𝓐𝓱𝓶𝓮𝓓 𝓢𝓪𝓫𝓫𝓲𝓡

𝓐𝓱𝓶𝓮𝓓 𝓢𝓪𝓫𝓫𝓲𝓡 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 𝓐𝓱𝓶𝓮𝓓 𝓢𝓪𝓫𝓫𝓲𝓡, Digital creator, Uttar Khan.

22/05/2024

কতিপয় সুখের খুঁজ করতে গিয়ে, কত যে নিদ্রাহীন রাত পার করছি হিসেব নেই..!🥀❤️‍🩹

২২.০৫.২০২৪

29/04/2024

ভাঙা মানুষ জানার পরও সবাই আরোও ভাইঙা দিতেছে, দেক। আমি জানি সব হৃদয় ভাঙার পর পঁচে যায় না, কোন কোন হৃদয় ভাঙার পর ফুল হয়। নাম না জানা অপার্থিব সুন্দর কোন ফুল।

পরিবার, বন্ধু -বান্ধব, আত্মীয়-স্বজন থেকে শুরু কইরা সবাই ব্যার্থ কইতাছে, কওক। ব্যার্থ হইতে হইতে একদিন সফল হইয়্যা দাঁত ভাঙা জবাব দিমু। সফল হওয়ার আগে অপমানই প্রেরণা।

বুকের বা' পাশের মানুষ কোনরকম নটিশ ছাড়াই আচমকা ডানপাশে চইলা যাইতেছে, যাক। আমি বিশ্বাস করি, যে চইলা গেলো তারে শুধু আমিই হারাই নাই, সেও আমারে হারাইছে।

সবচেয়ে বেশি গুরুত্বের আসনে বসাইয়া মায়া করা মানুষও অবহেলার পাত্র বানায়া পায়ের তলায় রাইখা দিতেছে, দেক। একদিন বেবাক অবহেলা দ্বিগুণ কইরা ফেরৎ পাবে তারাও কারো না কারো কাছে।

ভুল হইতেছে, মানুষ হাসতেছে, ঠকতেছি, মুখ চেয়ে মুখোশ পাইতেছি, প্রেম চেয়ে দুঃখ, কান্না পাইতেছে, ঘুম হারাইতেছে, বুক ভারি হইতেছে,
মন মইরা যাইতেছে, চুপ হইয়্যা যাইতেছি, কষ্ট হইতেছে, গোপনে ভাঙতেছি, একা লাগতেছে, সময়টা আমার বিপরীতে হাঁটতেছে, হাঁটুক। সব বুঝতেছি।

সব বুইঝাও ধৈর্য মায়েরে ধরছি। মনে রাখতেছি সবকিছু। আইজ যা ছুঁইলেই আমার দুঃখ হইয়্যা যায়, কাইল সেই দুঃখই আমার জন্য সুখের গীত গাইবো, আইজ যারা আমারে ভাঙতেছে, কাইল তারাই আমার লাইগ্যা ভাইঙাচুইরা টুকরা টুকরা হইয়্যা যাইবো।

লেখা:সংগ্রহীত

Address

Uttar Khan

Telephone

+8801687387724

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝓐𝓱𝓶𝓮𝓓 𝓢𝓪𝓫𝓫𝓲𝓡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝓐𝓱𝓶𝓮𝓓 𝓢𝓪𝓫𝓫𝓲𝓡:

Share