29/08/2024
কাশিমপুর থেকে আসার দীর্ঘ আড়াই বছর পর আবারও হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ। যদিও দ্বিতীয়বার গ্রেফতারির কারণে সকলের মনেই কষ্ট ছিল; কিন্তু আজ শায়খ বললেন, সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া ও অনুগ্রহই ছিল। না হলে লোকে অপবাদ রটাত,তিনি ফ্যা সি স্ট রেজিমের কাছে মুচলেকা দিয়ে এসেছেন। তাছাড়া তারা তাকে পদে পদে মৌলিক অধিকার থেকে বঞ্চিতও করত। এমন সব শর্তও আরোপ করতে চেয়েছিল, যা একমাত্র বিক্রি হওয়া মু না ফি ক ছাড়া কেউই রক্ষা করতে পারবে না।
অবশেষে আল্লাহ আবাবিলের দ্বারা তাদের উৎখাত করলেন। ইজ্জতের সঙ্গে ম জ লু মকে মুক্ত বাতাসে বের করে আনলেন। আল্লাহ তাঁকে সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। দ্রুত শারীরিক সুস্থতা দান করে সকল হকপন্থি আলিমদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে উম্মাহর কল্যাণে নিবেদিত হওয়ার তাওফিক দান করুন।