রোদেলা প্রকাশনী

রোদেলা প্রকাশনী Book Publishing House.
(1)

রোদেলা একটি প্রগতিশীল ও মুক্তবুদ্ধির সৃজনশীল প্রকাশনা।
সভ্যতা গড়ে ওঠে, আবার মহাকালের করাল গ্রাসে বিলীন হয়ে যায়- কিন' প্রকাশিত বইটি অনন-কালব্যাপী পাঠকের পরম তৃষ্ণা মেটায়। মূলত প্রগতিশীল, বুদ্ধিবৃত্তিক ও গবেষণাধর্মী জ্ঞানের সন্ধান, অন্বেষণ ও বিতরণের নিমিত্তে দেশের প্রখ্যাত লেখক, তরুণ লেখক ও পাঠকদের সমন্বিত প্রচেষ্টাকে রোদেলা সবসময় সময়েই স্বাগত জানায়।

মিশকাতুল আনওয়ার হলো ইবনে আরাবি'র ১০১টি হাদিস কুদসীর একটি সংকলন, যেখানে নবি করীম (সা.)-এর মাধ্যমে বর্ণিত হাদিসে কুদসিগুলো...
27/11/2025

মিশকাতুল আনওয়ার হলো ইবনে আরাবি'র ১০১টি হাদিস কুদসীর একটি সংকলন, যেখানে নবি করীম (সা.)-এর মাধ্যমে বর্ণিত হাদিসে কুদসিগুলো একত্র করা হয়েছে। এগুলোকে তিনি এক ধরনের 'আধ্যাত্মিক নুরের প্রদীপস্থল হিসেবে দেখেছেন- যার মাধ্যমে মানুষের অন্তর আল্লাহর নিকটবর্তী হতে পারে। গ্রন্থটি তিন ভাগে সাজানোঃ পূর্ণ সনদ সহ হাদিসে কুদসী, রূহানী হেদায়েতমূলক 'খবর' বা হাদিস, ক্বলবী ইলম সংক্রান্ত কিছু হাদিস, যাতে রয়েছে আল্লাহর ভালোবাসা ও রহমত সম্পর্কিত হাদিস, বান্দার তাওবা, ইখলাস এবং আনুগত্য ও সান্নিধ্য সম্পর্কিত হাদিস, অন্তরের শুদ্ধতা ও মুশাহাদা সম্পর্কিত হাদিস, অহংকার ও গোপন রোগ থেকে পরিশুদ্ধ হওয়া সম্পর্কিত হাদিস, আল্লাহর স্মরণ ও আত্মিক জাগরণ সম্পর্কিত হাদিস ইত্যাদি।

বইঃ মিশকাতুল আনওয়ার
লেখকঃ ইবনে আরাবি
আরবি থেকে অনুবাদঃ শফিক ইকবাল
পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮
মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা (বিক্রয়মূলে থাকছে ছাড়!)

#বইমেলা_২০২৬
ুশে_বইমেলা
#চেতনার_শিল্পিত_প্রকাশ

Anger: Wisdom for cooling the flames বা "ক্রোধঃ রাগ প্রশমনের বৌদ্ধিক প্রজ্ঞা"- এ থিচ নাত হান দেখান কিভাবে রাগকে শত্রু বা...
26/11/2025

Anger: Wisdom for cooling the flames বা "ক্রোধঃ রাগ প্রশমনের বৌদ্ধিক প্রজ্ঞা"- এ থিচ নাত হান দেখান কিভাবে রাগকে শত্রু বা দমনীয় শক্তি হিসেবে না দেখে একটি বার্তা ও শিক্ষার উৎস হিসেবে দেখা যায়। রাগ আমাদের ভেতরের আঘাত ও বেদনার সংক্ষেত, যা সচেতন শ্বাস, মনোযোগ এবং সহমর্মিতার মাধ্যমে শান্ত ও রূপান্তরিত করা যায়। তিনি রাগকে "কাঁদতে থাকা শিশুর মতো" ব্যাখ্যা করেন- যাকে বোঝা ও স্বান্তনা দিলে তা নরম হয়।
বইটি শেখায় কীভাবে রাগকে বোঝার মাধ্যমে নিজের শান্তি, সম্পর্কের সুস্থতা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা সম্ভব।

বইঃ ক্রোধ: রাগ প্রশমনের বৌদ্ধিক প্রজ্ঞা
লেখকঃ থিচ নাত হান
অনুবাদঃ শফিক ইকবাল
পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬
মুদ্রিত মূল্যঃ ৩২০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়!)

