket

Digitalmarket Assalamualikum. I'm Moni, Digital marketer and content creator. I'm Ex- Lecturer IBIT Dhaka. This is a Online Market for Digital related solutions.

Digital Market ad for social media post, content creation and Digital marketing . Please visit my website,


ঈদ মোবারক।
31/03/2025

ঈদ মোবারক।

ফেসবুক এসইও, বিজনেস পেজ সেটাপ,কনটেন্ট সার্ভিস।🔥
22/02/2025

ফেসবুক এসইও, বিজনেস পেজ সেটাপ,কনটেন্ট সার্ভিস।🔥

🏆🏆  ঈদের ধামাকা অফার🏆🏆 🔥ফেসবুক এসইও, বিজনেস পেজ সেটাপ,কনটেন্ট সার্ভিস।🔥ভাল মানের এড ক্রিয়েটিভ ও এ্সইও অপটিমাইজ পেজ ছাড়া ...
21/02/2025

🏆🏆 ঈদের ধামাকা অফার🏆🏆
🔥ফেসবুক এসইও, বিজনেস পেজ সেটাপ,কনটেন্ট সার্ভিস।🔥

ভাল মানের এড ক্রিয়েটিভ ও এ্সইও অপটিমাইজ পেজ ছাড়া কি কাংখিত সেল পাওয়া যায়।
আপনার পেজ ডেকোরেশন কি সুন্দর ও ক্রেতাকে কাছে টানার মত ?
আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন বা করছেন বা ডিজিটাল ক্রিয়েটর ,রিসেলার,ব্যবসা উদ্যেক্তা,মার্কেটিং পারসন হন তবে এই বিষয়টি আপনার জন্য।
আপনার জন্য রয়েছে আমাদের কিছু Facebook, Social Media সার্ভিস।
আপনার ফেসবুক বিজনেস পেজটি যদি সঠিকভাবে এসইও করা না থাকে, তাহলে তা মানুষের কাছে কম পৌছাবে, সেল কম হবে, মনিটাইজেশন আর্নিং কম হবে।

❤️ আমাদের এই সার্ভিসটি আপনার ব্রান্ড প্রমোশনে অনেক সহায়তা করবে ❤️

ফেসবুক বিজনেস পেজের সাফল্য নিশ্চিত করে এসইও অপটিমাইজেশন ও পোষ্ট ডিজাইন,কনন্টেট এর মাধ্যমে । ফেসবুক শপ বা পেজ একটি দোকানের মত। এখানেও ডেকোরেশন এর প্রয়োজন দর্শক বা ক্রেতাদের বিশ্বাস ও দৃষ্টি আকর্ষনের জন্য। কেননা আমরা সবকিছু সুন্দর দেখতে ও দেখাতে পছন্দ করি।

আমরা ফেসবুক বিজনে পেজ সেটাপ সংক্রান্ত কাজে আপনার জন্য প্রস্তুত ! 🚀✨

😟 তাই উদ্যোক্তা হিসাবে, ডিজিটাল ক্রিয়েটর হিসাবে ভাল রিচ, এঙ্গেজন্টে, সোস্যাল এটেনশন পাবার জন্য আপনার ফেসবুক পেজটি ভালো করে সাজিয়ে নিন।
বিশেষ অফারে থাকছে :
📈 ফেসবুক পেজ সেটআপ উইথ এসইও অপটিমাইজেশন
🎨 ১টি কাভার ডিজাইন ও লগো (যদি প্রয়োজন হয়) এসইও অপ্টিমাইজেশন
🏷️ ডিসক্রিপশন সেটাপ-এসইও অপ্টিমাইজেশন
🏷️ ওয়েব লিংক সেটাপ-এসইও অপ্টিমাইজেশন
🏷️ অফপেজ এসইও অপ্টিমাইজেশন
🏷️ টেক্স/পোষ্ট ক্রিপ্ট তৈরী
🖼️ ৩টি ফেসবুক পোস্ট ডিজাইন ও এসইও
🎥 2টি রিলস ভিডিও (২০-৩০ সেকেন্ড) ও এসইও অপ্টিমাইজেশন
🏷️ কিছু প্রয়োজনীয় হ্যাসট্যাগ সেটাপ,সোস্যাল সিগনালিং।
🤫 আমাদের গোপনীয় কিছু কাজ
(সীমিত সময়ের জন্য)

এতে আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

🌟 তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন !

