চলো বদলাই

চলো বদলাই আসসালামু আলাইকুম আমার পেইজে সবাইকে স্বাগতম ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন এটাই প্রত্যাশা

23/06/2025

ভালো মানুষ চিনতে সময় লাগে, খারাপ মানুষ চিনতে শিক্ষা লাগে।"

23/06/2025

শুধু তুমি চাইলেই বদলে যাবে সমাজ।

প্রতিদিন আমরা যেই সমাজে বেঁচে থাকি, সেখানে অনেক অনিয়ম, অন্যায়, বৈষম্য, নিস্পৃহতা দেখতে পাই। আমরা হতাশ হই, মুখ ফিরিয়ে নেই, কিংবা বলি — “আমি একা কি করব?” অথচ এই 'একা' মানুষের ইচ্ছার শক্তিতেই বদলেছে শত শত বছরের গাঁটছড়া বাধা বাস্তবতা।

তুমি হয়তো ভাবছো, সমাজ এত বড়, আমি এত ছোট — আমার হাতের সীমা কতটুকু? কিন্তু প্রতিটি স্রোতের শুরু হয় এক বিন্দু জলের কম্পন থেকে। তুমি যদি নিজের ভেতর ন্যায়ের আলো জ্বালাও, সেটা শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না — ছড়িয়ে পড়বে চারপাশে, ধীরে ধীরে।

যখন তুমি রাস্তার ধারে উপেক্ষিত এক শিশুকে দেখেও মুখ ফিরিয়ে নাও না, বরং তার দিকে একটি সহানুভূতির দৃষ্টি দাও — তখন সমাজ বদলায়।
যখন তুমি নারীর কণ্ঠকে বন্ধ করে দেওয়ার পরিবর্তে তার পাশে দাঁড়াও — তখন সমাজ বদলায়।
যখন তুমি ধর্ম, জাত, শ্রেণী, পরিচয়ের দেয়াল ভেঙে একজন মানুষকে মানুষ হিসেবে ভালোবাসো — তখন সমাজ বদলায়।

তুমি যদি শুধু নিজের লাভের কথা না ভেবে একটিবার কারো জন্য কিছু করো, সেটা হয়তো খবরের কাগজে আসবে না, কেউ বাহবা দেবে না — কিন্তু সমাজের অদৃশ্য স্তরে, একটুখানি ভারসাম্য সৃষ্টি হবে।

সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। সমাজ নামক কাঠামোটা গড়ে উঠেছে এক একজন 'তুমি' দিয়ে। তাই যদি তুমি সত্যিই চাও — সাহস পাও, প্রতিজ্ঞা কর — তবে হ্যাঁ, শুধু তুমি চাইলেই বদলাতে পারবে সমাজ।

প্রশ্নটা এখন আর ‘সমাজ কবে বদলাবে?’ নয়, প্রশ্নটা হল: তুমি কবে শুরু করবে?
লেখাঃ- এমডি রফিক

20/06/2025

"ভালোবাসা পায় না যারা, তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসে।"

19/06/2025

মানবিকতা তখনই সত্য হয়, যখন আমরা তাকে ভালোবাসি, যাকে সবাই এড়িয়ে যায়। এক মলিন জামা, এক ক্লান্ত মুখ বা ক্ষুধার্ত চোখ—এগুলো যেন আমাদের দৃষ্টি এড়িয়ে না যায়। কারণ যার জীবনে আলো নেই, তাকেই যদি আমরা না দেখি, তবে আলো জ্বালানোর দাবি করব কী করে?"

17/06/2025

“চিঠির শেষ পাতা”
লেখাঃ- এমডি রফিক

নাম তার ছিল রাফি। গ্রামের এক প্রান্তে ছোট্ট কুঁড়েঘরে মা'কে নিয়ে থাকত। বাবা মারা গেছে অনেক আগেই, তখন সে মাত্র সাত বছর। মা অন্যের বাড়ি কাজ করে তাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। রাফির স্বপ্ন ছিল—একদিন বড় চাকরি করবে, মাকে শহরে নিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো রাফি। পড়াশোনায় ভালো ছিল সে, তবে মায়ের কষ্ট দিনদিন বাড়ছিল। শহরের জীবন ব্যয়বহুল, ছেলেটা মাঝে মাঝে না খেয়ে থাকত। মাকে বলত না কিছু, শুধু চিঠি লিখত—“আরো একটু কষ্ট করো মা, আমি পারবো।”

চাকরির ইন্টারভিউর দিন হঠাৎ খবর এলো—“মা আর নেই।”

সে চিঠি তখনো ডাকঘরে ছিল, মা'র কাছে পৌঁছায়নি।

রাফি সেই চিঠিটা খাম খুলে দেখল। শেষ লাইনে লিখেছিল:

“মা, এবার আমি তোমাকে কষ্ট দিতে দেব না, তোমাকে শহরে আনব।”

চোখের পানি ঝরছিল, কিন্তু মা তখন নিরব।
🥲🥲🥲!