#বইমেলা_২০২৬
ুশে_বইমেলা
#চেতনার_শিল্পিত_প্রকাশ

শফিক ইকবালের অনুবাদে 'ইবনে আরাবির' ৪ টি বই পাচ্ছেন বিশেষ ছাড়ে!🔥✅সেট মূল্য : ১১৫০ টাকা **আলাদা ভাবে বইগুলোর ছাড় মূল্য: 🌿আ...
02/11/2025

শফিক ইকবালের অনুবাদে 'ইবনে আরাবির' ৪ টি বই পাচ্ছেন বিশেষ ছাড়ে!🔥

✅সেট মূল্য : ১১৫০ টাকা

**আলাদা ভাবে বইগুলোর ছাড় মূল্য:

🌿আল্লাহর ৯৯ নামের গোপন রহস্য : ২৫০ টাকা
🌿ফুতুহাতে মাক্কিইয়া ১ : ৩৫০ টাকা
🌿ফুতুহাতে মাক্কিইয়া ২ : ৩৫০ টাকা
🌿জ্ঞানের সিলমোহর : ৪০০ টাকা

⛔ অর্ডার কর‍তে ইনবক্সে যোগাযোগ করুন
অথবা
📞 ফোন করুন 01864235374

সময় হলো পদার্থবিদ্যা, সৃষ্টিতত্ত্ব, দর্শন এবং ধর্মতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে আরাবিকে নিয়ে অনেক বই এবং প্...
23/10/2025

সময় হলো পদার্থবিদ্যা, সৃষ্টিতত্ত্ব, দর্শন এবং ধর্মতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে আরাবিকে নিয়ে অনেক বই এবং প্রবন্ধ আগে প্রকাশিত হয়েছে, কিন্তু এই গবেষণাগুলির মধ্যে কোনোটিই ইবনে আরাবির সময়ের দৃষ্টিভঙ্গিকে বর্ণনা করেনি যা তার ‘সত্তার একত্ব' তত্ত্ব বোঝার চাবিকাঠি।

এই বইটিতে ইবনে আরাবির সময়ের দৃষ্টিভঙ্গি এবং মহাবিশ্ব সৃষ্টির প্রক্রিয়ায় সময়ের ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে। ইবনে আরাবির সময়ের দৃষ্টিভঙ্গিকে আধুনিক পদার্থবিদ্যা এবং সৃষ্টিতত্ত্বের সাথে তুলনা করে, মোহাম্মদ হাজ ইউসুফ একটি নতুন মহাজাগতিক মডেল তৈরি করেছেন। এর ফলে বিশ্ব সম্পর্কে আমাদের বোঝাপড়া প্রসারিত হবে।

⚡সূচিপত্র⚡

✅বিষয়বস্তু
ভূমিকা ১১
কৃতজ্ঞতা স্বীকার ১৪
শব্দসংক্ষেপ ১৫

✅১. সৃষ্টিতত্ত্ব এবং সময় ১৯
১.১ শুরুর দিককার মহাজাগতিক তত্ত্বগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ ১৯
১.২ আধুনিক সৃষ্টিতত্ত্ব ২১
১.৩ সৃষ্টিতত্ত্বের আধুনিকতত্ত্বের সারসংক্ষেপ ২৩
১.৪ ইবনে আরাবির সৃষ্টিতত্ত্বের প্রাথমিক রূপরেখা ২৬
১.৫ দর্শন ও বিজ্ঞানে সময় ৩৫
১.৬ গ্রিক দর্শনে সময় ৩৭
১.৭ আগেকার ইসলামী দর্শনে সময় ৩৯
১.৮ পশ্চিমা দর্শনে সময় ৪২
১.৯ আধুনিক বিজ্ঞানে সময় ৪৪
১.৯.১ সময়ের বক্রতা এবং বিগ ব্যাং ৪৫
১.৯.২ সময়ের তীর ৪৬
১.৯.৩ সময় ভ্রমণ ৪৬
১.৯.৪ কোয়ান্টাম সময় ৪৮
১.১০. সময় সম্পর্কে ইবনে আরাবির দৃষ্টিভঙ্গি ৪৯

✅২.সময় এবং দিন সম্পর্কে ইবনে আরাবির ধারণার সাধারণ দিকসমূহ ৫১
২.১ সময় কি? ৫১
২.২ বাস্তবিক সময় এবং আধ্যাত্মিক সময় ৫৫
২.৩ পৃথিবীর উৎপত্তি ৫৬
২.৪ সময়ের উৎপত্তি ৬৩
২.৫ স্থান-কাল এবং আলোর গতি ৬৪
২.৬ গতি ৬৭
২.৭ আপেক্ষিক এবং বাঁকা সময় ৭১
২.৮ সময়ের বিচ্ছিন্ন প্রকৃতি ৭৫
২.৯ সময়ের 'বুক' ৭৮
২.১০ বৃত্তাকার সময় এবং চক্রাকার সময় ৭৯
২.১১ জীবনের দুটি চক্র ৮২
২.১২ 'দিন' ৮৩
২.১৩ অন্যান্য কক্ষপথ এবং আল্লাহর নামের দিন ৮৮
২.১৪ দিনের বেলা এবং রাতের বেলা ৯১
২.১৫ 'একক দিন' ৯৪
২.১৬ মুহূর্ত ৯৬
২.১৭ ভবিষ্যৎ, বর্তমান এবং অতীত ৯৯
২.১৮ অনন্তকাল ৯৯
২.১৯ কাল ১০১
২.২০ সময়ের অন্যান্য প্রকাশ ১০৪

