29/12/2022
নতুন বছরের জুন নাগাদ যেসকল পরিবর্তন দেখা যাবে দেশের রেলযোগাযোগ ব্যবস্থায়--
আগামী জুন মাসে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত অংশটিতে রেল যোগাযোগ চালু হলে ঢাকা-খুলনা/বেনাপোল/কলকাতার ট্রেনগুলো ফরিদপুর-পদ্মাসেতু হয়ে চলাচল শুরু করবে। এতে বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমলে ঢাকা থেকে চিলাহাটি রুটে আরেকটি নতুন ট্রেন চালু হবে।
পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলের জন্য নতুন ১০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আমদানি করা হচ্ছে যার ১৫টি কোচ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাকিগুলো জুনের মধ্যেই এসে পৌঁছাবে।
আগামী জুন নাগাদ খুলনা-মোংলা রেললাইন চালু হবে। একইসংগে শেষ হবে চিলাহাটি আইকোনিক স্টেশন ভবন নির্মান এবং চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজ। চিলাহাটি থেকে মোংলা পর্যন্ত রেলপথে আগামী জুন মাসের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। মোংলা পোর্ট থেকে ভারত-বাংলাদেশ, নেপাল, ভুটানসহ চারটি দেশই যাত্রী ও মালামাল পরিবহনে চিলাহাটি-মোংলা রেলপথটি ব্যবহার করতে পারবে। একইসাথে চিলাহাটি থেকে মিতালী এক্সপ্রেসে ট্রেনে যাত্রী উঠানামা করার মতো অবকাঠামো চালু হবে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেললাইন চালু হবে জুনের মধ্যে। এ লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
আগামী জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন চালু হবে। তখন সারাদেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে। কক্সবাজারে চলাচলের জন্য টুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচ দ্বারা ট্রেন চালানো হবে। এজন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৪ টি কোচ কেনা হবে যেগুলোর জানালা সুপ্রশস্ত। আগামী এপ্রিল মাসের মধ্যে নির্মানাধীন কক্সবাজার আইকোনিক স্টেশন বিল্ডিং এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
(রেলমন্ত্রীর গত ১ সপ্তাহের বক্তব্যের সারসংক্ষেপ)
© Shafqat Amin bhai