Shayekh Ali Hasan Usama

Shayekh Ali Hasan Usama কখনো পরোয়া করিনি, আমার ব্যাপারে কী বলা হয়েছে।
তবে সর্বদা তা-ই বলেছি, যা বলা আমার উপর অপরিহার্য৷ (ওসামা সমর্তক গোষ্ঠী)

প্রিয় মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি হাফি.-এর দাওয়াতে তাঁর পুত্রের ওলিমার স্মৃতি এলবাম (২) সিলেটের সন্তান, দুনিয়াজুড়ে ...
07/10/2024

প্রিয় মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি হাফি.-এর দাওয়াতে তাঁর পুত্রের ওলিমার স্মৃতি এলবাম (২)

সিলেটের সন্তান, দুনিয়াজুড়ে বর্তমানে ব্যাপক আলোচিত ডা. শফিকুর রহমান সাহেব ও আল্লামা সাঈদিপুত্রের সঙ্গে

প্রিয় মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি হাফি.-এর দাওয়াতে তাঁর পুত্রের ওলিমার স্মৃতি এলবাম - (১) খে লা ফ ত  মজলিসের কেন্দ্...
06/10/2024

প্রিয় মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি হাফি.-এর দাওয়াতে তাঁর পুত্রের ওলিমার স্মৃতি এলবাম - (১)

খে লা ফ ত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ইবনু শায়খুল হাদিস হাফি.-এর শ্বশুরের সঙ্গে

দাদাপীর আল্লামা হাফেজ্জি হুজুর রাহ.-এর দেশ নোয়াখালীর এই প্রশংসনীয় আয়োজন সফল ও সার্থক হোক। ম*জলু*মানের এই মিলনমেলাকে রব দ...
09/09/2024

দাদাপীর আল্লামা হাফেজ্জি হুজুর রাহ.-এর দেশ নোয়াখালীর এই প্রশংসনীয় আয়োজন সফল ও সার্থক হোক। ম*জলু*মানের এই মিলনমেলাকে রব দ্বীনের তরে কবুল করুন।

জীবনের এক স্মৃতি। এক অভিজ্ঞতা। আপনজনদের দীর্ঘ কান্না ও বেদনা। অবশেষে মহান রবের দয়ায় মুক্তি ও স্বস্তি। আলহামদু ওয়াশ শুকরু...
02/09/2024

জীবনের এক স্মৃতি। এক অভিজ্ঞতা। আপনজনদের দীর্ঘ কান্না ও বেদনা। অবশেষে মহান রবের দয়ায় মুক্তি ও স্বস্তি। আলহামদু ওয়াশ শুকরু লিল্লাহ।

কাশিমপুর থেকে আসার দীর্ঘ আড়াই বছর পর আবারও হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ। যদিও দ্বিতীয়বার গ্রেফতারির কারণে সকলের মনেই কষ্ট ছিল; ক...
29/08/2024

কাশিমপুর থেকে আসার দীর্ঘ আড়াই বছর পর আবারও হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ। যদিও দ্বিতীয়বার গ্রেফতারির কারণে সকলের মনেই কষ্ট ছিল; কিন্তু আজ শায়খ বললেন, সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া ও অনুগ্রহই ছিল। না হলে লোকে অপবাদ রটাত,তিনি ফ্যা সি স্ট রেজিমের কাছে মুচলেকা দিয়ে এসেছেন। তাছাড়া তারা তাকে পদে পদে মৌলিক অধিকার থেকে বঞ্চিতও করত। এমন সব শর্তও আরোপ করতে চেয়েছিল, যা একমাত্র বিক্রি হওয়া মু না ফি ক ছাড়া কেউই রক্ষা করতে পারবে না।

অবশেষে আল্লাহ আবাবিলের দ্বারা তাদের উৎখাত করলেন। ইজ্জতের সঙ্গে ম জ লু মকে মুক্ত বাতাসে বের করে আনলেন। আল্লাহ তাঁকে সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। দ্রুত শারীরিক সুস্থতা দান করে সকল হকপন্থি আলিমদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে উম্মাহর কল্যাণে নিবেদিত হওয়ার তাওফিক দান করুন।

26/08/2024

মুক্তির পর সার্বক্ষণিক আল্লাহ তাঁকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। শকুনের দৃষ্টি থেকে সুরক্ষা দান করুন। ইলম ও হিকমাহর যথাযথ ব্যবহার করে সুন্দর আগামী গড়ার তাওফিক দান করুন। কোনো কু চ ক্রী যাতে তার আশপাশে সিন্ডিকেট গড়ার বা তার ইমেজ ব্যবহার করার চেষ্টা করতে না পারে, এ ব্যাপারেও সতর্ক থাকার তাওফিক দান করুন।

22/08/2024

বন্যাদুর্গত মানুষের খেদমতে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিন। তাদের উদ্ধার ও ত্রাণের জন্য প্রত্যেকে সামর্থ্য অনুসারে এগিয়ে আসুন। কোনো সন্দেহজনক জায়গায় অর্থ না দিয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দ্বীনদার ব্যক্তি ও সংস্থাগুলোকে অর্থ দিন। শায়খ আহমাদুল্লাহ, ডা. শফিকুর রহমান-সহ প্রায় সকল ঘরানার নেতৃবর্গ খেদমত আঞ্জাম দিচ্ছেন। তাদের হাত শক্তিশালী করুন।

আল্লাহ তাঁর যোগ্য উত্তরসূরি সৃষ্টি করুন। আমিন।
19/08/2024

আল্লাহ তাঁর যোগ্য উত্তরসূরি সৃষ্টি করুন। আমিন।

কাঁদো বাঙালি কাঁদো...
15/08/2024

কাঁদো বাঙালি কাঁদো...

10/08/2024

আজ আইন মন্ত্রণালয় যে ৫টি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে তার অন্যতম, কথিত স'ন্ত্রা'স দমন আইন ও সাইবার সিকিউরিটি আইনে দায়েরকৃত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করা হবে। আমার মতো ভিকটিমদের জন্য আশার বাণী। আশা রাখি, দ্রুত হয়রানি থেকে আমরাও মুক্তি পাব ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ।
10/08/2024

আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ।

30/07/2024

পৃথিবীর নিয়মই এটা, যেই আদর্শের গোড়ায় মজলুমানের র*ক্ত ঝরে, সেই আদর্শই পুষ্প ফুটিয়ে গোটা উদ্যানকে সৌরভে মোহিত করে। কোনো আদর্শই র*ক্ত ছাড়া প্রতিষ্ঠিত হয়নি। আর অন্যায় র*ক্তে যে নিজেকে রঞ্জিত করেছে, সে ধ্বংসপ্রাপ্তি থেকে কখনোই বাঁচতে পারেনি। র*ক্তের রঙ লাল; গোটা দেশটা আজ লালে লাল।

Address

Uttar Khan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shayekh Ali Hasan Usama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share