আমরা সকল স্যোস্যাল মিডিয়া পোষ্ট ডিজাইন ও ভিডিও কনটেন্ট, রিভিউ ভিডিও, টিউটোরিয়াল ভিডিও, তৈরী করে থাকি।

🌟ফেসবুক,ইউটিউব,টিকটক, ইন্সটাগ্রাম ইত্যাদির কাজ করা হয়।
🌟মাসিক চুক্তিতে কাজ করা হয়।

✨আমাদের পেজটি ঘুরে আমাদের কাজগুলো দেখুন। পেজটি লাইক দিয়ে সাথে থাকুন।✨

একবার অন্তত আমাদের সাথে কাজ করে দেখতে পারেন।আশাকরি ভালো লাগবে।❤️

20/02/2025

নতুন এ কনটেন্টি বানিয়ে দিলাম।
ঈদ শপিং ক্যাম্পেইনের জন্য।

ফেসবুক মার্কেটিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস, কৌশল এবং কার্যকর ফিচার নিয়ে আলোচনা করা হলো:: আপনার পণ্য বা সেবা সম্পর...
14/02/2025

ফেসবুক মার্কেটিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস, কৌশল এবং কার্যকর ফিচার নিয়ে আলোচনা করা হলো:

: আপনার পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহী গ্রাহকদের সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনগুলোকে সঠিকভাবে টার্গেট করতে পারবেন। 🎯

: আপনার ফেসবুক পেজে নিয়মিতভাবে নতুন কন্টেন্ট শেয়ার করুন। এটি আপনার দর্শকদের আকৃষ্ট রাখতে সাহায্য করবে।

: পোস্টে প্রশ্ন জুড়ে দিন যাতে দর্শকরা মন্তব্য করতে উৎসাহিত হন। এটি এনগেজমেন্ট বাড়ায়।❓

: আপনার পণ্যের উপর গ্রাহকদের মতামত নেওয়ার জন্য বিভিন্ন পোল বা প্রশ্নাবলী ব্যবহার করুন। এটি আপনার পণ্য উন্নত করতে সাহায্য করবে। 🗣️

: ভিডিওর মাধ্যমে তথ্য প্রদান করলে দর্শকদের আকর্ষণ বাড়ে এবং তারা বেশি সময় ধরে ভিডিওটি দেখেন। 📹

: ফেসবুকের পেইড বিজ্ঞাপন সুবিধা নিন, যা আপনাকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সাহায্য করবে। 🤑

: একটি গ্রুপ তৈরি করে আপনি নির্দিষ্ট অডিয়েন্সের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং তাদের মতামত নিতে পারেন। 🤝

: বিশেষ অফার বা প্রমোশনের জন্য ফেসবুক ইভেন্ট তৈরি করুন, যা দর্শকদের আকৃষ্ট করতে পারে। 🗓️

: বিশেষ অফার ও ডিসকাউন্টের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করুন। 🏷️

: গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ রাখুন এবং তাদের প্রশ্নের উত্তর দিন। এটি আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা বাড়ায়। 💬

: ব্যবসার জন্য ফেসবুক পেজ তৈরি করে সেখানে নিয়মিত আপডেট শেয়ার করুন। এটি আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ায়। 📄

: আপনার পোস্টগুলোর কার্যকারিতা বিশ্লেষণ করার জন্য ফেসবুক অ্যানালিটিক্স ব্যবহার করুন, যা আপনাকে ভবিষ্যৎ কৌশল নির্ধারণে সাহায্য করবে। 📊2

: বিজ্ঞাপন ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনের বাজেট এবং টার্গেট সেট করতে পারবেন, যা কার্যকরী প্রচারণা নিশ্চিত করে। 💰

: ফেসবুক এবং ইনস্টাগ্রামকে একত্রিত করে মার্কেটিং কৌশল তৈরি করুন, যা আপনার ব্র্যান্ডের উপস্থিতি বৃদ্ধি করবে। 📸

: লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ করুন, যা তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। 🔴

