K.M Imran Hossain

K.M Imran Hossain Hey! This is K.M Imran Hossain From Avayanagar, Noapara, Jashore. I make lifestyle and motivational videos. Follow my page for more.

29/06/2025

জায়গাটা কোথায় কে কে বলতে পারবেন?

15/06/2025

বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি রইলো ভক্তি শ্রদ্ধা ও ভালবাসা 🫶🏻
Happy Fathers Day

Eid Mubarak 🌙
07/06/2025

Eid Mubarak 🌙

24/05/2025

ভিডিওটি বেশ কয়েক মাসের আগের,বাচ্চা মেয়েটিকে দেখে নুশো পাপা এগিয়ে যায় তাকে আদর করে এবং জিজ্ঞাসা করে তোমার কি বাবা মা আছে কিন্তু সে নিজেই জানেনা তার কি নেই,সে সবার সাথে মিশে যায় তার পথচারী ঐ মেয়ে বন্ধুটিও ছিলো অনেক মায়াবী।

আসছালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?নুশোকে ভালবেসে আপনারা যারা এ পেজকে ফলো করেন আপনারা সবাই আমার অনেক প্রিয় কারন আপন...
23/05/2025

আসছালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?নুশোকে ভালবেসে আপনারা যারা এ পেজকে ফলো করেন আপনারা সবাই আমার অনেক প্রিয় কারন আপনারা আমার অনেক দুঃখের সাথী কিন্তু নিয়মিত পোষ্ট না করতে পারার কারনে আপনাদের সাথে অনেক দূরত্ব বেড়ে গেছে অনেকের মেসেজ ও কমেন্টের রিপ্লে না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের ভুলে যেয়েন না আপনারা কে কোন জেলা, বিভাগ বা দেশ থেকে যুক্ত থাকেন জানাবেন এবং সব সময় আপনাদের দোয়া ভালবাসায় রাখবেন♥️

আমাদের ছেলাবেলা ছিলো প্রানবন্ত জীবন।বাসার সামনে ছিলো খোলা মাঠ সারাক্ষণ সেখানে গোল্লাছুট নুনদাঁড়ি কানামাছি পলাপলি দৌঁড়া...
22/05/2025

আমাদের ছেলাবেলা ছিলো প্রানবন্ত জীবন।বাসার সামনে ছিলো খোলা মাঠ সারাক্ষণ সেখানে গোল্লাছুট নুনদাঁড়ি কানামাছি পলাপলি দৌঁড়াদৌড়ি কত শত রকমের খেলা হতো মাঠের পাশেই পুকুর ছিলো ইচ্ছে হলেই ঝাপদিতো সাঁতার কাটতো কত সুন্দর ছিলো সেই সৃতিময় শৈশব কিন্তু আজ আমাদের বাচ্চাদের জীবন হয়ে গেছে যান্ত্রিক আজ তারা মোবাইল দেখে খেলা শিখে মোবাইল দেখতে দেখতে খাবার খায় মোবাইলে ভিডিও গেম খেলে মেবাইল না দিলে কান্নাকাঁটি করে এভাবেই সময় কাঁটে তাদের সব খেলাই আজ ঘরের ভেতর বাইরে খেলার মাঠ থাকলেও সেখানে খেলার পরিবেশ নেই মাঠ গুলো আজ নানান সমস্যায় জজরিত বাচ্চারাও সেখানে নিরাপদ নয়।তাছাড়া আমাদের চারপাশের পরিবেশ আমাদের সমাজ আজ অশ্লীনতা হিংসা অহংকার আর অপসংস্কৃতি চর্চায় আক্রান্ত মানুষের সুন্দর মানুষিকতার চরম অবক্ষয়,বাচ্চা হওয়ার আনন্দে আমরা যতটা আনন্দিত ছিলাম বাচ্চার ভবিষ্যৎ নিয়েই আমরা তারথেকে দ্বীগুন চিন্তিত তবে বাচ্চাকে যদি আমরা মানুষের মত সৎ গ্রহনযোগ্য ভালো মানুষ হিসাবে গড়ে না তুলতে পারি তার ব্যর্থতা আমাদের কেয়ামত পর্যন্ত পোহাতে হবে,কি করবো আমরা???কি করা উচিৎ আমাদের??আপনাদের সুন্দর সুন্দর মতামত প্রকাশ করুন।

