23/06/2025
শুধু তুমি চাইলেই বদলে যাবে সমাজ।
প্রতিদিন আমরা যেই সমাজে বেঁচে থাকি, সেখানে অনেক অনিয়ম, অন্যায়, বৈষম্য, নিস্পৃহতা দেখতে পাই। আমরা হতাশ হই, মুখ ফিরিয়ে নেই, কিংবা বলি — “আমি একা কি করব?” অথচ এই 'একা' মানুষের ইচ্ছার শক্তিতেই বদলেছে শত শত বছরের গাঁটছড়া বাধা বাস্তবতা।
তুমি হয়তো ভাবছো, সমাজ এত বড়, আমি এত ছোট — আমার হাতের সীমা কতটুকু? কিন্তু প্রতিটি স্রোতের শুরু হয় এক বিন্দু জলের কম্পন থেকে। তুমি যদি নিজের ভেতর ন্যায়ের আলো জ্বালাও, সেটা শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না — ছড়িয়ে পড়বে চারপাশে, ধীরে ধীরে।
যখন তুমি রাস্তার ধারে উপেক্ষিত এক শিশুকে দেখেও মুখ ফিরিয়ে নাও না, বরং তার দিকে একটি সহানুভূতির দৃষ্টি দাও — তখন সমাজ বদলায়।
যখন তুমি নারীর কণ্ঠকে বন্ধ করে দেওয়ার পরিবর্তে তার পাশে দাঁড়াও — তখন সমাজ বদলায়।
যখন তুমি ধর্ম, জাত, শ্রেণী, পরিচয়ের দেয়াল ভেঙে একজন মানুষকে মানুষ হিসেবে ভালোবাসো — তখন সমাজ বদলায়।
তুমি যদি শুধু নিজের লাভের কথা না ভেবে একটিবার কারো জন্য কিছু করো, সেটা হয়তো খবরের কাগজে আসবে না, কেউ বাহবা দেবে না — কিন্তু সমাজের অদৃশ্য স্তরে, একটুখানি ভারসাম্য সৃষ্টি হবে।
সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। সমাজ নামক কাঠামোটা গড়ে উঠেছে এক একজন 'তুমি' দিয়ে। তাই যদি তুমি সত্যিই চাও — সাহস পাও, প্রতিজ্ঞা কর — তবে হ্যাঁ, শুধু তুমি চাইলেই বদলাতে পারবে সমাজ।
প্রশ্নটা এখন আর ‘সমাজ কবে বদলাবে?’ নয়, প্রশ্নটা হল: তুমি কবে শুরু করবে?
লেখাঃ- এমডি রফিক
゚