08/05/2025
শুভ্র আমার অতি পুরানা পরিচিত, ওনার বিয়াও খাইছি আমি, কিন্তু রিলেশন এখন খুবই খারাপ; ঢাকায় লিটারারি পলিটিক্স নামে খুবই কুচ্ছিত একটা জিনিশ আছে, তাতে আমরা দুই জন খুব শম্ভব উল্টা পজিশনে থাকি পেরায়ই... আমারে বেশুমার টিটকারিও দেয় বইলা শুনতে পাই; ওদিকে, ওনার পোরতি তেমন লিটারারি রেছপেক্টও নাই আমার, পড়িও নাই আশলে... হয়তো পড়ি না বইলাই নাখোশ উনি, জানি না।
এনিওয়ে, লিটারেচার-ফিকশন খুবই ইম্পর্টেন্ট, বাকশালি খাম্বা হিশাবে শাহাদুজ্জামান বা জাফর ইকবালদের ছাকছেছ লইয়া ছিরিয়াছ চিন্তা করার দরকার আছে। আন্দাজ করি, ঐ ব্যাপারে শুভ্রও চিন্তিত এবং ওনাদের কাউন্টার দিতে খুবই এছেন্সিয়াল একটা ফিকির ওনার এই বইটা।
আন্দাজেই রিকমেন্ড করলাম এইটা, না পইড়াই [এমন কইরা থাকি আমি, মানে, জেইটা আন্দাজই করতে পারি, শেইটা জানার কি দরকার 🙂 !]। তবে জতো না পড়াবার বাশনায়, তারচে বেশি আরো আরো রাইটারদের ফুশলাইতে চাইলাম শুভ্রর কেতাব শেয়ার কইরা। আর আমাদের জেহেতু লিটারারি দুশমনি আছে, তাই মনে বাশনা জে, কেউ কেউ আরো ভালো লেইখা শুভ্ররে লোয়ার রেটেড রাইটার বানাইয়া দেবেন... 🙂 !
[আমাদের আলোচিত বই ‘গণভবনের ভূত‘ সম্পর্কে লেখক রক মনুর স্ট্যাটাস]