বুঝতে শেখার পরে অনেক নিকট আত্মীয় মারা গেছেন সে শোকে মন কেঁদেছে অনেকবার তবে চোখ কাঁদেনি কখনো কিন্তু যেদিন চোখের সামনে থেক...
18/05/2025

বুঝতে শেখার পরে অনেক নিকট আত্মীয় মারা গেছেন সে শোকে মন কেঁদেছে অনেকবার তবে চোখ কাঁদেনি কখনো কিন্তু যেদিন চোখের সামনে থেকে আমার বোনটা চলে গেছে তারপর থেকে চোখ এতবার কেঁদেছে যা মন ভাবেনি কখনো এত পানি চোখে জমা হয়েছিলো,আমরা ঠিক তত সময় পর্যন্ত কবর সস্পর্কে সঠিক উপলব্ধি করতে পারিনা যত সময় পর্যন্ত আমাদের খুব প্রিয় মানুষদের কেউ একজন কবরে না যায়,যখন যায় তারপর থেকে কবরস্থান'ই আমাদের খুব আপন জায়গা হয়ে যায় যেখানে গেলে শান্তি মেলে দোয়া দুরুদ পড়ে দুটো হাত আল্লাহর দরবারে উঠালে চোখ দিয়ে অনরগল পানি পরে মন হালকা হয়ে যায় তবে যে কবরের কাছে আমি প্রতিদিন যেতাম দূর্ভাগ্যবশত আজ অনেক দূরে থাকায় অনেক দিন সেখানে যেতে পারিনা তাইতো আমার রাজকন্যাকে তার মায়ের সাথে পাঠিয়েছিলাম তার ফুপি ও নানু ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে...এটা তার প্রথম সাক্ষাৎ।(২৪/০৪/২৫)

শত ব্যস্ততার মাঝেও আপনাদের যেসকল প্রিয় মানুষেরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আপনারা তাদের কবরের কাছে যাবেন তাদের জন্য মন খুলে আল্লাহর দরবারে দোয়া করবেন যেতে না পারলে নামাযের পাটিতে বসে দোয়া করবেন যখন মনে পড়বে তখনই দুহাত তুলে দোয়া করবেন দোয়া ছাড়বেন না কেননা আজ তারা অনেক অসহায় আপনার আমার একটু দোয়া হইতো তাদের কবরে শান্তি বয়ে নিয়ে যাবে তাদের মিযানের পাল্লা ভারী করে দিবে এবং নিশ্চয় ইনশাআল্লাহ শেষ বিচারের দিনে মহান আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা তাদেরকে বেহেস্ত নসীব করবেন,আপনারাও আপনাদের বাচ্চাদেরও কবরস্থানে নিয়ে যাবেন তাদের দোয়া করা শিখাবেন এমন চর্চার ধারাবাহিকতা থাকলে আমরা মরে যেয়েও শান্তি পাবো।সকলে আমাদের জন্য দোয়া করবেন সকল কবর বাসীর জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন,আল্লাহ হাফেজ।

কলিজা🥰
09/05/2025

কলিজা🥰

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক'বরস্থান। এখানে শুধু মানুষের ক'বর নয়, এখানে দা'ফন হয়েছে বিশ্ব মানবতাও। মু'না'ফিকের খাতায় নাম রে...
06/04/2025

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক'বরস্থান।
এখানে শুধু মানুষের ক'বর নয়, এখানে দা'ফন হয়েছে বিশ্ব মানবতাও।
মু'না'ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমি নিরূপায়। উপায় বের করে দাও।

30/03/2025

সব ঈদ আনন্দের নয় কিছু মানুষের কাছে সেটা বেদনারও হয়।

21/03/2025

নামায পড়ে আমার বাবাটা আল্লাহর কাছে কার জন্য কি কি দোয়া করলো?

Photocopy of Payel🤲Don't forget to say Mas Allah.
17/02/2025

Photocopy of Payel🤲Don't forget to say Mas Allah.

Address

Uttara

Alerts

Be the first to know and let us send you an email when K.M Imran Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.M Imran Hossain:

Share

Category