প্রচারেই প্রসার

প্রচারেই প্রসার ﷽ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ﷽

সমন্বয়েকরা সাবধান! চাঁদাবাজি অনেক করে ফেলেছো!😡
28/07/2025

সমন্বয়েকরা সাবধান!
চাঁদাবাজি অনেক করে ফেলেছো!
😡

🔍 কেন দুর্নীতি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা?১. যোগ্যতা নয়, তোষামোদ আর ঘুষে পদপ্রাপ্তিপ্রশাসন, শিক্ষা, চিকিৎসা—সবখানেই ...
25/07/2025

🔍 কেন দুর্নীতি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা?

১. যোগ্যতা নয়, তোষামোদ আর ঘুষে পদপ্রাপ্তি

প্রশাসন, শিক্ষা, চিকিৎসা—সবখানেই এখন মেধার বদলে লবিং, দলীয় পরিচয় ও ঘুষে চাকরি হয়।

ফলে দেশ হারায় দক্ষ জনশক্তি।

২. জাতীয় সম্পদের অপচয়

উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, বারবার টেন্ডার পরিবর্তন, মানহীন কাজ—সবই দুর্নীতির কারণে।

যেমন: ৫০০ টাকার কাজ ৫০০০ টাকা খরচে হয়—আর জনগণই দেয় সেই মূল্য।

৩. বিচারহীনতা

দুর্নীতিবাজরা শাস্তি পায় না বরং পুরস্কৃত হয়।

সাধারণ মানুষ বিশ্বাস হারায় আইনের প্রতি, ফলে ব্যবস্থা ভেঙে পড়ে।

৪. বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত

বিদেশি বিনিয়োগকারীরা ভয় পায়—দুর্নীতিগ্রস্ত দেশ মানে অনিশ্চিত লভ্যাংশ।

এতে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।

৫. সাধারণ মানুষের হতাশা ও মেধা পাচার

মেধাবীরা বিদেশ চলে যায় কারণ তারা দেখে—এই দেশে থেকে সৎভাবে টিকে থাকা কঠিন।

"ব্রেইন ড্রেইন" একটা স্থায়ী ক্ষতি।

২৪ জুলাই: ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ রাখা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার শুরু হয় ...
24/07/2025

২৪ জুলাই: ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ রাখা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার শুরু হয়
আমাদের কাছে সব রেকর্ডই আছে। হাসিনার ফিরে আসার দিন শেষ।

#বাংলা_ব্লকেড #কোটা_সংস্কার #জুলাই_আন্দোলন #২৪জুলাই #আন্দোলনের_শহীদ

24/07/2025

"মাইলস্টোন ট্রাজেডি: উত্তরায় বিমান দুর্ঘটনা"

যেটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি জাতির নিরাপত্তা ব্যবস্থার, প্রস্তুতির, এবং মানবিকতার এক অপ্রস্তুত মাইলফলক হয়ে রয়ে গেছে।📍 মাইলস্টোন ট্রাজেডি: উত্তরায় বিমান দুর্ঘটনা
২০২৫ সালের জুলাই মাস। উত্তরা—ঢাকার প্রাণকেন্দ্র—হঠাৎই স্তব্ধ হয়ে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায়।
একটি প্রশিক্ষণ বিমান, যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জনবহুল এলাকায় আছড়ে পড়ে। মুহূর্তেই আগুন, ধোঁয়া, আতঙ্ক আর কান্নার শব্দে কেঁপে উঠল আকাশ-বাতাস।

🎯 কেন এটিকে মাইলস্টোন ট্রাজেডি বলা হচ্ছে?
কারণ এই দুর্ঘটনা শুধু কয়েকজন যাত্রী বা পাইলটের মৃত্যু নয়—
এটি প্রমাণ করে দিয়েছে যে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার অনেক দিক এখনও ভয়াবহভাবে ঝুঁকিপূর্ণ।
এটি ছিল এমন এক ঘটনা যা পুরো জাতিকে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

