ALOR POTH

ALOR POTH Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ALOR POTH, Digital creator, Uttar Lakshmipur.
(2)

✅ আমার সালাম আপনাদের অন্তর শীতল করুক...!❤️‍🩹

اَلسّلاَمْعَلَيْــــــــــــــــــــكُمْوَرَحْمَةُاللہِ وَبَرَكَاتُهُ

لَا اِلَهَاِلّا اللهُمَحَمّدُرّسُوْلُالله(ﷺ)

•●○Ya 𝐀𝐥𝐥𝐚𝐡 (اللّه), I'm waiting for 𝐲𝐨𝐮𝐫 beautiful 𝐏𝐥𝐚𝐧 for 𝐌e○●•

29/06/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

16/06/2025

রিজিকে যা আছে আসবে
In sha allah..!☝️🖤

13/06/2025

আসেন কিছু নেকি নিয়ে যান। পড়েন :
১. সুবহানাল্লাহ।
২. আলহামদুলিল্লাহ।
৩. লা ইলাহা ইল্লাল্লাহ।
৪. আল্লাহু আকবার।
৫. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পড়া শেষ হলে লাইক দিয়েন 🫂💖

22/05/2025

হে আমার মালিক,

আপনি আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন,

যেভাবে পরিবর্তিত হলে মানুষ আর কখনও আমাকে দুঃখ দিতে না পারে।

আমার হৃদয়কে এমন মজবুত করে দিন,

যা কোনো কটুক্তি বা অবহেলায় ভেঙে না পড়ে।

আমার অনুভূতিকে এমন সজীব করে দিন, যা কেবল আপনার ভালোবাসায় শান্তি খুঁজে পায়।

আমাকে এমন ধৈর্য দিন,

যা যেকোনো অন্যায়কে সহ্য করার শক্তি দেয়

কিন্তু অন্যায়ের সামনে মাথা নত না করে, ন্যায়ের পথে অটল রাখে।

আমার আত্মাকে আপনি এমন আলোয় ভরিয়ে দিন,

যাতে অন্ধকারে থাকলেও আমি পথ ভুল না করি।

আমার চিন্তাগুলো এমন করে গড়ে দিন,

যাতে কেউ আমার নিরবতাকে দুর্বলতা ভেবে আমার উপর শাসন চালাতে না পারে।

হে প্রভু,

আমি মানুষ-কিন্তু আমি আপনারই সৃষ্টি।

আপনি চাইলে আমি সব সহ্য করতে পারি, সব জয় করতে পারি।

তাই আপনাকেই বলছি, আমাকে এমনভাবে গড়ে তুলুন,

যাতে আমি দুঃখ পেলে না কাঁদি, বরং আরও শক্ত হই।

যারা আমাকে কষ্ট দেয়, তারা যেন দেখে, আমি আর আগের মতো নই। আমি এখন আপনাকে পাওয়ার পর, এক নতুন রূপে রূপান্তরিত।

আপনার ইচ্ছাতেই আমার রূপ হোক, আমার শক্তি হোক, আমার শান্তি হোক।

কারণ আপনি ছাড়া কেউ জানে না, কীভাবে কাউকে সত্যিকারের পরিবর্তন করে ভালোর পথে আনা যায়।

আপনি আছেন বলেই আমি ভাঙি না, শুধু গড়ে উঠি।

08/05/2025

জীবন খুবই ছোট শুরুতে আযান শেষে নামাজ।

07/05/2025
"বিশাল এই দুনিয়াতে, মাত্র সাড়ে তিন হাত মাটি আমার..."এই কথা বলার মাঝে যে গভীরতা, তা মাপার মতো কোনো স্কেল নেই।সারাজীবন ছুট...
24/04/2025

"বিশাল এই দুনিয়াতে, মাত্র সাড়ে তিন হাত মাটি আমার..."
এই কথা বলার মাঝে যে গভীরতা, তা মাপার মতো কোনো স্কেল নেই।
সারাজীবন ছুটছি—বাড়ি, গাড়ি, টাকা, নাম, খ্যাতি...
কিন্তু শেষ ঠিকানাটা?
শুধু সাড়ে তিন হাত মাটি।

কত মানুষের সঙ্গে ঝগড়া করি, কত সম্পর্ক ভেঙে দেই—
মনে হয় চিরদিন বাঁচবো,
কিন্তু মৃত্যুর আগে কেউই বলে না,
"আরও একটু সময় পেলে আরও টাকা জমাতাম।"
সবাই শুধু চায়,
"আরও একটু ভালোবাসা, আরেকটা আলিঙ্গন, আরেকটা ক্ষমা।"

জীবন আসলে অনেক ছোট,
আর অহংকার সবথেকে বড় ধোঁকা।
তাই ভালোবাসো, ক্ষমা করো, হালকা হয়ে বাঁচো।
কারণ দিন শেষে, বিশাল এই দুনিয়াতে—
মাত্র সাড়ে তিন হাত মাটিই তোমার।

ইয়া আল্লাহ, এমন একটি মুহূর্ত দেখার আগ পর্যন্ত আমাকে মৃত্যু দিও না....
07/04/2025

ইয়া আল্লাহ, এমন একটি মুহূর্ত দেখার আগ পর্যন্ত আমাকে মৃত্যু দিও না....

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
20/03/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

Address

Uttar Lakshmipur

Website

https://facebook.com/events/s/life-%E0%A6%8F%E0

Alerts

Be the first to know and let us send you an email when ALOR POTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share