✅৩. সপ্তাহ এবং এর সাত দিনের তাৎপর্য ১০৬
৩.১ ধর্মতত্ত্ব ও জ্যোতির্বিদ্যায় সপ্তাহের তাৎপর্য ১০৭
৩.২ চারটি প্রধান সময় চক্র ১১০
৩.২.১ দিন ১১২
৩.২.২ সপ্তাহ ১১২
৩.২.৩ মাস ১১২
৩.২.৪ বছর ১১২
৩.৩ প্রাথমিক সময় চক্র হিসাবে সপ্তাহ ১১৪
৩.৪ সপ্তাহের সাত দিনের উৎপত্তি ১১৬
৩.৫ সপ্তাহের প্রতিটি দিনের তাৎপর্য ১১৯
৩.৫.১ 'সৃষ্টির প্রথম দিন' (রবিবার) ১২১
৩.৫.২ 'সৃষ্টির দ্বিতীয় দিন' (সোমবার) ১২৩
৩.৫.৩ 'সৃষ্টির তৃতীয় দিন' (মঙ্গলবার) ১২৪
৩.৫.৪ 'সৃষ্টির চতুর্থ দিন' (বুধবার) ১২৪
৩.৫.৫ 'সৃষ্টির পঞ্চম দিন' (বৃহস্পতিবার) ১২৪
৩.৫.৬ 'সৃষ্টির ষষ্ঠ দিন' (শুক্রবার) এবং এর বিশেষ সময় ১২৫
৩.৫.৭ সপ্তম দিন (শনিবার), 'অনন্তকালের দিন' ১২৮
৩.৬ ছয় দিনে স্থান-কাল এবং সৃষ্টি ১৩২

✅8. সময়ের প্রকৃত প্রবাহ ১৩৭
৪.১ ঘটনার আসল দিন ১৩৮
৪.২ 'প্রচলিত দিন' (চক্রাকার দিন) ১৩৯
৪.৩ 'বের করে আনা' দিন ১৪০
৪.৪ 'পরস্পর সংযুক্ত' দিন ১৪৪
৪.৪.১ পরস্পর সংযুক্ত দিনগুলির গ্রাফিক চিত্র ১৪৭
৪.৪.২ পরস্পর সংযুক্ত দিনের তাৎপর্য ১৪৭
৪.৫ রাশিচক্রে সাত দিনের গতি ১৪৮
৪.৬ ঘটনার ধরন ১৫০
৪.৭ ঘণ্টা, মিনিট এবং সেকেন্ড ১৫২

✅৫. একত্ব এবং বহুত্ব ১৫৬
৫.১ সুফিবাদ এবং দর্শনের পরস্পরবিরোধী মতামত ১৫৭
৫.২ একত্ব বনাম বহুত্ব ১৬০
৫.৩ আল্লাহ এবং তাঁর নামগুলির একত্ব ১৬৫
৫.৪ মহাবিশ্বের আকস্মিক ত্রিত্বতা ১৬৯
৫.৫ সত্তার একত্ব ১৭২
৫.৬ সর্বদা নতুন সৃষ্টি ১৭৮

✅৬. জগতের একক সত্তা মডেল ১৮৩
৬.১ তিনটি তত্ত্ব ১৮৩
৬.১.১ একক সত্তা ১৮৪
৬.১.২ সর্বদা নতুন সৃষ্টি ১৮৪
৬.১.৩ সময়ের প্রকৃত প্রবাহ ১৮৪
৬.২ একক সত্তা ১৮৪
৬.৩ একক সত্তার বিভিন্ন নাম ১৮৬
৬.৪ সত্তার (পরমাণুর) গঠন ১৮৯
৬.৫ সর্বশ্রেষ্ঠ উপাদান ১৯৩
৬.৬ বিশ্বজগতের উপমা ১৯৫
৬.৬.১ কালো পাথর এবং কাবা ১৯৫
৬.৬.২ আধ্যাত্মিক শ্রেণিবিন্যাস ১৯৮
৬.৬.৩ অক্ষরের জগত ১৯৯
৬.৬.৪ আল্লাহর নামের শ্রেণিবিন্যাস ১৯৯
৬.৭ ছায়া ছড়ানো ২০০
৬.৮ সৃষ্টির দৃশ্য : বিশ্ব একটি চলচ্চিত্রের মতো ২০৩

✅৭. একক সত্তা মডেল এবং আধুনিক পদার্থবিদ্যায় এর প্রয়োগ ২০৯
৭.১ তত্ত্বগুলোকে পরীক্ষা করার সম্ভাবনা ২০৯
৭.২ সময়হীন গতি ২১২
৭.৩ সময়ের গতি যুগপদতা ২১৫
৭.৪ জেনোর প্যারাডক্স ২১৫
৭.৫ স্বতন্ত্রতা এবং ধারাবাহিকতা ২১৮
৭.৬ ইপিআর প্যারাডক্স ২১৯
৭.৭ কার্যকারণ এবং আরোহী যুক্তি ২২২
৭.৮ সুপারস্ট্রিংস থিওরি এবং অক্ষরের বিজ্ঞান ২২৭
৭.৯ পদার্থের বৈশিষ্ট্য ২৩১
৭.১০ অদৃশ্য জগতের ডাইমেনশন ২৩২
৭.১০.১ পরম বাস্তব ২৩৪
৭.১০.২ ফেরেশতা ২৩৬
৭.১০.৩ জিন ২৩৯
৭.১০.৪ মানুষ ২৩৯
৭.১০.৫ পরকাল ২৪০

