Tech Ads

Tech Ads DO ADVERTISE BE DIGITAL

15/05/2024

ফেসবুকের এডের রেসপন্স খারাপ পাওয়ার অফিসিয়াল কারণ।
metastatus.com এখানে যেয়ে চেক করুন।

04/05/2024

নতুন স্ক্যামিং মেইল থেকে নিজের ফেসবুক আইডি , বিজনেস পেজ সেভ করুন।

Best response for best audience targeting
03/05/2024

Best response for best audience targeting

Ratuls TECH
03/04/2024

Ratuls TECH

শুধু বুস্ট করে দিলাম আর সেল আসবে এমটা ভাবা এখন বোকামি । সঠিক মার্কেটিং প্ল্যান + কাস্টমার ফ্রেন্ডলি কন্টেন্ট+ সঠিক টার্গ...
22/03/2024

শুধু বুস্ট করে দিলাম আর সেল আসবে এমটা ভাবা এখন বোকামি ।
সঠিক মার্কেটিং প্ল্যান + কাস্টমার ফ্রেন্ডলি কন্টেন্ট+ সঠিক টার্গেট অডিয়েন্স এই তিনটা জিনিস করতে পারলে যেকোনো প্রোডাক্টের কাস্টমারের অভাব হয় না
এই জাতীয় সমস্যার সমাধান সহ আপনার,
১। প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী এড সাজানো ,
২। প্রোডাক্টের সঠিক বর্ণনা সাজানো ,
৩। আপনার কন্টেন্ট / এডটা আপনি কিভাবে সাজালে ভালো রেস্পন্স পাবেন,
এই সকল বিষয় আমরা আপনাকে বুঝিয়ে দিব যাতে আপনি নিজেই অভিজ্ঞ হয়ে উঠেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি আপনার অডিয়েন্সের কাছে কিভাবে দেখালে আপনার ব্যবসার সঠিক প্রচারনা হবে ।
তাছাড়া কোন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কোন এড ক্যাটাগরি ভালো , একটা এড ভালো পারফর্ম না করলে সেটার সমধান সহ যাবতীয় সম্যার সমাধান পাবেন আমাদের কাছে।
আমাদের কাছে যে সকল ব্যাবসায়িক সাপোর্ট পাবেনঃ
১) Advance Audience Targeting – আপনার প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী ।
(2) বুস্টের Result খারাপ আসলে সাথে সাথে Boost অফ করে , সমস্যাটা বের করে সেটার সমধান করে New Boost করে দেওয়া হবে ।
(৩) Page এর সকল SEO related Setting + Advanced Management Setup
(৪) ২-১ টা Boost করার পর আপনি যখন দেখেবন Boost এর রেজাল্ট ভালো এবং বেশী Sell হচ্ছে, তখন আপনি সেই বুস্ট একটানা চালু রাখতে পারবেন বাজেট বাড়িয়ে ।
বিস্তারিত জানতে ইনবক্স করুন কল / WhatsApp করুনঃ
01303-585618

ফেইসবুক এডস-এর জন্য পিক্সেল কতটুকু প্রয়োজন?ফেসবুক বিজ্ঞাপনের জন্য পিক্সেল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিক্সেল আপন...
13/03/2024

ফেইসবুক এডস-এর জন্য পিক্সেল কতটুকু প্রয়োজন?
ফেসবুক বিজ্ঞাপনের জন্য পিক্সেল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিক্সেল আপনাকে আপনার বিজ্ঞাপনের কার্যকারিতা ট্র্যাক করতে এবং আপনার টার্গেটিভ অডিয়েন্সদেরকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে।
ফেসবুক বিজ্ঞাপনের জন্য পিক্সেল ব্যবহারের কিছু সুবিধা:
👍বিজ্ঞাপনের কর্মক্ষমতা ট্র্যাকিং: আপনি কতজন লোক আপনার বিজ্ঞাপন দেখেছে, কতজন ক্লিক করেছে এবং কতজন ক্রয় করেছে তা ট্র্যাক করতে পারবেন।
👍লক্ষ্য দর্শকদের তৈরি করা: আপনি আপনার বিজ্ঞাপনগুলি এমন লোকেদের কাছে দেখাতে পারবেন যারা আপনার ওয়েবসাইট পরিদর্শন করেছে বা আপনার পণ্য বা পরিষেবার প্রতি আগ্রহ দেখিয়েছে।
👍বিজ্ঞাপন অপ্টিমাইজ করা: আপনি আপনার বিজ্ঞাপনগুলি আরও কার্যকর করতে পিক্সেল ডেটা ব্যবহার করতে পারবেন।
ফেসবুক বিজ্ঞাপনের জন্য কতগুলি পিক্সেল প্রয়োজন?
👍একটি ওয়েবসাইটের জন্য: আপনার ওয়েবসাইটের প্রতিটি পৃষ্ঠায় একটি পিক্সেল স্থাপন করা উচিত।
👍একটি ফ্যানেলের জন্য: আপনার ফ্যানেলের প্রতিটি ধাপে একটি পিক্সেল স্থাপন করা উচিত।
👍একটি অ্যাপের জন্য: আপনার অ্যাপের প্রতিটি গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্য একটি পিক্সেল স্থাপন করা উচিত।

