SAFIA Bootic

SAFIA Bootic সরাসরি পাকিস্তান থেকে ইমপোর্ট করা ড্রেস,আমরা নিজেরা ইমপোর্ট করে থাকি আপনাদের জন্য।

‎২০ সেকেন্ডের একটি ভিডিও দেখেছেন প্রায় ১৬ মিলিয়নেরও অধিক মানুষ। নিজেরও জানা ছিল না যে ভিডিওটি কখন কে ধারন করেছে । তবে আপ...
16/09/2025

‎২০ সেকেন্ডের একটি ভিডিও দেখেছেন প্রায় ১৬ মিলিয়নেরও অধিক মানুষ। নিজেরও জানা ছিল না যে ভিডিওটি কখন কে ধারন করেছে । তবে আপনাদের মত আমারও ভিডিওটি চোখে পরেছে। যেখানে ছিল আমার একটি কান্নার মুহূর্ত ।

‎সত্যি বলতে আপনাদের দোয়ায় জীবনে অনেক অপারেশন করেছি কিন্তু এমন ঘটনা কোনোদিনও ঘটেনি। যে ঘটনাটিকে আপনারা আমার জীবনে স্মরণীয় করে দিয়েছেন। যে রোগীটিকে আপনারা দেখেছেন, অপারেশনটি সেই রোগীর ছিল না। যে রোগীটি ছিল তার নাম আবুল কাসেম, যিনি বিশাল বড় একটি থাইরয়েড টিউমার নিয়ে আমার চেম্বারে আসেন। জানলাম তার কষ্টের কথা, ৬৫ বছর বয়সে ৪৫টি বছর এই টিউমার নিয়ে কষ্টে কেটেছে তার দিন। শেষ বেলায় এসে কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আমার কাছে আসেন। নির্ঘুম হয়ে গিয়েছিল রাত, কষ্টের যেন শেষ ছিল না।

‎তার এই কষ্টের কথা গুলো শুনে খুব খারাপ লাগলো। তাই তার সম্মতিতে, সকলের দোয়ায় ও জীবনের ঝুঁকি নিয়ে এবং বড় একটি টিম নিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদে তার অপারেশনটি সম্পন্ন করলাম। আমি কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করেছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তার কাছে। যিনি আমার মাধ্যমে এত বড় একটি অপারেশন সফল করেছেন।

‎৭ সন্তানের বাবা আবুল কাসেম, বাবার অপারেশনের কথা শুনে বিদেশ থেকে ছুটে আসেন অনেকেই। তারা যখন আমার মুখে শুনলেন অপারেশন সাকসেসফুল ঠিক তখনিই সবাই বুক ফাটা কান্নায় আনন্দে আত্মহারা হয়ে সেজদায় পরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলেন। তাদের এই দৃশ্য দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মনে পড়ে যায় আমার বাবার কথা। আমিও ভালবাসি আমার বাবাকে। তিন মাস হলো বাবা আমাকে ছেড়ে চলে গেছে পরপারে। একটা বারের জন্যও ভুলতে পারিনি বাবাকে। মনে হলো বাবা ওপর থেকে আমার অপারেশন করাটা দেখছিল। তাইতো আমার আনন্দের বহিঃপ্রকাশটা যেন কান্নার মাঝেই ফুটে উঠেছিল।

‎সত্যিই এতবড় একটি অপারেশন আমার জীবনে স্মরণীয় দিন হয়ে থাকবে। কি কি চ্যালেঞ্জ নিতে হয়েছিল, অপারেশনটি কিভাবে সম্পন্ন হলো পুরো ঘটনা নিয়ে একটি ভিডিও তৈরী করেছি। ভিডিওটি দেখবেন আমাগীকাল সকাল ১০ টায়। একটাই উদ্দেশ্য রোগব্যাধি সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সচেতন হবেন। ধন্যবাদ সবাইকে।

13/02/2025

শেখ মুজিব নিপাত যাক ✊✊
Dr. Asif Nazrul Nurul Haque Nur HASINA FAMILY GROUP

20/09/2024
তোমাদের জন্য ধিক্কার,লা'নত ও অভিশাপ! তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস! পুরো মানবজাতীর হত্যাপরাধ তোমাদের ডানকাঁধে! তোমরা আ...
19/09/2024

তোমাদের জন্য ধিক্কার,লা'নত ও অভিশাপ! তোমাদের জন্মদাতাদের প্রতি আফসোস! পুরো মানবজাতীর হত্যাপরাধ তোমাদের ডানকাঁধে! তোমরা আমাদের জাতীয় কলংক! ইনশাআল্লাহ একদিন উমারের শাসনে তোমাদের পবিত্র করা হবে! কারণ তোমরা সমাজের ক্যান্সার!

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

কিয়ামাতের অন্যতম নিদর্শন হচ্ছে (মাক্বতুল) নিহত ব্যক্তি জানবেনা কেন তাকে হত্যা করা হচ্ছে! আর কাতেল (খুনি) জানবে না কেনই বা সে হত্যা করছে!

আজ যদি শারিয়া আইন ও কিসাস প্রতিষ্ঠিত থাকতো তবে ওয়াল্লাহি এই প্যারালাইজড সোসাইটি আবারও প্রাণ ফিরে পেত। অপেক্ষার অবসান ঘটুক! আমিন।

১৬ রবিউল আওয়াল, ১৪৪৬ হিজরি।

17/09/2024
নাপা সিরাপ পানে দুই শিশু সহোদরের মৃত্যুঅভাবে সন্তানদের ডাক্তার দেখাতে পারেন নি মা---------------------------------------...
29/08/2024

নাপা সিরাপ পানে দুই শিশু সহোদরের মৃত্যু
অভাবে সন্তানদের ডাক্তার দেখাতে পারেন নি মা
---------------------------------------------------
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন ও লিমা বেগম দম্পতির প্রথম সন্তান জন্মের তিনদিনের মাথায় মারা যায়। সেই সন্তানকে হারানোর বেদনা ভুলিয়ে রেখেছিল পরবর্তী দুই সন্তান ইয়াছিন খান, ৭, ও মোরসালিন খান, ৫, কিন্তু তাদেরও শেষ রক্ষা হলো না। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে এখন পাগলপ্রায় এই দম্পতি।

ওই সময়ে বেক্সিমকো গ্রুপ তাদের কোম্পানির বদনাম হবে
এ জন্য,গরিব ইটভাটার শ্রমিক বাবা এবং অসহায় মা কে,
ফাঁসিয়েছিল। পরবর্তীতে দেখা যায় ওই নাপা সিরাপ এই সমস্যা পাওয়া গিয়েছিল। কিন্তু ক্ষমতার দাপটে সালমান এফ রহমান,বাচ্চাটির মাকেই দোষী সাব্যস্ত করে। এবং মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পুড়ে দেয়। সন্তানের হত্যাকারী মানায় একজন মাকে। আজকে কোথায় সালমান এফ রহমান কোথায় তার অবস্থান। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না আস্তে আস্তে সবই বের হবে ।

Address

Uttara, Dhaka
Uttarati
1230

Telephone

+8801327404724

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAFIA Bootic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAFIA Bootic:

Share

Category