✅টীকা ২৪২
✅গ্রন্থপঞ্জি ২৬৩

✅চিত্রসমূহ

১.১ 'মেঘ' এবং এতে রয়েছে, 'আল্লাহর আরশ' পর্যন্ত ৩০
১.২ সিংহাসন (আরশ) এবং কুরসি পর্যন্ত যা রয়েছে ৩১
১.৩ কুরসি এবং নক্ষত্রমন্ডল পর্যন্ত যা কিছু রয়েছে ৩২
১.৪ নক্ষত্রপুঞ্জের কক্ষপথ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে ৩৩
২.১ জীবনের চক্র ৮৩
২.২ আকাশে দিন এবং রাত ৯৪
৩.১ আল্লাহর চতুর্ঘাতিক নিয়ম ১১১
৪.১ বের করে আনা দিন ১৪৩
৪.২ পরস্পর সংযুক্ত দিন এবং প্রচলিত দিনের সাথে তাদের সম্পর্ক ১৪৬
৪.৩ রাশিচক্র এবং দিনের গতি ১৪৮
৫.১ পরম বাস্তব, 'সম্ভাব্য' অস্তিত্ব এবং 'অসম্ভব' ১৬০
৬.১ বিভিন্ন ধরনের বিষয়ের সংক্ষিপ্তসার ১৯২
৬.২ অস্তিত্বের বিভিন্ন বিভাগ ১৯৩
৬.৩ কাবা, হজ্জের লোকেরা এটি প্রদক্ষিণ করছে ১৯৭
৬.৪ কীভাবে কাবা প্রদক্ষিণ করা একক সত্তার সর্বশ্রেষ্ঠ উপাদানের অনুরূপ ১৯৭
৭.১ ০-ডি, একটি বিন্দু ২৩৪
৭.২ ১-ডি, একটি লাইন ২৩৮
৭.৩ ২-ডি, একটি একক বর্গ ২৩৮
৭.৪ ৩-ডি, একটি একক ঘনক ২৪০

✅টেবিলসমূহ

২.১ কিছু কক্ষপথ এবং আল্লাহর নামের দিন ৮২
৩.১ সপ্তাহের সাত দিন এবং সাত আসমান, পৃথিবীর সাতটি অঞ্চল, সাতটি চন্দ্র কক্ষ এবং সাতটি আরবি বর্ণ্মালার অক্ষরের মধ্যে সম্পর্ক ১২০
৪.১ বের করে আনা দিনগুলি ১৪২
৪.২ পরস্পর সংযুক্ত দিন (রবিবার) ১৪৫
৪.৩ পরস্পর সংযুক্ত দিন (সমস্ত দিন) ১৪৬
৪.৪ সাত দিনের প্রতিটি দিনে পৃথিবীতে ফেরেশতাদের কাজ এবং সাতটি গ্রহের প্রভাব ১৫১

বই : ইবনে আরাবির সময় ও সৃষ্টিতত্ত্ব
লেখক : মোহাম্মদ হজ ইউসুফ
অনুবাদ : শফিক ইকবাল
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়!)

#চেতনার_শিল্পিত_প্রকাশ

ফুতুহাতে মাক্কিইয়া সুফিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী গ্রন্থ। ইবনে আরাবি ১২০২ খ্রিস্টাব্দে মক্কায় এই গ্রন্থের কা...
20/10/2025

ফুতুহাতে মাক্কিইয়া সুফিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী গ্রন্থ। ইবনে আরাবি ১২০২ খ্রিস্টাব্দে মক্কায় এই গ্রন্থের কাজ শুরু করেন এবং দামেস্কে এটি শেষ করেন। এই বইয়ের জ্ঞানগুলো তিনি মক্কায় তাওয়াফরত অবস্থায় পান। বাংলা ফুতুহাতের ২য় খণ্ডে দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ থেকে শুরু করে পঁচিশ অধ্যায় পর্যন্ত রয়েছে। এতে রয়েছে জ্ঞান, জ্ঞানী এবং জ্ঞাত জিনিস সম্পর্কে বর্ণনা, আল্লাহর মূর্ত রূপের খণ্ডন, জগতের সূচনার কারণ, সূরা ফাতিহার রহস্য, আধ্যাত্মিক সৃষ্টির শুরু, মানবদেহের সূচনা, সত্যের পৃথিবী (সমান্তরাল পৃথিবী) সম্পর্কে বর্ণনা, আগুন থেকে সৃষ্ট সত্তা সম্পর্কে বর্ণনা, কর্তৃত্বের চক্র সম্পর্কে বর্ণনা, আমাদের উচ্চ পিতা (আকাশ) এবং নিম্ন মাতাদের (মাটি) সম্পর্কে বর্ণনা, রাসূল (সা.) এর আসমানের চক্র, আরশের বাহকরা, আউলিয়া নবিদের গোপন রহস্য, শ্বাস প্রশ্বাসের গোপন রহস্য, নিম্নতর মনযিল সম্পর্কে বর্ণনা, মহাজাগতিক জ্ঞানের রূপান্তর এবং কিছু আসমানি জ্ঞানের সারাংশ, তাহাজ্জুদগুজারের জ্ঞান, জ্ঞানের বৃদ্ধি এবং হ্রাসের কারণ, ঈসায়ী জ্ঞান সম্পর্কে বর্ণনা, তিনটি মহাজাগতিক বিজ্ঞানের জ্ঞান, মনযিলের জ্ঞান, সুরক্ষিত কুতুবদের সম্পর্কে, মহাজাগতিক জ্ঞান সম্পর্কে অর্জিত জ্ঞান, চার ধরনের জ্ঞানে বিশেষজ্ঞ কুতুবের গোপন রহস্য ইত্যাদি।

বই : ফুতুহাতে মাক্কিইয়া (মক্কার ওহী) - ২য় খন্ড
লেখক : ইবনে আরাবি
অনুবাদ : শফিক ইকবাল
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়!)