অ্যাড দিচ্ছি তাও সেল হচ্ছে না কেন?কি কি কারণ থাকতে পারে আসুন জেনে নেই।ফেসবুকে অ্যাড দেয়ার পর ভালো রেজাল্ট বা সেল না আসা...
08/03/2024

অ্যাড দিচ্ছি তাও সেল হচ্ছে না কেন?
কি কি কারণ থাকতে পারে আসুন জেনে নেই।

ফেসবুকে অ্যাড দেয়ার পর ভালো রেজাল্ট বা সেল না আসার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। সেরকম ই বেশ কিছু কারণ আজকে আলোচনা করবো।
যে সকল বিষয় গুলোর প্রতি লক্ষ্য না করার কারণে আপনার ফেসবুক অ্যাড ভালো পারফর্ম করছে না,
প্রথমত আপনার পেজটি পরিপূর্ণ ভাবে সাজানো নেই। আপনার পেজে একটা প্রফেশনাল লোগো, কভার ফটো, পেজের যাবতীয় ইনফরমেশন নেই, মানসম্মত পোস্ট নেই, পেজের কোনো ধরণের রিভিউ নেই কাষ্টমারদের। অর্থাৎ আপনার অ্যাড দেখে কোনো কাস্টমার পেজ ভিজিট করার পরে যদি আপনাকে বিশ্বস্থ মনে না হয় তাহলে কিন্তু ঐ কাস্টমার আপনার কাছে অর্ডার করবেন না।
দ্বিতীয় যে কারণটি হচ্ছে, আপনার পেজের কন্টেন্ট কোয়ালিটি। বেশির ভাগ অনলাইন উদ্যোক্তারা কন্টেন্ট এর প্রতি প্রচুর উদাসীন থাকেন। কোনো ভাবে ছবি তুলে পোষ্ট রেডি করে বুষ্ট করে দিলেই ভাবে সেল আসবে। আমাদের অভিজ্ঞতায় যা দেখেছি যাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো তারাই বেশি ফেসবুক অ্যাড এ রিচ, এঙ্গেজমেন্ট এবং সেল বেশি হয়। মনে রাখবেন আপনার কন্টেন্ট যদি অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করতে না পারে তাহলে ঐ অ্যাড দিয়ে ভালো ফলাফল আশাকরা যাবে না।
আচ্ছা! আপনার পেজ ঠিক আছে, কন্টেন্ট ঠিক আছে সবকিছু ভালো হওয়ার পরও অনেক সময় সেল আসেনা। এর কারণ কী?
দেখুন, কাস্টমার পণ্য কিনবে তাদের প্রয়োজনে। তাদের নিজ সুবিধার প্রতি লক্ষ্য রেখে। হতে পারে আপনি যে পণ্য নিয়ে মার্কেটিং করছেন সেটা এই মুহূর্তে তাদের প্রয়োজন হচ্ছে না। কিংবা প্রয়োজন হলেও দাম ও সংগ্রহের দিক দিয়ে হয়তো সুবিধা মত হচ্ছে না। আপনার কম্পিটেটর আপনার থেকে ভালো কিছু অফার করছেন তাদের কাছে। এ কারণেও কিন্তু সেল না হতে পারে!
এই কারণ গুলো কিন্তু কাস্টমার আপনাকে বলবেন না। আপনার নিজেকে কাস্টমারের স্থানে রেখে খুঁজে বের করতে হবে কাস্টমারের চাহিদা এবং সেল না হওয়ার কারণ গুলো।
তাই হতাশ না হয়ে সব সময় কাস্টমারের চাহিদা বোঝার চেষ্টা করুন। কাস্টমার কি চায় এবং কিভাবে চায় সেটার প্রতি লক্ষ্য রাখুন। এবং সেভাবেই প্রোডাক্ট রেডি করে ফেসবুকে অ্যাড দিন।