এই টিপস, কৌশল এবং ফিচারগুলি ব্যবহার করলে ফেসবুক মার্কেটিংয়ে সফলতা অর্জন করা সম্ভব হবে।

ফেসবুক মার্কেটিং-এর জন্য ৩০টি টিপস :১. সবসময় ছবি ব্যবহার করুন: ছবি ব্যবহার করলে সামাজিক মাধ্যমে আপনার পোস্টের আকর্ষণ ও ...
14/02/2025

ফেসবুক মার্কেটিং-এর জন্য ৩০টি টিপস :

১. সবসময় ছবি ব্যবহার করুন: ছবি ব্যবহার করলে সামাজিক মাধ্যমে আপনার পোস্টের আকর্ষণ ও বিস্তার বাড়ে। 🖼️📸
২. প্রশ্ন করুন: প্রশ্ন করার মাধ্যমে দর্শকদের সাথে আলোচনা শুরু করা সহজ।❓
৩. পেছনের দৃশ্য দেখান: আপনার ব্র্যান্ডের ভেতরের কাজকর্ম, যেমন পণ্য তৈরি বা পরীক্ষা করার ভিডিও দেখিয়ে দর্শকদের আস্থা অর্জন করুন। 🏭
৪. ব্র্যান্ডেড গ্রাফিক্স ব্যবহার করুন: আপনার কন্টেন্টকে আলাদা করে চিহ্নিত করতে ব্র্যান্ডেড গ্রাফিক্স ব্যবহার করুন। 🎨
৫. গল্প বলুন: গল্প বলার মাধ্যমে দর্শকদের সাথে আবেগপূর্ণ সংযোগ তৈরি করুন। 📝
৬. গ্রাহকদের তৈরি কন্টেন্ট (UGC) শেয়ার করতে উৎসাহিত করুন: এটি আপনার ব্র্যান্ডকে আরও উঁচুতে নিয়ে যেতে পারে। 🤳
৭. পণ্য সম্পর্কে গ্রাহকদের মতামত দিন: গ্রাহকদের ভিডিও বা ইনফ্লুয়েন্সারদের দিয়ে পণ্যের রিভিউ তৈরি করুন। আপনার ওয়েবসাইটে এবং ব্লগ পোস্টে এই প্রশংসাপত্রগুলি প্রকাশ করুন।
৮. দর্শকদের আপনার ওয়ালে পোস্ট করতে দিন: গ্রাহকদের মতামত জানার জন্য ফেসবুকের "Write a Review" ফিচারটি ব্যবহার করুন।
৯. মাসিক বিষয়বস্তুর উপর মনোযোগ দিন: বিষয়বস্তুর মান নিশ্চিত করার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ দিন।📅
১০. আকর্ষণীয় বিষয়বস্তু শেয়ার করুন: এমন কিছু শেয়ার করুন যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এবং ধরে রাখে।
১১. পেইড বিজ্ঞাপন ব্যবহার করুন: টার্গেটেড বিজ্ঞাপন ব্যবহার করে সঠিক দর্শকদের কাছে পৌঁছান। 🎯
১২. উপহার এবং প্রচারণার আয়োজন করুন: দর্শকদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করুন।🎁
১৩. আপনার পেজে লাইক করার জন্য আমন্ত্রণ জানান: বন্ধুদের এবং পরিচিতদের আপনার পেজে লাইক করার জন্য আমন্ত্রণ জানান।🤝
১৪. কল টু অ্যাকশন (CTA) ব্যবহার করুন: আপনার পোস্টে একটি CTA যোগ করুন, যেমন "আরও জানুন" অথবা "আজই কিনুন"।
