21/03/2025
হাসনাত আব্দুল্লাহ আজ যে তথ্য ফাঁস করেছেন, তা শুধু সাহসিকতার পরিচয় নয়—এটি বাংলাদেশের রাজনীতির এক ভয়ংকর বাস্তবতার প্রকাশ। এমন স্পষ্টভাষায় সেনানিবাসে হওয়া মিটিং নিয়ে কথা বলার দুঃসাহস এ দেশের কোনো মূলধারার রাজনৈতিক নেতা দেখাতে পারেননি। কিন্তু হাসনাত দেখিয়েছে!
এই পোস্টের গুরুত্ব অনেকেই বুঝবেন না, বা বুঝেও চুপ থাকবেন। কিন্তু আমরা চুপ থাকতে পারি না। কারণ এই তথ্য ফাঁসের পর হাসনাত ও তার সঙ্গীদের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। সরকারকে অনুরোধ করবো, হাসনাত ও মিটিংয়ে উপস্থিত বাকি তিনজনের জন্য অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক।
আমরা এর আগেও দেখেছি, কীভাবে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক নাটক সাজানো হয়, কীভাবে প্রতিশোধের বৃত্ত তৈরি হয়। সোহেল তাজ কেন শেখ হাসিনার বিরুদ্ধে এতটা রাগান্বিত, সেটার উত্তরও এখন পরিষ্কার। একই ধরনের প্রেসক্রিপশন আগে তার মাও অনুসরণ করেছিলেন, যার ফলে আওয়ামী লীগ বেঁচে গেলেও হাসিনার প্রতিশোধের নীলনকশা বাস্তবায়ন হয়েছে।
আজ আমরা যদি চুপ থাকি, তাহলে আগামী দশকে বাংলাদেশ আরও ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হবে। গণহত্যার ছক তৈরি হচ্ছে! তাই জনগণের প্রতি আহ্বান—এখনই রুখে দাঁড়ান।
হাসনাত ও তার সাহসী সঙ্গীদের কিছু হলে, জনগণের প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে। তাই কারো চাপে পড়ে জনগণকে নতুন বিপদের দিকে ঠেলে দেবেন না। ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
#বাংলাদেশ #রাজনীতি