ক্ষমা সেই হৃদয়ের গুণ, যেখানে অহংকার নেই। ゚
05/06/2025

ক্ষমা সেই হৃদয়ের গুণ, যেখানে অহংকার নেই।

05/06/2025

চাওয়া-পাওয়ার টানাপোড়েন,
ভিতরটা লড়ে প্রতিদিন।
অভিমানের ভাষা গিলে,
হাসিমুখে চলে নিশিদিন।মধ্যবিত্ত! ゚

05/06/2025

জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ভালোবাসার আন্তরিকতায়।

চাইনা আমি বিলাসিতালেখাঃ- এমডি রফিক চাইনা আমি বিলাসিতা,চাই শুধু হৃদয়ের উষ্ণতা।সোনার তরীতে নয় মোর ভ্রমণ,চাঁদের আলোয় হোক স্...
05/06/2025

চাইনা আমি বিলাসিতা
লেখাঃ- এমডি রফিক

চাইনা আমি বিলাসিতা,
চাই শুধু হৃদয়ের উষ্ণতা।
সোনার তরীতে নয় মোর ভ্রমণ,
চাঁদের আলোয় হোক স্বপ্নের আগমন।

মখমলের বালিশে ঘুম নয় প্রিয়,
মাটির বিছানাতেই শান্তি জেনেছি আমি।
হীরার দীপ্তি চোখে ঝলক দেয়,
কিন্তু মায়ের হাসি তো চিরজ্যোতি হয়ে রয়।

নয়নভরা দামি সাজ নয় দরকার,
একফোঁটা ভালোবাসা—তাতেই সুখের ভার।
আকাশছোঁয়া অট্টালিকা পেরিয়ে,
একটুকু ছায়া গাছের নিচে বাঁচি আমি ধীরে।

চাইনা গাড়ি, চাইনা সোনা,
চাই শুধু মাটির গন্ধে হারানো কোন বেলা।
চাই কিছু কথা, নিঃস্বার্থ ভালোবাসা,
চাই না আমি বিলাসিতা — চাই মানবতা।

05/06/2025

শুভ সকাল

01/06/2025

আমি রাজনীতি পছন্দ করি না।।
লেখাঃ- এম ডি রফিক

আমি রাজনীতি পছন্দ করি না —
ওরা ক্ষমতার নামে খুন করে,
আশ্বাস দিয়ে আশালতা কাটে,
পথের ধারে রক্ত মেখে রাজপাট গড়ে।

আমি ভোট দিইনি মিথ্যার মালিকে,
আমি মাথা নত করিনি চক্রান্তে।
আমি রাগে ফুঁসি, আমি আগুন হবো,
তাই রাজনীতি পছন্দ করি না —
কারণ আমি গোলাম নই, নাগরিক।

30/05/2025

মানুষ মারার রাজনীতি — পয়েন্ট ব্ল্যাঙ্ক
লেখাঃ- এম ডি রফিক

ভোটে আসে, মুখে হাসে,
ভোট গেলে খোঁজটাও না রাখে।
চাকরি নাই, ভাতের টান,
ওরা কেবল করে গান।

যুদ্ধ বলে, পাঠায় ছেলে,
মরে গরিব,ডলার বাড়ে, কফিন ফেরে,
টিভি শুধু জয়ের খবরে পড়ে।

ধর্ম নিয়ে কাদা ছোঁড়ে,
তুই মুসলিম, আমি হিন্দু — ফোড়ে!
নিজে খায় এক টেবিলে,
তোরে ঠেলে দেয় আগুনে।

চুপ থাকবি? আর কত কাল
গলা ছেড়ে চিৎকার দে মুখে বল
এই রাজনীতি, এই ছলচাতুরি,
মানুষ মারার ছেঁড়া পুরি।
আর না আর না।।

Address

Patuakhali, Barishal
Uttar Patenga

Alerts

Be the first to know and let us send you an email when চলো বদলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share