উত্তরা ভয়েস২৪

উত্তরা ভয়েস২৪ বৃহত্তর উত্তরার মুখপাত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় তাণ্ডব চালানো আওয়ামী লীগ স.ন্ত্রা.সী.কে চিনে রাখুন। ১১ নম্বর সেক্টরে নিরীহ শিক্ষার্থ...
20/04/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় তাণ্ডব চালানো আওয়ামী লীগ স.ন্ত্রা.সী.কে চিনে রাখুন। ১১ নম্বর সেক্টরে নিরীহ শিক্ষার্থীদের উপর গু-লি চালানো কাউন্সিলর যুবরাজের ক্যাডার এই রাফসান
বিস্তারিত আসছে............................

চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে ভারতীয় নাগরিক আশিষ পুরোহিত আটক হয়েছে! গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের আদালত পাড়ায় সংঘর্ষ ও হত্যাক...
28/11/2024

চট্টগ্রাম জেলা মিরসরাইয়ে ভারতীয় নাগরিক আশিষ পুরোহিত আটক হয়েছে!
গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের আদালত পাড়ায় সংঘর্ষ ও হত্যাকাণ্ডে ঘটনায় সম্পৃক্ততার যোগসাজশ রয়েছে বলে জানা যায় আটককৃত এই ইসকন সদস্যের বিরুদ্ধে।।
মজার ব্যাপার হলো তারকাছ থেকে বাংলাদেশের এবং ভারতের দুটি জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেছে।

28/11/2024

ভারতীয় মিডিয়ার জঘন্য মিথ্যাচারের প্রতিবাদ জানাই...

উত্তরায় ছাত্র হত্যা মামলায় জড়িত ফ্যাসিস্ট হাসিনার দোসর শ্রমিক লীগ নেতা মোঃ ওয়াসিম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণখান ...
18/10/2024

উত্তরায় ছাত্র হত্যা মামলায় জড়িত ফ্যাসিস্ট হাসিনার দোসর শ্রমিক লীগ নেতা মোঃ ওয়াসিম (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণখান এলাক থেকে গোপণ সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে সেনাবাহিনীর একটি চৌকস ইউনিট। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে ফ্যাসিস্টের দোসরকে আজ (১৮ অক্টোবর ২০২৪) দক্ষিনখান থানায় হস্তান্তর করা হয়েছে।

[আপনার চারপাশে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসরদের তথ্য দিন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ুন]

উত্তরায় ছাত্র জনতার উপর গু*লি চালানো কে এই দিপু? # # # # # # #ছাত্রলীগ স #ন্ত্রা #সী নাজমুল হাসান দিপু হাবিব হাসানের পাল...
17/10/2024

উত্তরায় ছাত্র জনতার উপর গু*লি চালানো কে এই দিপু?
# # # # # # #
ছাত্রলীগ স #ন্ত্রা #সী নাজমুল হাসান দিপু হাবিব হাসানের পালিত স #ন্ত্রা #সী। ৫ আগস্টের পর উত্তরা থেকে পালিয়ে গিয়ে নিজ গ্রাম টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা ইউনিয়ন পরিষদের কোনড়া গ্রামে আশ্রয় নিয়েছে। দিপু আগে সাহারা খাতুনের ক্যা #ডা #র বা #হি #নীর সদস্য ছিল। পরে সাহারা খাতুনের মা #রা যাওয়ায় হাবিব হাসানের ডেরায় যোগ দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আ #ন্দো #লনে স #ন্ত্রা #সী দিপু হাবিব হাসানের নির্দেশে সরাসরি ছাত্র হ #ত্যা #য় অংশ নেয়। এই স #ন্ত্রা #সী বর্তমানে বাইকে সাংবাদিক স্টিকার লাগিয়ে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।