১৫. ফেসবুক লাইভ ব্যবহার করুন: সরাসরি দর্শকদের সাথে যোগাযোগ করার জন্য লাইভ ভিডিও ব্যবহার করুন। 🔴
১৬. গ্রুপে যোগদান করুন এবং আলোচনায় অংশ নিন: বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে আপনার পেজ এবং পণ্য সম্পর্কে পোস্ট করুন। 💬
১৭. সহজ ভাষায় উপস্থাপন করুন: আপনার ফেসবুক পেজটিকে এমনভাবে তৈরি করুন যাতে এটি ব্যবহার করা সহজ হয়।
১৮. নিয়মিত পোস্ট করুন: আপনার পেজে নিয়মিত নতুন কন্টেন্ট যোগ করুন।
১৯. সঠিক সময়ে পোস্ট করুন: যখন আপনার দর্শকরা সবচেয়ে বেশি অনলাইনে থাকে, তখন পোস্ট করুন। ⏰
২০. ভিডিও কন্টেন্ট ব্যবহার করুন: ভিডিওর মাধ্যমে আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। 📹
২১. ইনফ্লুয়েন্সারদের সাথে সহযোগিতা করুন: জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করে আপনার ব্র্যান্ডের পরিচিতি বাড়ান। 📢
২২. গ্রাহক রিভিউ শেয়ার করুন: আপনার পেজে গ্রাহকদের ইতিবাচক মন্তব্যগুলো তুলে ধরুন। 👍
২৩. অফার এবং ডিসকাউন্ট দিন: বিশেষ অফার এবং ডিসকাউন্টের মাধ্যমে দর্শকদের আকর্ষণ করুন। 🏷️
২৪. ফেসবুক পেজ তৈরি করুন: আপনার ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ তৈরি করুন এবং নিয়মিত আপডেট শেয়ার করুন। 🏢
২৫. ফেসবুক গ্রুপ তৈরি করুন: একটি গ্রুপ তৈরি করে নির্দিষ্ট দর্শকদের সাথে সম্পর্ক তৈরি করুন। 🧑‍🤝‍🧑
২৬. ইভেন্ট তৈরি করুন: প্রচার, বিক্রয়, বা ওয়েবিনারের জন্য ফেসবুক ইভেন্ট ফিচার ব্যবহার করুন। 🗓️
২৭. অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করুন: আপনার ফেসবুক পোস্টগুলো অন্যান্য সামাজিক মাধ্যমেও শেয়ার করুন। 🌐
২৮. মোবাইল অপটিমাইজেশন: নিশ্চিত করুন আপনার কন্টেন্ট মোবাইল ডিভাইসের জন্য অপটিমাইজ করা। 📱
২৯. প্রোফাইল এবং কভার ছবি নির্বাচন: আপনার ব্র্যান্ডের সাথে মানানসই প্রোফাইল এবং কভার ছবি ব্যবহার করুন।🖼️
৩০. ইমোজি ব্যবহার করুন: আপনার বার্তাকে আরও আকর্ষণীয় করতে ইমোজি ব্যবহার করুন। 😄
লেখাটি ভাল লাগলে পোষ্টটি লাইক দিতে ভুলবেন না। পেজটি লাইক দিয়ে রাখলে ডিজিটাল মার্কেটিং এর মজার মজার টিপস এন্ড ট্রিক্স এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
মনি চৌধুরী
ডিজিটাল মার্কেটার, কনন্টেন ক্রিয়েটর।