ও এখানে কিন্তু আরো একটা কথা চলে আসছে, আমার সেল হচ্ছে না এরপরেও কি আমি অ্যাড চালিয়ে যাবো?
দেখুন সেল না হলেও আপনার প্রডাক্ট ও প্রতিষ্ঠানের কিন্তু ব্যাপক প্রচার হচ্ছে আ্যডের মাধ্যমে এবং আপনার পেজের সাথে পরিচিত হচ্ছে নিত্য নতুন মানুষজন। আপনি চাইলে তাদেরকে রি টার্গেটিং এবং পিক্সেল অ্যাডের মাধ্যমে ঐসকল কাস্টমারের কাছে আবার পৌঁছাতে পারবেন ।
একটু খেয়াল করলে দেখবেন টেন মিনিট স্কুল, দারাজ, বিকাশ, ফুড পান্ডা সহ ইত্যাদি প্রতিষ্ঠানের অহরহ এড আমাদের সামনে আসে৷ আমরা হয়ত তাদের থেকে সার্ভিস নিবনা। কিন্তু তারা কোন অবস্থায় আমাদের অ্যাড দেখানো বন্ধ করছে না।
এখানে প্রশ্ন আসে তাহলে কেন তারা আমাদের অ্যাড দেখাচ্ছেন?
ধরুন ফিউচারে যদি আপনার অনলাইনে কোন কোর্সের প্রয়োজন হয় তখন কি অনায়াসে টেন মিনিট স্কুলের কথা মনে পড়বে না?
আপনি আজ ফেসবুক অ্যাড দেয়ার কারণে ১০ হাজার মানুষের সামনে আপনার পণ্য উপস্থাপন হল এবং তারা আপনার পণ্য/সার্ভিস সম্পর্কে জানার জন্য আপনার পেজে গেলো অথবা ম্যাসেজ করলো কিন্তু একজনও আপনার থেকে পণ্য ক্রয় করল না যে কোনো কারণে। হতে পারে দাম বেশি, পণ্যের কোয়ালিটি ভালো লাগেনি অথবা কেনার মত টাকা তখন তার কাছে নেই বা পরে কিনবে!
এই কারণ গুলো যখন বের করে আপনি যখন রি টার্গেটিং অ্যাডের মাধ্যমে তাদের সামন বারবার আপনার পণ্য/সার্ভিস সামনে নিয়ে যাবেন। তখন আপনার প্রডাক্ট ও প্রতিষ্ঠান তাদের কাছে বেশ পরিচিত হয়ে যাবে।
ভবিষ্যতে যখন কাস্টমারের এই প্রডাক্টটি প্রয়োজন হবে, তখন ক্রয় করার জন্য যাকে নিয়মিত দেখছে তার কথাই মনে হবে ! যাকে কখনো দেখেনি অথবা ২/১ বার দেখেছে তার কথা কিন্তু কাস্টমার ভুলে যাবেন।
মোটকথা! ফেসবুকে অ্যাড দেয়ার পরও যদি সেল না আসে তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি আপনার প্রডাক্টের প্রচারণা একজন এক্সপার্ট মার্কেটার অথবা এজেন্সি দিয়ে সঠিক স্ট্রাটেজিতে অ্যাড চালাতে থাকুন । পাশাপাশি ত্রুটি বের করে তা সমাধান করার চেষ্টা করুন। ইন শা আল্লাহ! একটা সময় পরে আপনি সফলতার মুখ দেখবে 🙂
(CT)

ফেইসবুক পিক্সেল কি?Facebook পিক্সেল হল কিছু কোড যা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। এটি এমন ডেটা সংগ্রহ করে যা আপ...
08/03/2024

