
10/05/2025
দুই দিন ধরে আমি খুবই ডিপ্রেশনে আছি। আর এই ঘটনাটা দেখে কিছু না বলে থাকতে পারলাম না।
আমারও আঠারো মাস বিয়ে হয়েছে। আমি যখন আমার শাশুড় বাড়ি আমার হাজবেন্ডের সাথে থাকী তখন আমার শাশুড়ি আমাকে কাজ করার পর এত বাজে ভাবে কথা বলে ।কাজ না করলে অনেক কথা শোনায়। আমার হাসবেন্ডের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। অনেক সময় তার মায়ের কথা শুনে সে প্রতিবাদ করলেই ঝগড়া লাগে । এত ঝগড়া অশান্তি দেখে আমি বাবার বাড়ি বেশি থাকি। আর হাজব্যান্ড ওয়াইফ দূরে থাকলে তাদের মধ্যে সন্দেহ ঝামেলা বেশি লাগে। আমি চার মাসের প্রেগন্যান্ট। তার সাথে আমার অনেক ঝগড়া লাগে। আমার স্বামী না খেয়ে থাকে দিনের পর দিন কিন্তু আমি তাকে কেয়ার করতে পারি না। আমার শ্বশুরবাড়ি আসতে এতটাই ভয় লাগে যে মনে হয় গেলেই তো আশান্তি হবে ঝামেলা লাগবে। আর অন্যদিকে আমার ননদ মাসের পর মাস এখানেই থাকে। আমার স্বামী বাসা থেকে দূরে থাকবে না। আমার স্বামী এতটা শুকিয়ে গেছে যে তাকে দেখে বোঝা যায় যে সে কি পরিমাণ ডিপ্রেশনে আছে। এদিকে আমিও ভালো নেই। আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সাথে হাই-হ্যালো করে এটা দেখে আমি ঘুমাইতে পারেনা।দিনের পর দিন না খেয়ে থাকি। আমি এতটা অসুস্থ হয়ে পড়ছি যে আমি আমার কথা বলার শক্তি পাই না। আমি একা থাকলে ব্যাপারটা আলাদা ছিল আমার মধ্যে তো আমার সন্তান আছে আমি জানিনা সে কেমন আছে। আমার শাশুড়ির অত্যাচারে আমি ভালোমতো সংসার করতে পারি নাই।যন্তনার মধ্যে দিয়ে দিন যায়। আমি এখন কি করবো আমার কি হবে আমি কিছুই বুঝতেছিনা।
আর যারা বলতেছেন মেয়েটা দায়ী। তাদের জন্য বলি কোন মেয়ে বিয়ে করে তার হাজবেন্ড কে মেরে ফেলার জন্য সংসার করে না।