Kalmi Creator

Kalmi Creator Digital creator Bangladesh

18/05/2025

জানাযার নামাজ আদায়ের নিয়ম।

01/05/2025

'ওয়াকসাপ' বলে ভাইরাল খালা একদিনের প্রেমে বিয়ে করেছেন। তিনি এখন চার সন্তানের জননী। ব্যক্তি জীবনে সুখী।🤣🤣🤣

29/04/2025

এদেশের একটা মানুষ কেন, একটা মাটির কণাও কাউকে দেওয়া হবে না।

সাবাশ Border Guard Bangladesh

28/03/2025

কিছুক্ষণ আগে ৭.৭ মাত্রা ভূমিকম্পে কেপে উঠলো।
ভেঙ্গে গেল কয়েকটি উচু বিল্ডিং 😭😭

21/03/2025

তোমার দেহটা পুরোটাই কলিজা ভাই!
Hasnat Abdullah 💖💖

আল্লাহ তায়ালা। প্রিয় ভাইকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন আমিন ♥️💖🥀।।

ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকার'রে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকার এর হাতে দ্বিতীয় কো...
21/03/2025

ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকার'রে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকার এর হাতে দ্বিতীয় কোন অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রানে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে। হাসিনা পালানোর আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

প্রশ্ন হচ্ছে সেদিন যদি হাসিনা না পালাতো তাহলে কি হতো? সেদিন হাসিনা না পালালে একদল বিদ্রহী সেনা অফিসারের হাতে ওয়াকার এর মৃত্যু হতো। এবং হাসিনার মৃত্যু হতো গণভবনে সাধারণ জনগণের হাতে। এবং মার্কিন নিষেধাজ্ঞাতে সেনবাহিনী ধ্বংস হয়ে যেতো। সুতরাং যারা বলে ওয়াকার আমাদের উদ্ধারকর্তা তার ভুল বলে। তারা আবেগে না জেনে বলে।

ওয়াকার যদি দেশপ্রেমিক হতো তাহলে হাসিনাকে পালাতে সাহায্য করতো না। বরং হাসিনাকে বন্দি করতো। আয়নাঘর এর সকল প্রমান নষ্ট না করে বরং আয়নাঘর বিপ্লবের পরের দিন উন্মুক্ত করে দিত।

হাসনাত আব্দুল্লাহ ( Hasnat Abdullah ) কিছু হলে জুলাই ফিরবে দ্বিগুণ হয়ে!!!✅আগে আন্দাজ করতে পারছিলাম হঠাৎ করে কেন সমন্বয়...
21/03/2025

হাসনাত আব্দুল্লাহ ( Hasnat Abdullah ) কিছু হলে জুলাই ফিরবে দ্বিগুণ হয়ে!!!✅
আগে আন্দাজ করতে পারছিলাম হঠাৎ করে কেন সমন্বয়ক এবং উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে, তাদের চরিত্র হনন হচ্ছে, চাকরিতে তাদের সুপারিশে নাকি অনেকে নিয়োগ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্ট দেখে মনে হল সবকিছুই ক্যান্টনমেন্ট থেকে আসা নির্দেশনায় হচ্ছে। মানুষের কাছে এই দেশপ্রেমিক মানুষগুলোকে খারাপ ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন মানুষ তাদের বিরুদ্ধে যায় এবং আওয়ামী লীগের ফিরে আসা সহজ হয়।
তবে তাদের এই প্ল্যান কোনভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না! যাবে না!!

21/03/2025

ভারতপন্থী আওয়ামী দালাল ওয়াকার সাব,জুলাই কি ভুইল্যা গেসেন,
আমরা কিন্তু মরি নাই।
ধোঁয়াশার পরিবর্তে স্পষ্ট করে বলার জন্য ধন্যবাদ, হাসনাত ভাই

বাংলার মীর জাফর, আওয়ামী লীগ ৫ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন ক...
21/03/2025

বাংলার মীর জাফর,
আওয়ামী লীগ ৫ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই।

হাসনাত আব্দুল্লাহ আজ যে তথ্য ফাঁস করেছেন, তা শুধু সাহসিকতার পরিচয় নয়—এটি বাংলাদেশের রাজনীতির এক ভয়ংকর বাস্তবতার প্রকাশ। ...
21/03/2025

হাসনাত আব্দুল্লাহ আজ যে তথ্য ফাঁস করেছেন, তা শুধু সাহসিকতার পরিচয় নয়—এটি বাংলাদেশের রাজনীতির এক ভয়ংকর বাস্তবতার প্রকাশ। এমন স্পষ্টভাষায় সেনানিবাসে হওয়া মিটিং নিয়ে কথা বলার দুঃসাহস এ দেশের কোনো মূলধারার রাজনৈতিক নেতা দেখাতে পারেননি। কিন্তু হাসনাত দেখিয়েছে!

এই পোস্টের গুরুত্ব অনেকেই বুঝবেন না, বা বুঝেও চুপ থাকবেন। কিন্তু আমরা চুপ থাকতে পারি না। কারণ এই তথ্য ফাঁসের পর হাসনাত ও তার সঙ্গীদের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। সরকারকে অনুরোধ করবো, হাসনাত ও মিটিংয়ে উপস্থিত বাকি তিনজনের জন্য অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

আমরা এর আগেও দেখেছি, কীভাবে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক নাটক সাজানো হয়, কীভাবে প্রতিশোধের বৃত্ত তৈরি হয়। সোহেল তাজ কেন শেখ হাসিনার বিরুদ্ধে এতটা রাগান্বিত, সেটার উত্তরও এখন পরিষ্কার। একই ধরনের প্রেসক্রিপশন আগে তার মাও অনুসরণ করেছিলেন, যার ফলে আওয়ামী লীগ বেঁচে গেলেও হাসিনার প্রতিশোধের নীলনকশা বাস্তবায়ন হয়েছে।

আজ আমরা যদি চুপ থাকি, তাহলে আগামী দশকে বাংলাদেশ আরও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবে। গণহত্যার ছক তৈরি হচ্ছে! তাই জনগণের প্রতি আহ্বান—এখনই রুখে দাঁড়ান।

হাসনাত ও তার সাহসী সঙ্গীদের কিছু হলে, জনগণের প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে। তাই কারো চাপে পড়ে জনগণকে নতুন বিপদের দিকে ঠেলে দেবেন না। ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

#বাংলাদেশ #রাজনীতি

কচুক্ষেতের দিল্লিপন্থী জলপাইওয়ালারা, এই ছবিটার দিকে তাকা। তাকাইয়া শিক্ষা নে...
21/03/2025

কচুক্ষেতের দিল্লিপন্থী জলপাইওয়ালারা, এই ছবিটার দিকে তাকা। তাকাইয়া শিক্ষা নে...

Address

Uttar Khan

Alerts

Be the first to know and let us send you an email when Kalmi Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share