It's Me Git2

It's Me Git2 Story Based Page
(37)

When Life Gives You Tangerines আমার দেখা দ্বিতীয় কি তৃতীয় কোরিয়ান ড্রামা বোধহয়। কোরিয়ান কাজ আমার প্রচুর দেখা হলেও ও...
12/06/2025

When Life Gives You Tangerines আমার দেখা দ্বিতীয় কি তৃতীয় কোরিয়ান ড্রামা বোধহয়। কোরিয়ান কাজ আমার প্রচুর দেখা হলেও ওদের ড্রামা খুব একটা দেখা হয়নি। এক ধরণের পিয়ার প্রেশারে পড়েই দেখতে বসি। আর বলা যায় একরকম একটানে শেষ করি। শেষবেলায় টানা দুঘণ্টা কাঁদলাম। ল্যাপটপ বুজে অনেকক্ষণ চুপটি করে বসে থাকলাম। সূর্যাস্তের সময়টায় আমার একধরণের মন খারাপ হয়। দুটো বিপরীত সময় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মেঘ দেখে মনে হয় জাগজিৎ সিং এর কণ্ঠ আর রং দেখে মনে পড়ে বাগানবিলাস ফুল। মনে পড়ে মিয়াজাকিকে। "You can't see the sunset when you d i e". এই মনখারাপের আমার দেয়া একটা নাম আছে। 'পুষ্পাশ্রু'। এই নামটা আমি ধার দিয়েছি When Life Gives You Tangerines দেখে আমার বিষন্ন মনকে।

ষোল এপিসোডের পুরো কাজটা শেষে আমি একটা চমৎকার জিনিস আবিষ্কার করেছি। একটা জীবন কেটে গেলো দুটো মানুষের একসাথে, অথচ কোনো দৃশ্যে তারা একে অন্যকে বলেনি, "আমি তোমাকে ভালোবাসি"। অথচ এর চেয়ে সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ আমি কখনো দেখিনি। ভালোবাসা বোধহয় পৃথিবীর সাত হাজার সব ভাষার ঊর্ধে। বর্ণমালা ঠুনকো পড়ে গেলো যখন দেখলাম মৃ ত্যুর আগে নীরবে নিভৃতে একটা মানুষ কিচেনের ওপরের তাকের প্রতিটা জিনিস নামিয়ে তার প্রেয়সীর হাতের নাগালে সাজিয়ে দিয়ে গেছে। শতশত ভালোবাসার গান হেরে গেলো যখন ছেলেবেলায় মায়ের বাড়িতে বারবার ছুটে আসা সেই মেয়েটাকে কেউ মনে রেখে সেই বাড়িটা উপহার দিলো--- যেন মায়ের গায়ের গন্ধ মেয়েটাকে জড়িয়ে থাকে সারাজীবন। অসংখ্য ফ্যান্সি ডেট মুখ লুকালো যখন পুরুষতন্ত্রের বেড়া ভেঙে, 'নারী অপয়া' কে মধ্যমা আঙুল দেখিয়ে স্ত্রী আর কন্যাকে হাত ধরে তুলে নিলো সে মাছ ধরার নৌকায়। তারাভরা আকাশ মাথায় নিয়ে চুমু খেলো প্রিয়দুটো ঠোঁটে।

গোস্টিং, লাভবম্বিং, আর সিচুয়েশনশিপের এই যুগে সত্যিই ভুলতে বসেছিলাম পৃথিবীর সবচেয়ে সহজ কবিতা হলো ভালোবাসা।

ভালোবাসা হলো লিকার কড়া হতে হতে তিতকুটে হয়ে যাওয়া চায়ের মতোন, কিন্তু ওটা মুখে দিলে আপনি রাত তিনটার গভীরে অজস্র শিউলি ছড়ানো বড় রাস্তার মোড়ে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে টঙের দোকানে বসে হেডফোনে এলভিস প্রিসলি শোনার তৃপ্তি পাবেন।

ভালোবাসা হলুদের দাগ পড়া, ইস্ত্রি ভাঙা ঘাম জড়ানো শার্টের মতো, তবু যেটায় মুখ গুঁজে কাঁদলে আপনি মায়ের চুলের গন্ধ অনুভব করবেন।