# # #বিস্তারিত আসছে…

উত্তরায় ফ্যাসিস্ট হাসিনার যেসব দলীয় স'ন্ত্রা'সী'রা ছাত্র-জনতার উপর নি'র্বি'চা'রে গু'লি-হ'ত্যা'য'জ্ঞ চালিয়ে ওরা ফেসবুকে স...
05/10/2024

উত্তরায় ফ্যাসিস্ট হাসিনার যেসব দলীয় স'ন্ত্রা'সী'রা ছাত্র-জনতার উপর নি'র্বি'চা'রে গু'লি-হ'ত্যা'য'জ্ঞ চালিয়ে ওরা ফেসবুকে সক্রিয় হচ্ছে। এদের মধ্যে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক স'ন্ত্রা'সী আব্দুর রাজ্জাক জুয়েল ও হাবিব হাসানের দীর্ঘদিনের পালিত স-ন্ত্রা-সী দিপু ফেসবুকে সক্রিয় হয়ে উঠেছে। এরা প্রতিনিয়তই ছাত্র-জনতার মনোনীত অন্তবর্তী সরকারের নামে লুকিয়ে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব-অপপ্রচার ছড়াচ্ছে। স'ন্ত্রা'সী দিপুর গ্রামের বাড়ি টাঙ্গাইল এবং স'ন্ত্রা'সী জুয়েল সিলেট বিভাগের। এদের ধরিয়ে দিন।

ছাত্রলীগের স'ন্ত্রা'সী এই আব্দুর রাজ্জাক জুয়েল উত্তরায় ২ ও ৪ আগস্ট শিক্ষার্থীদের উপর নারকীয় হ'ত্যা'য'জ্ঞে'র নেতৃত্ব দেয়। বিশেষ করে ২ আগস্ট (শুক্রবার) উত্তরা ১১ নম্বর সেক্টর মাইলস্টোন কলেজের সামনে এক নারী শিক্ষার্থীর গ'লা'চে'পে ধরে স'ন্ত্রা'সী আব্দুর রাজ্জাক জুয়েল এবং ওর ডান হাত কাউসার হোসেন মেহেদি ওরফে সজিবসহ কয়েকজন। পরে সেক্টরের ভিতরের ঢুকে শিক্ষার্থীদের উপর হা’ম’লা চালায় এই সন্ত্রাসী।

অন্যদিকে, হাবিব হাসানের পালিত সন্ত্রাসী দিপু ছাত্র আন্দোলনের পুরোটা সময়জুড়ে স’ন্ত্রা’সী হাবিব হাসানের শু‘টা’র হিসেবে জড়িত ছিল। বর্তমানে প্রতিনিয়তই ফেসবুকে এরা নানা ধরণের হু’ম’কি-ধা’ম’কি’মূলক পোস্ট দিয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনার এই দোসর।

এদের নামে উত্তরার বিভিন্ন থানায় একাধিক হ’ত্যা মামলা রয়েছে। আর তাই লুকিয়ে থাকা এসব স’ন্ত্রা’সী’দে’র অবস্থানের তথ্য দিয়ে আপনার নিকটস্থ থানা ও আর্মি ক্যাম্পকে সহযোগিতা করুন।

[বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বৃহত্তর উত্তরায় এলাকার আন্দোলনকালীন সময়ের সুনির্দিষ্ট তথ্য/ছবি/ভিডিও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিবরণ থাকলে আমাদেরকে ইনবক্স করুন।]

তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরায় ছাত্র হত্যার আসামী বেলায়েত হোসেন (৪৬)। গতকাল রাতে দিয়াবাড়ি এলাকা থেকে এই সন...
29/09/2024

তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরায় ছাত্র হত্যার আসামী বেলায়েত হোসেন (৪৬)। গতকাল রাতে দিয়াবাড়ি এলাকা থেকে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে বাংলাদেশ সেনাবাহিনী।

আপনার আশপাশে লুকিয়ে থাকা আওয়ামী স-ন্ত্রা-সী-দের তথ্য ইনবক্সে দিন। এলাকায় কেউ চাঁদাবাজি করলে সে তথ্যও প্রেরণ করুন।