ফেইসবুক পিক্সেল কি?
Facebook পিক্সেল হল কিছু কোড যা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। এটি এমন ডেটা সংগ্রহ করে যা আপনাকে Facebook Ads গুলো থেকে conversions ট্র্যাক করতে, Ads গুলিকে অপ্টিমাইজ করতে, ভবিষ্যতের Ads গুলির জন্য Target শ্রোতা তৈরি করতে এবং যারা ইতিমধ্যে আপনার ওয়েবসাইটে কিছু ধরণের অ্যাক্টিভিটি করেছে তাদের কাছে আবারো অ্যাড পাঠাতে সাহায্য করে৷
ই-কমার্স সহ কোন ওয়েব সাইটে প্রডাক্ট Sell বৃদ্ধির জন্য ফেইসবুক পিক্সেল ব্যবহৃত হয়। গুগোল analytics ব্যবহারের মাধ্যমে ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপনগুলোর তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি রিপোর্ট তৈরি করা হয়। আর এই কাজটি করে থাকে ফেইসবুক পিক্সেল। কোন এলাকার মানুষ কোন ধরনের মানুষ এই বিজ্ঞাপনটি দেখছে এসব বিষয় উল্লেখিত থাকে সেই রিপোর্টে। এ ফেসবুক পিক্সেল রিপোর্টে মাধ্যমে আপনার sell হওয়া product থেকে লাভ ও খরচের অনুপাত উল্লিখিত থাকে। যা আপনাকে পরবর্তীতে বুঝতে সাহায্য করে কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং কোন প্রোডাক্টটি আপনার খরচ বেশি হচ্ছে। ফেইসবুক পিক্সেল মূলত আমাদের Data Driven কাজটা করে থাকে।তাই ফেসবুকের দুনিয়ায় ফেইসবুক পিক্সেল কে একটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়।

👉বাংলাদেশ অনেকে সংক্ষিপ্ত সময়ের জন্য Facebook ads রান করেন। Facebook ads রান করে অফ করে দেয়। তাদের কমন প্রশ্ন হল ফেসবু...
08/03/2024

👉বাংলাদেশ অনেকে সংক্ষিপ্ত সময়ের জন্য Facebook ads রান করেন। Facebook ads রান করে অফ করে দেয়। তাদের কমন প্রশ্ন হল ফেসবুকে ভালো রেজাল্ট পাচ্ছিনা।
🎯ডিজিটাল মার্কেটিং কি এত ও সহজ? আপনি আজকে Facebook ads রান করলেন কালকে ভালো রেজাল্ট 📊পেয়ে যাবেন। এতটা সহজ না। আপনি যখন ফেসবুকে বিজ্ঞাপন দিলেন ৫/৬ দিনের জন্য তারপর ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করে দিলেন। ফেসবুকের যে অ্যালগরিদম তার ৪-৫ দিন লাগে আপনার Ads Optimize করার জন্য যখন ফেসবুক বুঝে কাদের কাছে দেখানো উচিত তখন আপনার Ads বন্ধ করে দেন। তাহলে কিভাবে ভালো ফলাফল পাবেন।
💥Examplae:- আপনার মার্কেটিং বাজেট হল ১০০ ডলার আপনি ২০ ডলার রাখেন মার্কেটিং Test করার জন্য সর্বনিম্ন সময় ৭ দিন নিবেন⏳। এ Test এর মাধ্যমে আপনার winning content, winning audience etc সম্পর্কে জানতে পারবেন। যেটা টেস্ট করে ভালো একটা ফল পাবেন সেটা ৮০ ডলার খরচ করেন।

অনলাইনে একটা পেজ খুলে , কিছু প্রোডাক্টের ছবি বা ভিডিও করে ১০/২০ ডলার বুস্ট করে আপনি কখনো একটা বিজনেসকে লং লাইমের জন্য দা...
21/02/2024