#চেতনার_শিল্পিত_প্রকাশ

"কাশফুল মা'না' আন সিররি আসমাইল্লাহিল হুসনা" আক্ষরিক অর্থে "আল্লাহর সবচেয়ে সুন্দর নামসমূহের অর্থের রহস্য উন্মেচন"। এতে ইব...
16/10/2025

"কাশফুল মা'না' আন সিররি আসমাইল্লাহিল হুসনা" আক্ষরিক অর্থে "আল্লাহর সবচেয়ে সুন্দর নামসমূহের অর্থের রহস্য উন্মেচন"। এতে ইবনে আরাবি আল্লাহর প্রধান ৯৯ নামের অর্থ ব্যাখ্যা করেছেন। এটা তিনি করেছেন তিনটি ধারায়: নির্ভরতা, উপলব্ধি এবং চরিত্রায়ন বা তা'আল্লুক, তাহাক্কুক এবং তাখাল্লুক। নির্ভরতায় তিনি দেখিয়েছেন কেন আমাদের আল্লাহর ঐ বিশেষ নামটির প্রয়োজন, উপলব্ধি হচ্ছে প্রকৃতপক্ষে সেই বিশেষ নামটির সংজ্ঞা এবং সর্বশেষ চরিত্রায়ন হলো আল্লাহর সেই বিশেষ গুণে গুণান্বিত ব্যক্তি কেমন হবে। বইটির শেষে প্রসঙ্গিক হিসেবে ফুতুহাতের ৫৫৮ অধ্যায়ে তার দেওয়া আসমাউল হুসনা'র ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

বই : আল্লাহর ৯৯ নামের গোপন রহস্য
লেখক : ইবনে আরাবি
অনুবাদ : শফিক ইকবাল
মুদ্রিত মূল্য : ৩৫০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়!)

#চেতনার_শিল্পিত_প্রকাশ

ফুতুহাতে মাক্কিইয়া সুফিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী গ্রন্থ। ইবনে আরাবি ১২০২ খ্রিস্টাব্দে মক্কায় এই গ্রন্থের কা...
14/10/2025

ফুতুহাতে মাক্কিইয়া সুফিবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী গ্রন্থ। ইবনে আরাবি ১২০২ খ্রিস্টাব্দে মক্কায় এই গ্রন্থের কাজ শুরু করেন এবং দামেস্কে এটি শেষ করেন। এই বইয়ের জ্ঞানগুলো তিনি মক্কায় তাওয়াফরত অবস্থায় পান। তিনি এই খণ্ডটিকে সাতটি ভাগে ভাগ করেন: প্রথম ভাগে রয়েছে বিশ্ব সম্পর্কে ইবনে আরাবির দৃষ্টিভঙ্গির একটি সারসংক্ষেপ, নবি (সা.), তাঁর সাহাবিগণ এবং অন্যান্য নবিগণের সাথে তার সাক্ষাৎ। দ্বিতীয় ভাগে রয়েছে ৫৬০টি অধ্যায়ের একটি তালিকা। তৃতীয় ভাগে রয়েছে জ্ঞানের প্রকারভেদ, চতুর্থ ভাগে রয়েছে মক্কায় তাওয়াফ করা অবস্থায় তার যে রূহানী যুবকের সাথে দেখা হয় এবং তিনি যে জ্ঞান লাভকরেন। পঞ্চম ভাগে তিনি কুরআনের কিছু সুরার শুরুতে রহস্যময় হরফগুলো ব্যাখ্যা করেন, যেমন আলিফ, লাম, মিম। ষষ্ঠ ভাগে তিনি হরফগুলির আধ্যাত্মিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন। সপ্তম ভাগে তিনি বিভিন্ন হরফের পরিভাষা ও তার রহস্য ব্যাখ্যা করেছেন।

বই : ফুতুহাতে মাক্কিইয়া (মক্কার ওহী) - ১ম খন্ড
লেখক : ইবনে আরাবি
অনুবাদ : শফিক ইকবাল
মুদ্রিত মূল্য : ৫০০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়!)

