Nurul Amin Jisan

Nurul Amin Jisan Fight to win

23/09/2024

জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। এগুলো নিয়ে মন খারাপ না করে সৎভাবে এগিয়ে যান।

18/07/2024

কিছু হইলেই দেশের ইন্টারনেট বন্ধ কইরা দেয়,
ছোটবেলার ঝগড়ায় না পারলে থুতু দিয়ে পালানোর মত অবস্থা।🫢

18/07/2024

ছাএদের কে যদি দমানো সহজ হতো, তাহলে রাষ্ট্র ভাষা উর্দু হতো বাংলা হতো না।✊

16/07/2024

🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️
বিভিন্ন সূত্র জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী, ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।
আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।
এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পোস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।❤️
amar real id only eta

01/07/2024

13/04/2024
My services😊👨‍💻
12/04/2024

My services😊👨‍💻

যেই ফ্রিল্যান্সিং এ1/ Time Freedom2/Money Freedom3/Place Freedomরয়েছে ওই কাজ অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে এবং গুরুত্...
29/03/2024

যেই ফ্রিল্যান্সিং এ

1/ Time Freedom
2/Money Freedom
3/Place Freedom
রয়েছে ওই কাজ অবশ্যই গুরুত্ব সহকারে শিখতে হবে এবং গুরুত্ব সহকারে দেখতে হবে ।

ফ্রিল্যান্সিং এর মত মানুষের জীবনের প্রতিটা সেক্টর, ,
প্রতিটা কর্মস্থল.....এবং ছাত্র জীবন এ ও যে কোন স্থানে।।
যখন গুরুত্ব থাকে না,,,,তখন কাজ হয় না এবং
ছাত্র জীবনে গুরুত্ব সহকারে পড়াশোনা না করলে বেস্ট স্টুডেন্ট হওয়া যায় না।
তাই এক কথায় বোঝা গেল জীবনের প্রতিটা সেক্টর প্রতিটা কাজে গুরুত্ব সর্বদা দিতে হয় তাহলে সফলতা আসে।
✍️Farjana Akter Akhiমেম

আর অলসতা নয়...!এখন থেকে Freelancing করে অলস সময় পার করি এবং নিজের Future গড়ি😍।(যারা পানি দিয়ে গোসল করে তারা শুধু কাপড় বদ...
24/03/2024

আর অলসতা নয়...!
এখন থেকে Freelancing করে অলস সময় পার করি এবং নিজের Future গড়ি😍।
(যারা পানি দিয়ে গোসল করে তারা শুধু কাপড় বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ভবিষ্যৎ &জীবন মান বদলায়)🔥
Freelancing করুন আমাদের সাথে

আমাদের কাছে পাবেন Freelancing জগতের সকল কাজের কোর্স with mentor suport. 😍

Address

Uttara

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Amin Jisan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurul Amin Jisan:

Share