Faria Liza

Faria Liza Hello, Assalamu Alaikum. This is Faria Liza Official page keep supporting us and take love

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়...
22/07/2025

১১ বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান! শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন। শত চেষ্টার পর অবশেষে টেস্টটিউবের মাধ্যমে রাবেয়ার গর্ভে আসে সন্তান। সেই আনন্দে আত্মহারা হাসান।

সন্তানের সুস্থ ডেলিভারির জন্যে স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, পৃথিবীর সব খ্যাতিমান ডাক্তারদের তত্বাবধানে রাখেন রাবেয়াকে। শুধুমাত্র একটি সন্তানের জন্য কতো চেষ্টা তাদের! কতো রকমের চেষ্টা!

হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয়। রাত ১১টার দিকে আকষ্মিক তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়ার, প্রায় অজ্ঞান হয়ে যান। ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন, কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে।

হাসান কাতারে কর্মরত, টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা—সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন, রাবেয়ার জীবনের নিরাপত্তায় গভীর উদ্বেগ কাজ করে। এমন সময় হাসান শুনছেন, অজ্ঞানপ্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন, “প্লিজ, বাঁচাও আমার বাচ্চাটিকে…”।

অবশেষে ১১ বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের। হাসান-রাবেয়া দেখতে পান এক নবজাত কন্যার মুখ। নাম রাখেন— রোজাবেল।

কিন্তু ভাগ্যের লিখন ক'জনই বা পাল্টাতে পারে? পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানল মাইলস্টোন কলেজের কাছে। তখন সে মেহরিন ম্যামের ক্লাস করছিল মনোযোগ দিয়ে। হঠাৎ বিকট শব্দে থমকে গেলো পৃথিবী। বিমান এসে আছড়ে পড়লো স্কুলের উপর।

না, রোজাবেল নেই। হাসান-রাবেয়ার একমাত্র সন্তান পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান—কোলের ভিতর রোজাবেলের পোড়া দেহ।

'জন্মজয়' অবলম্বনে...

বিদ্র: এই গল্পে আংশিক সত্য আছে।

#রেদ্ওয়ান_আহমদ

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।ফায়ার ব্রিগেডের অফিসার...
22/07/2025

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️

21/07/2025

I can’t hold my tears😭💔

কাপুরুষের কখনো ও বিয়ে করা উচিত নয় । কেনো বল্লাম ? একটা ছেলে ভালোবাসা র হাত নিয়ে আসে ঠিকই কিন্তু , সেই ভালোবাসার পূর্ণতা ...
23/06/2025

কাপুরুষের কখনো ও বিয়ে করা উচিত নয় । কেনো বল্লাম ?

একটা ছেলে ভালোবাসা র হাত নিয়ে আসে ঠিকই কিন্তু , সেই ভালোবাসার পূর্ণতা চেয়ে বসলেই আসল রুপ এ ফেরত চলে আসে, মা- বাবার অজুহাত, মেয়ে স‍্যুটেবল না , ফ‍্যামিলির সাথে যায় না , আরো অনেক কথা। ভালোবাসা কাপুরুষদের জন‍্য নয় , চার দেয়ালের ভিতর শরীর এর ভালোবাসা দিয়ে নিজেকে পুরুষ দাবি করতে যাবেন না । একটা মেয়ের জীবন নষ্ট করে ভাবছেন , গ্রাম এর ভার্জিন মেয়ে দেখে বিয়ে করে সুখী হবেন? বোকা মানুষ রুহ এর হায় আপনার গায়ে না লাগলে ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম এর গায়ে কিন্তু ঠিকই লাগবে।
এখন বলতে পারেন তাহলে পুরুষ কারা?
সেই প্রকৃত পুরুষ যে কিনা , ভালোবেসেছি মানে সে আমার , জোর গলায় ও বলবো সে আমার । আমার মায়ের পর যদি কাউকে খুব করে চাই ভালোবাসি সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, এই বল যাদের থাকে তাঁরাই হচ্ছে পুরুষ । ছেলেরা মন দিয়ে ভালোবাসলে তার শখের নারীর এলো মেলো চুল, ব্রন ভরা মুখে ও রুপ খুঁজে পায়। তার নারী ছাড়া পৃথিবীর সকল নারী তার কাছে হারাম হয়ে যায়। তোহ ২/৪ টা প্রেমের কথা বলে পুরুষ দাবি করো না । পুরুষ আগে হতে শেখো । নিজের সব টা দিয়ে আগলে রাখো নিজের শখের নারী কে । হও একে অন্যের পরিপূরক । ভালোবাসা অনেক দামী একটা জিনিস। আর দামি জিনিস যোগ‍্য জায়গায় ই মানায়। 🤍🌸

19/06/2025

Water Magic 🪄🦋 আমিও করে ফেললাম 😊

15/06/2025

See .. kon country te achi ?? Bolen to😃😊

05/06/2025

বর্তমানে আমার অবস্থা 🙂🥹

31/05/2025

Weather 🌧️🤍

28/05/2025

🦋😔: একদিন হুট কইরা বড় হইয়া গেলাম.. 😌যে গামছা দিয়ে চুল বানাতাম সেটা ছিড়ে গেলো..আমার মাথায় গজালো লম্বা লম্বা চুল.. এরপর টের পাইলাম লম্বা চুলে আর ছোটবেলার মতো মজা লাগতেছে না..😊কাপড়ের পুতুলের একটা শাড়ি হারালে আমি কান্না করে বাড়ি মাথায় তুলতাম🙂 তারপর হঠাৎ আমার চোখের সামনেই আমার প্রিন্সেস ড্রেস আম্মু কাকে জানি দিয়ে দিলো 🙂 কিন্তু আমার একটু ও দুঃখ হইলো না😅💔তারপর মাসের পর মাস চইলা গেলো দেখলাম আম্মুআর আমার পুতুলের জন্য জামা কাপড় বানায় না.. 😓তারপর হাতে টাকা দিয়ে বলে যা খুশি কিনে নিও 💔যে আমি আব্বুর হাত না ধরে বাইরে বের হতাম না ছেলে ধরার ভয়ে..সেই আমি কেমনে কেমনে জানি এখন পুরো শহর চিনে গেলাম 😅এরপর একদিন ঘরে বড়ো আয়োজন হলো ,আমার পুতুল কে না সাজিয়ে সবাই আমাকে সাজালো 🥺ধুলো দিয়ে ভাত আর ইটের টুকরোর গোস্তের বদলে টেবিলে নানান পদ সাজানো হলো 😌বউ সাজ দেখে আম্মু কাদো কাদো গলায় বললো , আমার মেয়েটা কতো বড় হয়ে গেলো.. 😓💔সেদিন বুঝলাম ছোট আমি এর বড় হওয়ার সপ্ন পূরন হইলো.. 😅 "মনে চাইলো চিৎকার দিয়ে বলি বড়ো হয়ে ঠকে গেলাম" 🥺💔 বিশ্বাস করো এই বড়ো বেলা আমার ভালো লাগে না.. ছোট বেলায় ভালো ছিলাম। 🙃😢

Address

Uttara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faria Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faria Liza:

Share

Category