#চেতনার_শিল্পিত_প্রকাশ

ফুসুসুল হিকাম হলো ইবনে আরাবির লেখা একটি বিখ্যাত গ্রন্থ। এটি ইবনে আরাবির জীবনের শেষ পর্যায়ে রচিত হয়। এর রচনাকাল সম্ভবত ১২...
12/10/2025

ফুসুসুল হিকাম হলো ইবনে আরাবির লেখা একটি বিখ্যাত গ্রন্থ। এটি ইবনে আরাবির জীবনের শেষ পর্যায়ে রচিত হয়। এর রচনাকাল সম্ভবত ১২২৯ খ্রিষ্টাব্দ। এই বইটি তিনি রাসূল (সা.)-এর কাছ থেকে পেয়েছেন বলে তিনি বলেছেন। এটিকে ইবনে আরাবির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। এটি তার দার্শনিক ও সূফি মতবাদের সংক্ষিপ্ত রূপ। এই গ্রন্থে ২৭ জন নবি'র হিকমত নিয়ে আলোচনা করা হয়েছে যার ভেতর তার একটি মূল থিম খুব বেশি আলোচিত হয়, আর তা হল সর্বেশ্বরবাদ। ফুসুস-এর জ্ঞানের বিস্তারিত আলোচনা পাওয়া যায় তার বিশাল কিতাব "ফুতুহাতে মাক্কিইয়া"য়। তার বইগুলো আরব ও মুসলিম বিশ্বের বাইরেও অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে।

বইঃ ফুসুসুল হিকাম (জ্ঞানের সিলমোহর)
লেখকঃ ইবনে আরাবি
আরবি থেকে অনুবাদঃ শফিক ইকবাল
মুদ্রিত মূল্যঃ ৫৫০ টাকা (বিক্রয়মূল্যে থাকছে ছাড়!)

#চেতনার_শিল্পিত_প্রকাশ

কিছু কিছু বই আছে যেগুলো আপনি একবার পড়ে ফেলার পরে খুব সহজেই ভুলে যেতে পারবেন। আবার এমন কিছু বই আছে যেগুলো শেষ হওয়ার পরও আ...
23/09/2025