অনলাইনে একটা পেজ খুলে , কিছু প্রোডাক্টের ছবি বা ভিডিও করে ১০/২০ ডলার বুস্ট করে আপনি কখনো একটা বিজনেসকে লং লাইমের জন্য দাড় করাতে পারবেন না। আপনাকে প্রতি নিয়ত নিজেকে আপডেট রাখার পাশাপাশি , মার্কেটে আপনার প্রোডাক্টের কেমন চাহিদা রয়েছে, অন্যরা কিভাবে আপনার একই পণ্য নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছে, আদৌ আপনার সিলেক্ট করা পন্য মার্কেটে চলবে কিনা সেটার টেস্টিং করা সহ এমন হাজার রকম চ্যালেঞ্জ ফেস করে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। আর এর জন্য আপনার প্রয়োজন একজন বিজনেস পার্টানার , যে আপনার বিজনেসের মার্কেটিং এর সকল ব্যাপার যেমনঃ
১) আপনার সিলেক্ট করার পণ্যের মার্কেট ডিমান্ড এনালাইসিস করতে সাহায্য করবে। এর মাধ্যমে আপনার পণ্য মানুষ কিনবে কিনা সেটা সম্পর্কে ৬০-৮০% ধারনা পেয়ে যাবেন।
২) আপনার পন্য নিয়ে কারা কারা আলরেডি কাজ করতেছে, মানে বিজ্ঞাপন চালাচ্ছে সেই পেজ গুলার কন্টেন্ট / বিজ্ঞাপনের ধরন সম্পর্কে বিস্তারিত এনালাইসিস ( কম্পিটিটর এনলাইসিস) পাবেন।
৩) সকল প্রকার কন্টেন রেডি করতে সাহায্য করা যেমনঃ ভিডিও এডিটিং , পোস্টার ডিজাইন সহ কন্টেন্টের ধারনা দিয়ে সাহায্য করা।
8) একটা প্রোডাক্টের এনগেজমেন্ট ক্যাম্পেইন , সেলস ক্যাম্পেইন , ক্যাম্পেইনের মোটিভ টা কেমন হউয়া উচিত - এসব ব্যাপারে সাহায্য করবে।
৫) সকল প্রকার টেকনিক্যাল সাপোর্ট যেমনঃ টার্গেটেড আডিয়েন্স রিচার্স করা, কাস্টম+লুক এ লাইক অডিয়েন্স করা, ওয়েবসাইট / ল্যান্ডিং পেজ সেটাপ করা, সার্ভার সাইড ট্রাকিং , পিক্সেল সেটআপ করা সহ সকল প্রকার সাপোর্ট পাবেন।
যদি আপনি উপরের ব্যাপার গুলার সাপোর্ট পেতে চান , তাও শুধু বুস্টিং এর কস্টের বিনিময়ে - তাহলে আর দেরি না করে ম্যাসেজ / Whatsapp করুনঃ 01303-585618

অপ্টিমাইজ এডস রেজাল্ট !!
07/11/2023

অপ্টিমাইজ এডস রেজাল্ট !!

👨‍⚕️আপনি কি একজন ডেডিকেটেড ডাক্তার বা ডেন্টিস্ট ?👩‍⚕️🚀ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনার ...
01/11/2023

👨‍⚕️আপনি কি একজন ডেডিকেটেড ডাক্তার বা ডেন্টিস্ট ?👩‍⚕️
🚀ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনার মেডিকেল প্র্যাকটিসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন ??

আপনি কি জানেন - স্বাস্থ্যসেবার ভবিষ্যত হচ্ছে, অনলাইন বেজড প্লাটফর্ম গুলো ? আর আমরা আপনাকে সেই প্লাটফর্ম গুলোতে ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দিয়ে আপনাকে আরও রোগীদের সাথে কানেক্ট করতে এবং আপনার মেডিকেল প্র্যাকটিসকে আগের যেকোন সময়ের থেকে বৃদ্ধি করতে পাশে আছি ।

🌐তাই আজই আপনার মেডিকেল প্র্যাকটিসকে অনলাইনে রূপান্তর করুন , সারা বাংলাদেশে ছড়িয়ে দিন আপনার গর্বিত ডাক্তারি সেবা 🌐

💡 আমাদের কাছে যে সেবা পাবেনঃ
✅ টার্গেটেড ফেসবুক এবং ইউটিউব বিজ্ঞাপন প্রচার ।
✅ এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং কৌশল , কন্টেন্ট মেকিং আইডিয়া ;
✅ মাস ব্যাপি কন্টেন্ট মেকিং সাপোর্ট ।
✅ ভার্চুয়াল প্ল্যাটফর্ম সেটআপ – সেখান থেকে নতুন নতুন রুগি পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আপনি ডলার ইনকাম করতে পারবেন ;
✅ রোগীর ভরসা ও আস্থা বৃদ্ধি টেকনিক ;
✅ আপনার মেডিকেল প্র্যাকটিসের অনলাইন উপস্থিতি বাড়ানো ।

👩‍⚕‍ আমাদের সাথে অনলাইন মেডিকেল প্র্যাকটিসের নতুন উচ্চতায় পৌঁছান! 🏥

📈 আপনার সাফল্য হবে আকাশচুম্বী! ইনশাল্লাহ 📈

📞 আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্যক্তিগতকৃত কৌশল নিয়ে আলোচনা করুন। আপনার সাফল্য আমাদের মিশন! 🌟

Contact Information
📞 Phone+ WhatsApp : 01515219785
📧 Email: [email protected]

Don't miss out on the opportunity to revolutionize your medical practice. Join the digital healthcare revolution now!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tech Ads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Ads:

Share