বোন...আমি একজন পুরুষ হিসেবে বলছি। ধরুন আমি আপনার just friend,best friend বা এমন কিছু। আপনি আমার উপর দৃঢ় বিশ্বাস রেখে চলা...
03/06/2025

বোন...
আমি একজন পুরুষ হিসেবে বলছি। ধরুন আমি আপনার just friend,best friend বা এমন কিছু। আপনি আমার উপর দৃঢ় বিশ্বাস রেখে চলাফেরা করেন।

কোনো এক যাত্রায় হয়তো আমি আপনার পিঠের বা ঘাড়ের কালো তিল টা দেখে ফেলতে পারি। আর আপনার পিঠের তিল আমার অন্তরে গেঁথে থাকতে পারে আজীবন। হয়তো কোনো একদিন স্ত্রীর সাথে মনোমালিন্যের পর মনে পড়ে যেতে পারে just friend এর সেই পিঠের তিল এর কথা। কিন্তু আমার প্রতি আপনার অগাধ বিশ্বাস। আমি আপনার দিকে বদনজর দিব না।

কথাবার্তার মাঝে আপনার দেওয়া মুচকি হাসি আমার আমাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। চোখ বন্ধ করলেই ভেসে উঠতে পারে আপনার সেই মুচকি হাসি।

কোনো এক আড্ডার আসরে হঠাৎ আপনার বুকের ওড়না সরে গেলে আমার চোখ পড়তে পারে আপনার বক্ষদেশে। আমি হয়তো দেখেও না দেখার ভান করে থাকব। সেটা আপনি বুঝবেনই না। আমি তো ছেলে ভাল। আমি আপনার দিকে খারাপ দৃষ্টি দিব না। এটা আপনার বিশ্বাস। কিন্তু সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে আমার মনে পড়তে পারে আপনার ওড়না সরে যাওয়ার দৃশ্যটা।

একসাথে চলার মাঝে আপনার হাত পা বা মুখমন্ডলের সৌন্দর্য আমার মনে গেঁথে যেতে পারে। আপনাকে বিদায় জানানোর পর আমি দেখে ফেলতে পারি পিছন থেকে আপনার হাঁটার দৃশ্য। আমি একাকী থাকলে বার বার চিন্তায় আসতে পারে আপনার পিছনের দৃশ্যটা।

আমরা পুরুষ জাতি খুব বেশি শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে থাকি। না চাইতেও আপনার সম্পর্কে অনেক চিন্তা চলে আসে। হয়তো আপনার কোনো ক্ষতি করি না। কিন্তু মাঝে মাঝে এসব খন্ডচিত্রগুলো অন্তরে উঁকি দেয়। আর এখান থেকেই কু-প্রবৃত্তির জন্ম হয়। এখন আপনি ঠিক করেন কি করবেন। আমার সাথে মিশে আমার নফস কে আপনার ছবিগুলো উপহার দিবেন নাকি একান্ত প্রয়োজন ছাড়া আমার থেকে দূরে থেকে নিজেকে আমার কল্পনা থেকে নিরাপদ রাখবেন। সিদ্ধান্ত আপনার,

বোন সবশেষে একটি কথা। কখনো কোনো পুরুষ এর উপর অগাধ বিশ্বাস রাখবেন না। বিশেষ করে নন মাহরাম এর উপর। মনে রাখবেন, যেই পুরুষ আপনাকে নীল শাড়ী তে কল্পনা করতে পারে, সেই পুরুষ আপনাকে পোশাক ছাড়াও কল্পনা করতে পারে।

উপরের কথাগুলো বিশ্বাস না হলে মেন'স সাইকোলজি নিয়ে, এই বিষয়ক সার্ভে গুলো নিয়ে স্টাডি করতে পারেন। আপনার কলিজার বন্ধুটিকেও জিজ্ঞেস করতে পারেন (যদি সে সত্যবাদী হয়)

"রবের দিকে ফিরে আসুন তিনিই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন।🤍

01/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

❤️
01/06/2025

❤️

01/06/2025
🙂
01/06/2025

🙂

31/05/2025

আমি বিষ পান করি নি,
কিন্তু কিছু কিছু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি🙂

🙃
31/05/2025

🙃

Address

Uttara

Telephone

+8801625099210

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Me Git2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Me Git2:

Share