
10/06/2025
আমার লক্ষ্মী পাখি টা মারা গেলো আজকে।
আমার লক্ষ্মী পাখিটার হয়তো অনেক কষ্ট হইছে আমার হাতেই ওর শেষ সময়টুকু ছিল, কেমন করে তাকিয়ে ছিল আমার দিকে এখনো আমার চোখে ভাসে। আমার লক্ষ্মী পাখি টাকে আমি বাঁচাতে পারিনি। আমার তুলতুল পাখি আমাকে মাফ করে দিও।
তুলতুল বাবু 💔