স্পষ্ট জবাব- ‘সম্প্রীতির বাংলাদেশে চুলকানি মিডিয়ার ভাত নাই’
26/09/2024

স্পষ্ট জবাব- ‘সম্প্রীতির বাংলাদেশে চুলকানি মিডিয়ার ভাত নাই’

উত্তরায় হিন্দুদের দূর্গাপূজা নিয়ে ভারতীয় কমেডি মিডিয়ার অপ-প্রচারের জবাব- উত্তরা ভয়েস২৪ রিপোর্ট:সাম্প্রতিক উত্তরায় দূর্গা...
26/09/2024

উত্তরায় হিন্দুদের দূর্গাপূজা নিয়ে ভারতীয় কমেডি মিডিয়ার অপ-প্রচারের জবাব- উত্তরা ভয়েস২৪ রিপোর্ট:

সাম্প্রতিক উত্তরায় দূর্গাপূজা ঘিরে ভারতীয় কমেডি মিডিয়া খ্যাত রিপাবলিক বাংলা (অমানুষের কণ্ঠস্বর) ও ‘জাগো হিন্দু’ নামের একটি উগ্রবাদী ফেসবুক পেজ থেকে সংবাদের নামের নানা ধরণের অপ-প্রচারমূলক কন্টেন্ট ছড়ানো হচ্ছে। বিষয়টি টিম ‘উত্তরা ভয়েস২৪’ এর নজরে এসেছে। যা সম্পূর্ণ মিথ্যাচার, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।

কেননা, এ বছর উত্তরায় পূজা আয়োজনে উত্তরা পশ্চিম থানাধীন সনাতন ধর্মালম্বী নেতা ও এলাকাবাসীর প্রতিনিধি বৈঠকের মাধ্যমে উত্তরার ‘মুগ্ধ চত্বর’কে স্থান হিসেবে নির্ধারণ করা হয়। আর এ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ প্রশাসন , স্থানীয় হিন্দু ধর্মীয় নেতাবৃন্দ ও এলাকাবাসীর মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ বৈঠকে ‘মুগ্ধ চত্বর’কে এবারের দূর্গা পূজা আয়োজনের স্থান হিসেবে নির্ধারণ করা হয়।

এ নিয়ে গেল ২২ সেপ্টেম্বর (রবিবার) ও ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিয়াবাড়ি অস্থায়ী সেনা ক্যাম্পে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা মহানগর পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার সভাপতি নিত্য গোপাল, সহ-সভাপতি সন্দিপ কুমার রুদ্রসহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই দুই বৈঠকের আলোচনায় উঠে আসে, যেহেতু উত্তরা ১১ ও ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে দূর্গা পূজা আয়োজন করলে সেক্টরবাসী টানা ১ মাসেরও বেশি সময় তারা খেলাধুলা, বয়স্কদের ব্যায়াম-হাটাচলা ইত্যাদি বন্ধ হয়ে যায়; সেসব দিক বিবেচনায় উত্তরা পশ্চিম থানায় বসবাসরত সনাতন ধর্মালম্বীদের দুর্গা পূজা আয়োজনের জন্য উত্তরার ‘মুগ্ধ চত্বর; অথবা উত্তরা ১১ নম্বর সেক্টর ‘জমজম টাওয়ার সংলগ্ন খালি জায়গা’ স্থান হিসেবে নির্ারণ করা হয়। পরে সনাতন ধর্মালম্বী নেতারা ‘মুগ্ধ চত্বর’কে পূজা আয়োজনের স্থান হিসেবে পছন্দ করলে স্থানীয় এলাকাবাসী সেটিকে সাধুবাদ জানায় এবং পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি এলাকাবাসীও সহযোগিতা করার ঘোষণা দেয়।

