
08/07/2025
🛑 সমাজের অসংগতি—চোখে আঙুল দিয়ে দেখা এক নির্মম বাস্তবতা 🛑
আজকাল আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা যেন অপরাধ আর অন্যায় করা যেন গর্বের বিষয়! চারপাশে তাকালেই চোখে পড়ে অসংখ্য অসংগতি, যা আমাদের সমাজকে ভেতর থেকে খেয়ে ফেলছে।
📌 একদিকে—ধনী মানুষ আরও ধনী হচ্ছে, আর গরিবরা পায় বাঁচার লড়াই।
📌 অন্যদিকে—সৎ মানুষকে কষ্টে থাকতে হয়, আর দুর্নীতিবাজরা বিলাসবহুল জীবন কাটায়।
📌 ন্যায়বিচার শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ, বাস্তবে ন্যায় পেতে হলে দরকার পরিচয়, টাকা আর ক্ষমতা।
📌 শিক্ষা এখন জ্ঞান অর্জনের পথ নয়, বরং সার্টিফিকেট বাণিজ্যের কেন্দ্রবিন্দু।
📌 ধর্মের নামে হিংসা, রাজনীতির নামে প্রতারণা, মানবাধিকারের নামে বিভাজন—সব যেন স্বাভাবিক হয়ে গেছে।
🤔 আমরা কি এ সমাজেই বাঁচতে চাই?
🤷♂️ নাকি পরিবর্তনের জন্য কিছু করতে চাই?
পরিবর্তন আকাশ থেকে নামবে না, আমাদেরই শুরু করতে হবে। কথায় নয়—কাজে, পোস্টে নয়—প্রকৃত উদ্যোগে।
এখনও সময় আছে, নিজেদের ভিতরে থেকে বদলাতে শুরু করি।
আর না হলে, আমরা ইতিহাসে পরিচিত হবো সেই প্রজন্ম হিসেবে, যারা দেখেও চুপ ছিল!
লেখা - এমডি রফিক
🖊 #সমাজ #অসংগতি #বদলেরপথে #প্রতিবাদ #বিবেক