কিছু কিছু বই আছে যেগুলো আপনি একবার পড়ে ফেলার পরে খুব সহজেই ভুলে যেতে পারবেন। আবার এমন কিছু বই আছে যেগুলো শেষ হওয়ার পরও আপনার বুকের ভেতরের জায়গাটা সুন্দরভাবে দখল করে নিবে, থেকে যাবে প্রতিদিনের চিন্তায়, আচরণে আর অনুভূতিতে। এলিফ শাফাকের The Forty Rules of Love আমার কাছে ঠিক সেই ধরনের একটা বই। আমার কাছে এটা কোনো সাধারণ উপন্যাস নয়। বলতে পারেন এটা আমার আত্মার এক অনন্ত মহাযাত্রা, যেখানে প্রেম কেবল মানুষে মানুষে নয়, বরং খোদা আর মানুষের সংযোগের সেতু হয়ে ওঠে।
শাফাকের অসাধারণ সাহিত্যকৌশল হলো, তিনি একসাথে দুটি গল্পকে এগিয়ে নিয়েছেন। একদিকে আছেন এলা রুবেনস্টাইন, আমেরিকার এক মধ্যবয়সী নারী। বাইরে থেকে তার জীবন সুন্দর স্বামী, সন্তান, সংসার সবই যেন আছে। কিন্তু ভেতরে ভেতরে তিনি গভীরভাবে শূন্য। তার দিন কাটে প্রতিদিনকার রুটিনে, নির্জীব যান্ত্রিকতায়। আর ঠিক এই নিস্তরঙ্গ জীবনে আলো জ্বালে এক বই 'Sweet Blasphemy'। বইটির লেখক আজিজ যখন তার জীবনে প্রবেশ করে, তখন এলার দুনিয়া যেন আস্তে ধীরে পাল্টে যেতে শুরু করে। অন্যদিকে আছে ১৩শ শতকের আনাতোলিয়া, যেখানে রুমি নামের বিখ্যাত আলেম ও কবি হঠাৎই সাক্ষাৎ পান রহস্যময় দরবেশ শামস অব তাবরিজ-এর সঙ্গে। রুমির ভেতরের আলোকিত আত্মা জেগে ওঠে, আর শামসের চল্লিশ নিয়ম হয়ে ওঠে তাদের সম্পর্কের মূল ভিত্তি। এই দুই গল্প, আধুনিক আমেরিকা আর প্রাচীন তুরস্ককে একইসাথে এগিয়ে নিয়ে যায়, আর শেষ পর্যন্ত এসে মিলেমিশে যায় এক হয়ে বয়ে চলা নির্জীব কোনো এক ভালোবাসার সার্বজনীন সত্যে।
শামস অব তাবরিজের চল্লিশ নিয়ম আসলে কোনো শুষ্ক ধর্মীয় বিধান নয়, বরং মানবিক সত্য। এগুলো প্রেম, মানবতা আর আধ্যাত্মিকভাবে নিজেকে মুক্ত করার শিক্ষা। যার কয়েকটি আমার জীবনে বিশেষভাবে নাড়া দিয়েছে, “প্রতিটি মানুষই ঈশ্বরের প্রতিচ্ছবি।” অন্যের দিকে তাকালে তার ভেতরেও আমি ঈশ্বরকে দেখতে শিখেছি। এতে অহংকার ভেঙেছে, ঘৃণা কমেছে। “প্রেম মানে শৃঙ্খল নয়, মুক্তি।” ভালোবাসা কাউকে বন্দি করে না, বরং মুক্ত করে দেয়। এটা আমাকে সম্পর্কগুলো নতুন করে ভাবতে শিখিয়েছে। আর “প্রতিটি আঘাত আসলে ঈশ্বরের বার্তা।” এই সত্য আমার জীবনের কঠিন সময়গুলো বুঝতে সাহায্য করেছে। ব্যথার মধ্যেও অর্থ আছে। এই নিয়মগুলো পড়তে পড়তে আমি বুঝেছি- প্রেম মানে শুধু আবেগ নয়, প্রেম মানে আত্মার জাগরণ।
রুমি-শামসের গল্প কেবল শিক্ষক-শিষ্যের সম্পর্ক নয়। এটা এক গভীর আধ্যাত্মিক বন্ধুত্ব, যেখানে অহংকার গলে যায়, জ্ঞানের শিকল ভেঙে যায়। শামসের আগমনে রুমি হয়ে ওঠেন কবি, মরমি এবং একজন প্রেমিক। তাদের সম্পর্ক সমাজের চোখে হয়তো গ্রহণযোগ্য ছিলো না, কিন্তু এই সম্পর্কই রুমিকে বিশ্বসাহিত্যের মহাকবি বানিয়েছে। এই বন্ধুত্ব আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা মানে কাউকে হারিয়ে ফেলা নয়, বরং তাকে ভেতর থেকে বদলে দেওয়া।
এলার যাত্রা আমার কাছে খুব ব্যক্তিগত লেগেছে। তার নিঃশব্দ হতাশা, তার ভেতরের প্রশ্নগুলো যেন আমার নিজেরই কথা। আজিজের প্রতি তার আকর্ষণ শুধু এক পুরুষের প্রতি প্রেম নয়, বরং এক আধ্যাত্মিক জাগরণ। সে শিখে যায়, জীবনকে কেবল নিয়মে আটকে রাখা যায় না। প্রেমের ঝুঁকি নিতে হয়, ভেতরের ভয় ভাঙাতে হয়।
এলিফ শাফাকের লেখনী অসাধারণ। তিনি কাব্যিক অথচ সহজ ভাষায় লিখেছেন। প্রতিটি অধ্যায় ছোট ছোট হলেও গভীর অর্থ বহন করে। কখনো মনে হয়েছে তিনি গল্প বলছেন, আবার কখনো মনে হয়েছে তিনি আমার ভেতরের গোপন ডায়েরি লিখছেন। আধুনিক আর প্রাচীন, পশ্চিম আর পূর্ব, এই দুই ভুবনকে এক সুতোয় বেঁধে ফেলা তার সবচেয়ে বড় সাফল্য। আর শাহেদ জামানের অত্যন্ত সাবলীল অনুবাদ বইটাকে করে তুলেছে ঝরঝরে পাঠ উপযোগী।
আমি যখন প্রথম বইটা পড়ি, তখন জীবনে এক রকম অস্থিরতা ছিলো। মনে হতো, সব আছে, কিন্তু কিছুই নেই। তখনই শামসের নিয়মগুলো আমাকে নাড়া দেয়। আমি বুঝি, ভালোবাসা মানে শুধু কারও প্রতি আকর্ষণ নয়, বরং প্রতিটি মানুষে, প্রতিটি মুহূর্তে খোদাকে খুঁজে পাওয়া। এই বই আমাকে বদলে দিয়েছে ভেতর থেকে। আজও যখন ভেঙে পড়ি, তখন এই বই হাতে নিই। কয়েকটা পৃষ্ঠা পড়লেই মনে হয় মিটমিট করে নিভু নিভু আলো যেন আবার তীব্রভাবে জ্বলে উঠেছে।
তবে বলতে হবে, হয়তো বইটা সবার জন্য সহজ নাও হতে পারে। যারা সরল প্রেমকাহিনি চান, তাদের কাছে হয়তো নিয়মগুলো দর্শনময় আর ভারী মনে হবে। কিন্তু যারা ভেতরের প্রশ্ন খুঁজতে ব্যাকুল হয়ে আছেন, তাদের জন্য এটা এক অফুরন্ত ভান্ডার।
আমার কাছে The Forty Rules of Love কেবল একটি উপন্যাস নয়। এটা আমার আত্মার নদী। যখন আমি এতে ডুব দিই, আমি ধুয়ে যাই, হালকা হই, আবার নতুন আলোয় ভরে উঠি। এই বই আমাকে শিখিয়েছে, ভালোবাসাই খোদার পথে পৌঁছানোর একমাত্র সেতু। তাই আমার কাছে এই বই কেবল সাহিত্য নয়। এটা আমার জীবনের দিশারি, হৃদয়ের প্রার্থনা, আর আত্মার চিরমুক্তি।

বইঃ দ্য ফরটি রুলস অফ লাভ
লেখকঃ এলিফ শাফাক
অনুবাদঃ শাহেদ জামান
মুদ্রিত মূল্যঃ ৫৮০ টাকা

রিভিউ এবং ছবিঃ Asaduzzaman Ishan

ফুসুসুল হিকাম হলো ইবনে আরাবির লেখা একটি বিখ্যাত গ্রন্থ। এটি ইবনে আরাবির জীবনের শেষ পর্যায়ে রচিত হয়। এর রচনাকাল সম্ভবত ১২...
20/08/2025