আসসালামু আলাইকুম। আমি মনি,প্রাক্তন প্রভাষক ও চীফ ইন্সপেক্টর ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অফ টেকনোলজি ঢাকা।একসময় মিনিস্ট্রি ...
14/02/2025

আসসালামু আলাইকুম। আমি মনি,প্রাক্তন প্রভাষক ও চীফ ইন্সপেক্টর ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অফ টেকনোলজি ঢাকা।একসময় মিনিস্ট্রি অফ এডুকেশনে এর আগে কাজ করতাম ডাটাবেজ সুপারভাইজার হিসেবে, পরে কাজ করেছি বাংলাদেশের বড় একটি বিজ্ঞাপনী সংস্থায়। ডিজিটাল মার্কেটিং এর পথ চলা প্রায় ছয় সাত বছর হয়ে গেল। যদিও আমি পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে, কম্পিউটার এক বছরের ডিপ্লোমা করেছি,বাংলাদেশ সরকারের এলইডিপি থেকে ডিএম ৬৮ ব্যাচ এ ডিজিটাল মার্কেটিং এর উপর চার ঘণ্টা করে সপ্তাহে চারদিন ছয় মাসের কোর্স করেছি, সেই সাথে হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারির সাড়ে চার বছরে ডিপ্লোমাও করেছি। ছোটবেলা থেকেই কনটেন্ট ক্রিয়েশন আমাকে টানে। ছায়ানট থেকে ৬ বছর মেয়াদী মিউজিকাল ইন্সট্রুমেন্ট তবলার উপর কোর্স করেছি। এক সময় আবৃতি করতাম প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংসদে, নাটক করতাম লোকনাট্য দল টিএসসি, নাগরিক নাট্যাঙ্গন অন সম্বল জামাল উদ্দিন ভাইয়ের সাথে। কাজ করেছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। বাংলাদেশ বেতার,বিটিভি, দীপ্ত টেলিভিশনেও কাজ করেছি কিছু। লেখালেখির অভ্যাসটা ছোটবেলা থেকেই করতাম। কিছু লেখা পত্রিকাতেও ছাপা হয়েছে। কিন্তু সবকিছু মিলিয়ে ডিজিটাল মার্কেটিং টা আমাকে টানে খুব। ফাইবারে ও কাজ করেছিলাম, রাত জাগতে হয় বলে এখন করি না। স্ক্রিপ রাইটিং আবৃত্তির সুবাদে ভয়েস ওভার দেয়া এগুলো আমার নিত্যদিনের কাজ।

ডিজিটাল মার্কেটিং এ ক্রিয়েশন ফেসবুক পেজ অপ্টিমাইজেশন বা সেটাপ youtube instagram tiktok সেটাপ কাজগুলো আমার অনেক ভালো লাগে। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনার, মাল্টিমিডিয়া সফটওয়্যার ডেভলপার ছিলাম ক্রিয়েশনটা আমাকে টানে। ফাইবার মার্কেট প্লেসে কাজ করার সময় মনে হয় আমরা শুধু বিদেশীদেরকেই সার্ভিস দিয়ে যাই উন্নতি করার জন্য। কিন্তু আমাদের লোকাল মার্কেটে অল্প পয়সায় অনেকেই সার্ভিস খোঁজে। তাই সিদ্ধান্ত নিয়েছি এদেশের উদ্যোক্তা, ডিজিটাল ক্রিয়েটর যারা আছেন আমার যতটুকু জ্ঞান আছে যদি সহযোগিতা করতে পারি তবে খুশি হব।
আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা মানুষকে বিমুখ করেন না। নতুন উদ্যোক্তা কনটেন্ট ক্রিয়েটর, ফেসবুক পেজ ওনার, রিসেলার যারা ডিজিটাল প্লাটফর্মে কাজ করছেন তাদের জন্য শুভেচ্ছা থাকলো।
এবাউট সেকশনে আমার ওয়েবসাইটে যে লিংকটি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন। আমার এই পেজটির লাইক দিয়ে সাথে থাকবেন। ফেসবুক মার্কেটিং সোস্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আপডেট অনেক কিছু রাখার চেষ্টা করব। ভালো থাকবেন 🥰🥰

রিভিউ : কাজ পছন্দ হলে ক্লায়েন্ট এইভাবে দোয়া করে। সম্মানিত ক্লায়েন্ট আপনি ভালো থাকবেন 🥰
14/02/2025

রিভিউ : কাজ পছন্দ হলে ক্লায়েন্ট এইভাবে দোয়া করে।

সম্মানিত ক্লায়েন্ট আপনি ভালো থাকবেন 🥰

ভালবাসা অবিরাম।
14/02/2025

ভালবাসা অবিরাম।

14/02/2025

আপনার পেইজে সেলস কন্টেন্ট না থাকলে কখনোই সেল ভালো হবে না।

14/02/2025

দেখুনতো কাজটি আপনার কাছে কেমন লাগে।
করলাম আর কি।

13/02/2025

পেজের কাজ করলাম। পেজ ওনার অনেক ভাল মানুষ।
Poshak Bari Online Shopping
আপনারা এই পেজে থেকে কেনাকাটার করতে পারেন।
https://www.facebook.com/poshakbarionlineshopping/

A reliable ladies cloths(Specially 3pcs/2pcs)seller in Bangladesh❤❤

Address

Kachkura Bazar Road
Uttar Khan
1230

Alerts

Be the first to know and let us send you an email when Digitalmarket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digitalmarket:

Share