27/06/2024
হংকং ভিসা প্রসেসের এই তথ্যটি এর আগে কেউ শেয়ার করেনি। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।
হংকং ভিসা প্রসেস করার জন্য ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের টিকেট কনফার্ম করা বাধ্যতা মূলক নয়। ভিসা পাওয়ার পর আপনি যেকোন এয়ারলাইন্সের টিকেট দিয়ে হংক ভিজিট করতে পারবেন। ক্যাথে প্যাসিফিক অফিস থেকে হংকং এর ভিসা প্রসেস করলে তারা শর্ত জুড়ে দেয় যে ক্যাথে প্যাসিফিক এর টিকেট বাধ্যতামূলক।
কিন্তু বাস্তবতা হলো হংকং ইমিগ্রেশন এর সাথে ক্যাথে প্যাসিফিক অফিসের এমন কোন চুক্তি নেই। ক্যাথে প্যাসিফিক এর টিকেট বিক্রি করার জন্য তারা এই মার্কেটিং পলিসি ব্যবহার করে থাকে। হংকং ভিসা প্রসেস করার জন্য হংকং ইমিগ্রেশনর একটি ওপেন প্লাটফর্ম রয়েছে। চাইলে এই প্লাটফর্ম থেকে যে কেউ হংকং এর ভিসা প্রসেস করতে পারবে।
আপনার যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, আপনি যদি রিয়েল ট্যুরিস্ট হয়ে থাকেন অথবা আপনার যদি হংকং ভিজিট করার জন্য ব্যবসায়িক কিংবা অন্য কোন যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি হংকং ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। হংকং ভিজিট ভিসা প্রসেস করার জন্য আপনার পাসপোর্ট এবং যাবতীয় ডকুমেন্টের সফট কপি প্রযোজন হবে। অযথাই আপনার পাসপোর্ট কোথাও জমা রাখার প্রয়োজন নেই এবং সেটি এক দিনের জন্যেও না।
চাইলে আপনার সকল ডকুমেন্ট স্ক্যান করে নিজে নিজেই হংকং ভিসা প্রসেস করতে পারেন। এপ্লিকেশন সাবমিট করার পর ভিসা পেতে ২১ দিন বা তার বেশি সময় লাগতে পারে। ভিসা অ্যাপ্রুভ হলে আপনার ই-মেইলে একটি নোটিফিকেশন আসবে এবং অ্যাপ্রুভাল লেটারটি ই-মেইলের এটাচমেন্টে pdf ফাইল হয়ে থাকবে। অ্যাপ্রুভাল লেটার এর ইনফরমেশন দিয়ে আপনি হংকং এর ওয়েবসাইট থেকে ই-ভিসা ডাউনলোড করতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি নিজে নিজেই করতে পারবেন। চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন।
আরো তথ্য জানতে যোগাযোগ করুন
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, USA, UK, Australia, Canada VISA process are available