এটি একটি কালো দিন, যা ভুলে যাওয়া সম্ভব নয়।

🧒 "স্যার, আমাকে বাঁচান" — শিশুর আর্তনাদ
দুর্ঘটনার সময় পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, আহত এক শিশু বারবার বলছে,
"স্যার, আমাকে বাঁচান..."
এই একটি কণ্ঠস্বর যেন পুরো ট্রাজেডির প্রতিচ্ছবি।
এই আর্তনাদ শুধু একজন শিশুর নয়—এটি ছিল পুরো দেশের অসহায় চিৎকার।

🚨 তৎকালীন উদ্ধার তৎপরতা ও ব্যর্থতা
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলেও—
অনেকেই অভিযোগ করেছেন,
উদ্ধারে সমন্বয়হীনতা ও ধীরগতি ছিল মৃত্যুর সংখ্যাকে বাড়িয়ে দেয়ার অন্যতম কারণ।
বিশেষজ্ঞরা বলছেন—
যদি দ্রুত ব্যবস্থা নেয়া যেত, অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতো।

🔍 পাঠ ও ভবিষ্যৎ প্রস্তুতি
এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—
আমরা কতটা অপ্রস্তুত,
বিশেষ করে জনবহুল এলাকায় বিমান চলাচল বা প্রশিক্ষণের বিষয়ে।

🕯️ আমরা কি শুধুই শোক করব, নাকি পরিবর্তনও আনব?
এই ট্রাজেডি একটি মাইলফলক—
যেটি হয়তো হাজারো পরিবারে শোক এনেছে,
কিন্তু আমাদের উচিত, এটিকে শিক্ষা হিসেবে নেওয়া।

👉 আমরা যেন আরেকটি "মাইলস্টোন ট্রাজেডি" না দেখি।
👉 নিরাপত্তা, জরুরি সাড়া, এবং পরিকল্পনা নিয়ে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে।

#মাইলস্টোন_ট্রাজেডি #উত্তরা_বিমান_দুর্ঘটনা #স্যার_আমাকে_বাঁচান #ঢাকা_ট্রাজেডি

আহারে মাসুম বাচ্চাগুলো! না জানি কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে।🥸😢
22/07/2025

আহারে মাসুম বাচ্চাগুলো! না জানি কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে।🥸😢

Uttar Biman crash  #বিমান
21/07/2025

Uttar Biman crash

#বিমান

21/07/2025

🔴 জরুরি রক্তের প্রয়োজন!

আজ উত্তরায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহত অনেক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিভিন্ন গ্রুপের রক্ত প্রয়োজন।

🩸 যে কোনো রক্তদাতা ভাই ও বোনদের প্রতি অনুরোধ – দয়া করে এগিয়ে আসুন।

🏥 আহতরা ভর্তি রয়েছেন:

উত্তরা আধুনিক হাসপাতাল

লুবানা জেনারেল হাসপাতাল

ক্রিসেন্ট হাসপাতাল

জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

🙏 দয়া করে নিজে আসুন, বা শেয়ার করে রক্তদাতাদের খুঁজে পেতে সাহায্য করুন।
রক্তদান জীবন বাঁচায় – আজ আপনার সাহায্যই কারও নতুন জীবন হতে পারে।
🤲 আল্লাহ আহতদের সুস্থতা দিন, আর আমাদের হেফাজত করুন।

21/07/2025

উত্তরায় বিমান বিদ্ধস্ত।

21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজের উপরে বিমান বিধ্বস্ত হয়েছে আপনারা যারা আছেন রক্ত দেওয়ার জন্য উত্তরা আধুনিক মেডিকেলে চলে আসুন

২৪ এ আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম। কিন্তু আমরা চিল্লাইতেছি না।
20/07/2025

২৪ এ আমরা জীবন বাজি রেখে মাঠে ছিলাম। কিন্তু আমরা চিল্লাইতেছি না।

19/07/2025

অসুস্থ হয়ে পড়লেন জামাতের আমীর

#ডা_শফিকুর_রহমান #জামায়াত #অসুস্থ

নিজেদের ঠেলাঠেলিতে সুবিধা নিচ্ছে তৃতীয় পক্ষ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাত 😝
19/07/2025

নিজেদের ঠেলাঠেলিতে সুবিধা নিচ্ছে তৃতীয় পক্ষ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাত 😝

Address

Dhaka

Telephone

+8801779448261

Website

https://rashid1994.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when প্রচারেই প্রসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রচারেই প্রসার:

Share