10/07/2025
__ভালোই হয়েছে, তোমাকে আমি পাইনি।
তোমাকে পেলে আমার অহংকার বেড়ে যেতো।
মানুষের কাছে তোমাকে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম।
ভালোই হয়েছে, আমি তোমাকে পাইনি।
তোমাকে পেলে কষ্ট কী, বুঝতাম না।
তোমাকে পেলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হতো বলেই মনে হয় না।
কষ্টের সাথী পাওয়া যায় না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া যায় না—তোমাকে পেলে...!
ভালোই হয়েছে, তুমি আমার হওনি।
তুমি আমার হলে তোমাকে নিয়েই অনেক কিছু ভাবতে হতো।
ভাবতে হতো, কী করলে তোমাকে আগলে রাখতে পারি,
কী করলে তোমাকে সুখে রাখতে পারি...!
তুমি আমার না হয়ে ভালোই করেছো।
এখন আর নিয়ম করে কাউকে ভালোবাসি কথাটা আমাকে বলা লাগবে না।
কাউকে নিয়ে আর অতটা চিন্তাও করা লাগবে না।
ভালোই হয়েছে, তুমি অন্য কারো হয়েছো।
তুমি যদি আমারই হতে, ভালোবাসা যে এতটা নিঃস্ব করে দেয়, সেটা আমি কখনোই বুঝতাম না।
বুঝতাম না—মানুষ এমন করেও পরিবর্তন হতে পারে।
তুমি যদি এখনো আমায় ভালোবাসো,
তাহলে নিজের শরীরের খুব যত্ন নিও।
তখন আর চোখের নিচে কালো দাগ দেখতে পেতাম না,
কারো কথা ভাবতে ভাবতে কিভাবে রাত জাগতে হয়, তাও জানতাম না—জাগতেও না।
ভালোই হয়েছে, তুমি আমার হওনি।
তুমি আমার হলে প্রতিদিন তোমার সাথে গল্প করতে ইচ্ছা করত,
খুব ভালোবাসতে ইচ্ছা করত তোমাকে,
তোমার বুকে মাথা রেখে ঘুমাতে খুব ইচ্ছা করত আমার।
ভালোই হয়েছে, তুমি অন্য কারো 😅💔
--
Fs- Creation প্রিয়তমা অবহেলা彡 শূন্যতা