Fs- Creation

Fs- Creation _আমি যাকে ভালোবেসে ছিলাম সে ছাড়া পৃথিবীর সবাই আমায় ভালোবেসে ছিল 💔

10/07/2025

__ভালোই হয়েছে, তোমাকে আমি পাইনি।
তোমাকে পেলে আমার অহংকার বেড়ে যেতো।
মানুষের কাছে তোমাকে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম।
ভালোই হয়েছে, আমি তোমাকে পাইনি।
তোমাকে পেলে কষ্ট কী, বুঝতাম না।
তোমাকে পেলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হতো বলেই মনে হয় না।
কষ্টের সাথী পাওয়া যায় না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া যায় না—তোমাকে পেলে...!
ভালোই হয়েছে, তুমি আমার হওনি।
তুমি আমার হলে তোমাকে নিয়েই অনেক কিছু ভাবতে হতো।
ভাবতে হতো, কী করলে তোমাকে আগলে রাখতে পারি,
কী করলে তোমাকে সুখে রাখতে পারি...!
তুমি আমার না হয়ে ভালোই করেছো।
এখন আর নিয়ম করে কাউকে ভালোবাসি কথাটা আমাকে বলা লাগবে না।
কাউকে নিয়ে আর অতটা চিন্তাও করা লাগবে না।
ভালোই হয়েছে, তুমি অন্য কারো হয়েছো।
তুমি যদি আমারই হতে, ভালোবাসা যে এতটা নিঃস্ব করে দেয়, সেটা আমি কখনোই বুঝতাম না।
বুঝতাম না—মানুষ এমন করেও পরিবর্তন হতে পারে।
তুমি যদি এখনো আমায় ভালোবাসো,
তাহলে নিজের শরীরের খুব যত্ন নিও।
তখন আর চোখের নিচে কালো দাগ দেখতে পেতাম না,
কারো কথা ভাবতে ভাবতে কিভাবে রাত জাগতে হয়, তাও জানতাম না—জাগতেও না।
ভালোই হয়েছে, তুমি আমার হওনি।
তুমি আমার হলে প্রতিদিন তোমার সাথে গল্প করতে ইচ্ছা করত,
খুব ভালোবাসতে ইচ্ছা করত তোমাকে,
তোমার বুকে মাথা রেখে ঘুমাতে খুব ইচ্ছা করত আমার।
ভালোই হয়েছে, তুমি অন্য কারো 😅💔
--

Fs- Creation প্রিয়তমা অবহেলা彡 শূন্যতা

04/07/2025

আমি বদ*দোয়া দিবো না,
যদি মনে করেন আপনি আমার সাথে “ঠিক”করেছেন, তাহলে এমন অনেক “ঠিক” যেনো আপনার সাথেও হয়।

Fs- Creation প্রিয়তমা অবহেলা彡 শূন্যতা

ছবির আপুটি ৩৩তম বিসিএস ক্যাডার,,পাশে বসা ভাইটি পারেননি স্কুলের গন্ডিটা পাড় করতে,,বোনটি  এসএসসি পাশ করার আগেই ভাইটির সাথে...
18/06/2025

ছবির আপুটি ৩৩তম বিসিএস ক্যাডার,,পাশে বসা ভাইটি পারেননি স্কুলের গন্ডিটা পাড় করতে,,বোনটি এসএসসি পাশ করার আগেই ভাইটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন,,সেই থেকে ভাইটি তার পড়ালেখার দায়িত্ব নেন,,পাড়াপড়শির সমালোচনা তো আছেই,,বউকে পড়ায় কেন!!অন্য ছেলের সাথে চলে যাবে!!স্কুল কলেজের গন্ডি পেড়িয়ে ভর্তি হোন ঢাবিতে,,,এরপর প্রাইমারিতে সহকারীতে চাকরি পায়,,তারপর প্রাইমারী প্রধান শিক্ষক,,অবশেষে সপ্নের সোনার হরিন "বিসিএস",,,বর্তমানে একটা সরকারী কলেজে কর্মরত,,,
# এই যে এতো সংগ্রাম,,সফলতা,,সব প্রকৃত ভালোবাসা ও দুজনের বিশ্বাসের ফলাফল,,সমাজের চলিত রীতিকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো,সৎ ইচ্ছা আর উওম চরিএবানরা কখনো তাদের ছন্দ হারায় না❤

courtesy: rj কেব্রিয়া

Fs- Creation প্রিয়তমা অবহেলা彡 শূন্যতা

18/06/2025

প্রিয় মায়াবতী, একটু সময় করে একা বসে একটু ভেবে দেইখো, কি কারনে ছেড়ে গেলে আমাকে,
কারন টা ছিলো অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়েছিলে , তোমার ভালো লেগেছিলো অন্য কাউকে,
হয়তো সে আমার থেকে অনেক ভালো,

চলে গেলে কই আমি তো তোমারে রেখে অন্য কারো কথা কোনো দিন ভাবি নাই,

কি ভালোবেসেছিলে নাকি কখনো ভালোবাসোই নাই এত তাড়াতাড়ি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে গেলে, নাকি আগে থেকেই সম্পর্কে ছিলে,

যানো আমি নিজেকে অনেক অপরাধী ভাবি,
তোমাকে ধরে রাখতে পারিনি সেজন্য
তোমাকে ধরে রাখতে হবে কেনো,
তোমার তো সারা জীবন থাকার কথা ছিলো,

কই আমি তো তোমাকেই ভালোবেসে রয়ে গেলাম।

Fs- Creation

তুমি শুধুই আমার ❤️
18/06/2025

তুমি শুধুই আমার ❤️

Address

Uttara

Telephone

+8801331130213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fs- Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fs- Creation:

Share