শাহাদাত হোসাইন পাভেল

শাহাদাত হোসাইন পাভেল I am A simple boy But very emotional... ���
it's my life my rules and it's my attitude... ����
soooo don't finger in my life...���

15/09/2024

আমাদের হোস্টেলের সদস্য সংখ্যা ৩২ । শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হলো, বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পদ সিস্টেমে দখল নিলেন । পদটা তো আর মাগনা না, বেতন আছে,আলাদা রুম আছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধা ।

মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয়, সেই অনুপাতে বাজার সদাই করা হয়, ইন্টারনেট বিল , বিদ্যুৎ বিল,বাবুর্চি বিল প্রভৃতি দেয়া হয়। ওমা কিছু দিন পর দেখি ম্যানেজার বলা শুরু করছে, আমি তোমাদের খাওয়াই, দাওয়াই। বেশী তেরি মেরি করলে খাওন বন্ধ করে দিবো, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিবো। যাই হোক শেষ মেশ বিক্ষুব্ধ হোস্টেলের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়েই পালালো।

সবাই মিলে শলাপরামর্শ করে নতুন একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিলেন। নতুন তত্ত্বাবধায়ক হোস্টেলের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে জানলেন, দোকানদারের কাছে আগে ম্যানেজারের লাখ লাখ টাকা বাকী। তারা নতুন করে সদাই দিবেন না। পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো হোস্টেলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য। বিদ্যুতের লোকজন জানালো, আগের অনেক বিল বকেয়া। সেসব শোধ না করলে বিদ্যুৎ মিলবে না৷ হোস্টেলের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা পেটে অন্ধকার জীবন যাপন করছেন। ওদিকে ঘুটঘুটে অন্ধকার থেকে সাবেক ম্যানেজারের চ্যালা চামুণ্ডা এই বলে, হুঁক্কা হুয়ো রব তুলছে " আগেই ভালো ছিলাম,বলছিলাম না, উনার কোন বিকল্প নাই "
ব্যক্তি জীবনে কারো কাহিনির সাথে মিলে গেলে আমি দায়ী নয়,বিষয়টা কাল্পনিক 😀😀

07/09/2023

বৃষ্টি আর হবে না মনে হয়।

Address

Uttara

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহাদাত হোসাইন পাভেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহাদাত হোসাইন পাভেল:

Share

Category