ফুসুসুল হিকাম হলো ইবনে আরাবির লেখা একটি বিখ্যাত গ্রন্থ। এটি ইবনে আরাবির জীবনের শেষ পর্যায়ে রচিত হয়। এর রচনাকাল সম্ভবত ১২২৯ খ্রিষ্টাব্দ। এই বইটি তিনি রাসূল (সা.)-এর কাছ থেকে পেয়েছেন বলে তিনি বলেছেন। এটিকে ইবনে আরাবির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। এটি তার দার্শনিক ও সূফি মতবাদের সংক্ষিপ্ত রূপ। এই গ্রন্থে ২৭ জন নবি'র হিকমত নিয়ে আলোচনা করা হয়েছে যার ভেতর তার একটি মূল থিম খুব বেশি আলোচিত হয়, আর তা হল সর্বেশ্বরবাদ। ফুসুস-এর জ্ঞানের বিস্তারিত আলোচনা পাওয়া যায় তার বিশাল কিতাব "ফুতুহাতে মাক্কিইয়া"য়। তার বইগুলো আরব ও মুসলিম বিশ্বের বাইরেও অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে।

বইঃ ফুসুসুল হিকাম (জ্ঞানের সিলমোহর)
লেখকঃ ইবনে আরাবি
আরবি থেকে অনুবাদঃ শফিক ইকবাল
মুদ্রিত মূল্যঃ ৫৫০ টাকা
বিক্রয় মূল্যঃ ৩৬০ টাকা

⛔ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন
অথবা
📞 ফোন করুন 01864235374

#চেতনার_শিল্পিত_প্রকাশ

ইবনে আরাবি'র "আল্লাহর ৯৯ নামের গোপন রহস্য" আরবি থেকে অনুবাদঃ শফিক ইকবাল "কাশফুল মা'না' আন সিরির আসমা'উল্লাহুল হুসনা" আক্...
13/08/2025

ইবনে আরাবি'র "আল্লাহর ৯৯ নামের গোপন রহস্য"
আরবি থেকে অনুবাদঃ শফিক ইকবাল

"কাশফুল মা'না' আন সিরির আসমা'উল্লাহুল হুসনা" আক্ষরিক অর্থে "আল্লাহর সবচেয়ে সুন্দর নাম সমূহের অর্থের রহস্য উন্মেচন"। এতে ইবনে আরাবি আল্লাহর প্রধান ৯৯ নামের অর্থ ব্যাখ্যা করেছেন। এটা তিনি করেছেন তিনটি ধারায়ঃ নির্ভরতা, উপলব্ধি এবং চরিত্রায়ন বা তা'আল্লুক, তাহাক্কুক এবং তাখাল্লুক। নির্ভরতায় তিনি দেখিয়েছেন কেন আমাদের আল্লাহর ঐ বিশেষ নামটির প্রয়োজন, উপলব্ধি হচ্ছে প্রকৃতপক্ষে সেই বিশেষ নামটির সংজ্ঞা এবং সর্বশেষ চরিত্রায়ন হলো আল্লাহর সেই বিশেষ গুনে গুনান্বিত ব্যক্তি কেমন হবে। বইটির শেষে প্রাসঙ্গিক হিসেবে ফুতুহাতের ৫৫৮ অধ্যায়ে তার দেওয়া আসমাউল হুসনা'র ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

#চেতনার_শিল্পিত_প্রকাশ

ধ্বংস হয়ে মঙ্গোলিয়ার মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে আই অফ গড নামক স্যাটেলাইটের তােলা ছবিতে দেখা যায় আমেরিকার তিনটি শহর ...
27/07/2025

ধ্বংস হয়ে মঙ্গোলিয়ার মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে আই অফ গড নামক স্যাটেলাইটের তােলা ছবিতে দেখা যায় আমেরিকার তিনটি শহর : নিউ ইয়র্ক, বােস্টন, ওয়াশিংটন ডি. সি, আগুনে ধোঁয়ায় ধিকিধিকি জ্বলছে। অথচ শহর তিনটির পরিস্থিতি স্বাভাবিক। তাহলে এই ইমেজটি আসল কোথা থেকে... অন্যদিকে ১০বছর আগে আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ফাদার জসিপ আবার ফিরে এসেছেন দৃশ্যপটে। ভিগাের ভেরােনাকে মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা বই এবং তের শতাব্দীর অজ্ঞাত একজনের মাথার খুলি পাঠিয়েছেন তিনি। ডিএনএ টেস্টিং-এর পর জানা যায়, খুলির মালিক স্বয়ং চেঙ্গিস খান। খুলিটিতে লেখা : চার দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া। কমান্ডার গ্রে পিয়ের্সের এবারকার মিশন... ঠেকাতে হবে দুনিয়ার কেয়ামত । হাতে সময় ৯০ঘণ্টা। মিশন ব্যর্থ হলে বিপর্যয়ের মুখে পড়বে পৃথিবী এবং ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা।

© Monika Akter

Address

Banglabazar, Rumi Market
Uttar Khan
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801711789125

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোদেলা প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রোদেলা প্রকাশনী:

Share

Category