সভায় স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় সন্তুষ্ট হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার সহ-সভাপতি সন্দিপ কুমার রুদ্র। বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিয়েছেন আপনারা যেখানেই পুজা করেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আমি মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মুগ্ধ চত্বর আমাদের প্রথম প্রয়োরিটি আছে। আপনাদের (এলাকাবাসীর) প্রতি আমরা সর্বোচ্চ সম্মান থাকল, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।

এরূপ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ আলাপ-আলোচনার ভিত্তিতেই উত্তরায় সনাতন ধর্মালম্বীদের দুর্গা পূজা আয়োজনের স্থান নির্ধারণ করা হয়। অথচ, ভারতীয় কমেডিখ্যাত কিছু গুজব মিডিয়া বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছে। যা বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশে ধর্মীয় সম্প্রীতির হুমকি স্বরূপ।

অপরদিকে, উত্তরার সেক্টর কল্যাণ সমিতির খেলা ও বয়স্কদের ব্যায়ামের মাঠগুলোতে ‘পূজা’র আয়োজন নিয়ে সেক্টরবাসী যে মানববন্ধন করেছে সেটি কোনভাবেই ‘পূজা বিরোধী মানববন্ধন নয়’। প্রকৃত সত্য এই যে, উত্তরায় হিন্দু ধর্মালম্বীদের পূজা-পার্বন ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও আয়োজনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক হিন্দুদের জন্য উত্তরা ১৭ নম্বর সেক্টরে ০৫ (পাঁচ) বিঘা আয়তনের বিশাল জায়গা (প্লট) এবং সেখানে মন্দির-উপাসনা নির্মাণ করা হয়েছে। যেহেতু, সনাতন ধর্মালম্বীদের জন্য সরকার নির্ধারিত বিশাল জায়গার উপর মন্দির/পূজা পালনের সকল ব্যবস্থা রয়েছে আর তাই সেক্টরবাসীর দাবী ছিল- সনাতন ধর্মালম্বীরা নিজেদের বরাদ্দপ্রাপ্ত নির্ধারিত স্থানেই যেন পূজার আয়োজন করেন। আর সেজন্যই সেক্টরবাসীর দাবীর ভাষা ছিল ‘খেলার মাঠে পূজা নয়, ঈদগাহ মাঠে পূজা নয়, ঈদের মাঠে পূজা হতে দিব না’।

বিপরীতে এমন বিষয়টিকেই ভারতীয় ওই গুজব মিডিয়া তথা রিপাবলিক বাংলা (অমানুষের কণ্ঠস্বর) ও কথিত ‘জাগো হিন্দু’ নামক উগ্র হিন্দুত্ববাদী পেজ থেকে নানা অপপ্রচার ফেসবুকে ছড়ানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে-
টিম উত্তরা ভয়েস-২৪
(বৃহত্তর উত্তরার মুখপাত্র)

[উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেকোন নৃশংসতা/আহতের আর্তনাত/হতাহতের ছবি/ভিডিও অথবা সন্ত্রাসীদের তথ্য থাকলে আমাদের ম্যাসেঞ্জার ইনবক্সে প্রেরণ করুন]

উত্তরা থেকে ছাত্র হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার...বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী ...
26/09/2024

উত্তরা থেকে ছাত্র হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান জয় হত্যা মামলার অন্যতম আসামী সজল মাহমুদ অনি ও শ্যামল মাহমুদ অঞ্জন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী সদস্যরা।

বুধবার রাত নয়টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের সদস্য এবং উত্তরা পশ্চিম থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। আটকদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপপ্রচার ছড়ানো সহ বেশ কিছু অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

আটকের বিষয়ে জানতে চাইলে দিয়াবাড়ী আর্মি ক্যাম্পের কর্মকর্তা মেজর খন্দকার জাহিদুল হক বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয় পরস্পরের সহোদর। গত ৫ আগস্টের পর থেকে তারা পালিয়ে বেড়াচ্ছিলো।

