25/09/2024
উত্তরায় ছাত্রহত্যায় ব্যবহৃত গাড়ি ও বুলেটপ্রুভ জ্যাকেট উদ্ধার
উত্তরা ভয়েস২৪ রিপোর্ট:
উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নারকীয় হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হাবিব হাসানের ছেলে আবির হাসান ওরফে তানিমের শশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, পুলিশের বুলেট প্রুভ জ্যাকেটসহ শিক্ষার্থীদের উপর হত্যাকান্ড চালানোর সময় ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী।
গত রবিবার (২২ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এই জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ।
গ্রেপ্তারকৃতরা স্বিকার করেছে যে, পুলিশের বুলেটপ্রুব জ্যাকেট আন্দোলনের সময় হাবিব হাসান, তার ছেলে তানিম ও ভাই আলাউদ্দিন আল সোহেল ব্যবহার করে ছাত্রদের উপর গুলি চালিয়েছে।
এছাড়াও উদ্ধারকৃত টাকার বিবরণ নিচে দেয়া হলো-
অভিযানে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, চারটি ২০ মার্কিন ডলারের নোট, একটি পাঁচ মার্কিন ডলারের নোট, একটি এক মার্কিন ডলারের নোট, ৪১ টি এক হাজার থাই বাথ নোট, ১১টি ১০০ থাই বাথ নোট, দুটি ৫০০ থাই বাথ নোট, ২৮টি ২০ থাই বাথ নোট, তিনটি ৫০ থাই বাথ নোট, ২০টি ৫০০ দিরহামের নোট, একটি ১০০ দিরহামের নোট, একটি ২০ দিরহামের নোট, তিনটি ১০ দিরহামের নোট, দুটি পাঁচ দিরহামের নোট, পাঁচটি ১০০ কানাডিয়ান ডলারের নোট, দুটি ১০ সিঙ্গাপুর ডলারের নোট, একটি দুই সিঙ্গাপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি পাঁচ রিয়ালের নোট, একটি এক রিয়ালের নোট, একটি দুই হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, পাঁচটি ১০০ রুপির নোট, পাঁচটি ৫০ রুপির নোট, চারটি ২০ রুপির নোট, ছয়টি ১০ রুপির নোট, তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে পুলিশ লেখা এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
[আন্দোলন সংক্রান্ত যেকোন তথ্য/ভিডিও/ছবি আপনার কাছে থাকলে আমাদের ইনবক্স করুন]