গতকাল (বুধবার) রাতে গোপন সূত্রে আমরা জানতে পারি যে, তারা ৫ নম্বর সেক্টরের নিজ বাসায় অবস্থান করছে তারা। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর একটি টিম এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

[আন্দোলন সংক্রান্ত যেকোন তথ্য/ভিডিও/ছবি আপনার কাছে থাকলে আমাদেরকে ইনবক্স করুন, সন্ত্রাসীদের চিহ্নিত করতে সাহায্য করুন]

25/09/2024

উত্তরায় ছাত্রহত্যায় জড়িত দুই আসামী গ্রেপ্তার

বিস্তারিত আসছে...

উত্তরায় ছাত্রহত্যায় ব্যবহৃত গাড়ি ও বুলেটপ্রুভ জ্যাকেট উদ্ধারউত্তরা ভয়েস২৪ রিপোর্ট:উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শি...
25/09/2024

উত্তরায় ছাত্রহত্যায় ব্যবহৃত গাড়ি ও বুলেটপ্রুভ জ্যাকেট উদ্ধার
উত্তরা ভয়েস২৪ রিপোর্ট:
উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নারকীয় হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হাবিব হাসানের ছেলে আবির হাসান ওরফে তানিমের শশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা, পুলিশের বুলেট প্রুভ জ্যাকেটসহ শিক্ষার্থীদের উপর হত্যাকান্ড চালানোর সময় ব্যবহৃত গাড়ি ও সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী।

গত রবিবার (২২ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে এই জিনিসপত্রগুলো উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ।

গ্রেপ্তারকৃতরা স্বিকার করেছে যে, পুলিশের বুলেটপ্রুব জ্যাকেট আন্দোলনের সময় হাবিব হাসান, তার ছেলে তানিম ও ভাই আলাউদ্দিন আল সোহেল ব্যবহার করে ছাত্রদের উপর গুলি চালিয়েছে।

এছাড়াও উদ্ধারকৃত টাকার বিবরণ নিচে দেয়া হলো-
অভিযানে এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ মার্কিন ডলারের নোট, চারটি ২০ মার্কিন ডলারের নোট, একটি পাঁচ মার্কিন ডলারের নোট, একটি এক মার্কিন ডলারের নোট, ৪১ টি এক হাজার থাই বাথ নোট, ১১টি ১০০ থাই বাথ নোট, দুটি ৫০০ থাই বাথ নোট, ২৮টি ২০ থাই বাথ নোট, তিনটি ৫০ থাই বাথ নোট, ২০টি ৫০০ দিরহামের নোট, একটি ১০০ দিরহামের নোট, একটি ২০ দিরহামের নোট, তিনটি ১০ দিরহামের নোট, দুটি পাঁচ দিরহামের নোট, পাঁচটি ১০০ কানাডিয়ান ডলারের নোট, দুটি ১০ সিঙ্গাপুর ডলারের নোট, একটি দুই সিঙ্গাপুর ডলারের নোট, একটি ১০০ রিয়ালের নোট, দুটি ৫০ রিয়ালের নোট, দুটি ১০ রিয়ালের নোট, তিনটি পাঁচ রিয়ালের নোট, একটি এক রিয়ালের নোট, একটি দুই হাজার রুপির নোট, ৬০টি ৫০০ রুপির নোট, একটি ২০০ রুপির নোট, পাঁচটি ১০০ রুপির নোট, পাঁচটি ৫০ রুপির নোট, চারটি ২০ রুপির নোট, ছয়টি ১০ রুপির নোট, তিনটি নেভি ব্লু রঙের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পেছনে উভয় পাশে ইংরেজিতে পুলিশ লেখা এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।

[আন্দোলন সংক্রান্ত যেকোন তথ্য/ভিডিও/ছবি আপনার কাছে থাকলে আমাদের ইনবক্স করুন]

Address

Uttara

Telephone

+8801641073318

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরা ভয়েস২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share