Farabi Hasan

Farabi Hasan আমাদের পেইজটিতে ঘুরে আসার আমন্ত্রণ রইলো.?

- আমার বেলায় সবকিছু কঠিন!'💔😌
21/04/2025

- আমার বেলায় সবকিছু কঠিন!'💔😌

16/03/2025

একা থাকো,
কিন্তু মাঝে মাঝে তার সাথে দেখা করো,
যে তোমাকে একা হতে দিতে চায় না

কেউ মরে গিয়ে বাঁচেকেউ থাকে জীবন্মৃত - সব কথা বলা হয়ে গেছে; আসমানে জমাকৃত!
13/03/2025

কেউ মরে গিয়ে বাঁচে
কেউ থাকে জীবন্মৃত -
সব কথা বলা হয়ে গেছে;
আসমানে জমাকৃত!

25/02/2025

খুব দূরের মানুষ থেকে মানুষ পালায় না। মানুষ পালিয়ে বেড়ায় খুব কাছের মানুষদের কাছ থেকে।
দূরের মানুষ থেকে আর কতো দূরে যাওয়া যায়, দূরে যাওয়া যায় শুধু কাছের মানুষ থেকে।

11/01/2025

আমাদের শেষ অস্তিত্বে তুমি-আমি
তবুও দেখা হবে, আশা-হতাশা এবং মৃত্যুর পরে..

09/01/2025

এইযে দিন যায়, রাত আসে
মুছে আলো; নীল রং, তারা হাসে,
গত হওয়া দিন– ধূসর মলিন
ঝাপসা চোখে স্মৃতিরা ভাসে।

আপনার কি মনে পড়ে না?
আপনার কি মন পোড়ে না?

29/12/2024

ফিরিঙ্গি যুবকের মতো
শরীরে বইছে উচ্চবিত্ত রক্ত।
নেহায়েত খেতে হয় বলে
কাজের জন্য ছুটি।
নাহলে কবেই দরদাম করে
একটা কিডনি বেঁচে দিয়ে
ঘুরে আসতাম আস্ত পৃথিবী।
আমাকে ভালো রাখার
ট্রানকুইলাইজার আমি নিজে।
কোন উন্মথিত উতলা আবেগ
আমাকে আর স্পর্শ করে না।
আমি মৃত্যুর মৌতাত নিয়ে
হেঁটে চলি আদিম অ্যাক্রোপলিস।
কপালের কপিকল
পাল্টে দিয়েছি আজকাল।
ইদানিং শীতের রাতেও
বাহারি বেদনারা
চিয়ার্স করছে জম্পেশ।

04/11/2024

তোমাকে আমি ঠিক কবে সম্পূর্ণ ভূলে যেতে পারবো বলতে পারো?
যদি সেই তারিখ আর সময়টা আমি জানতে পারতাম তাহলে আমি এই প্রচণ্ড মাথাব্যাথা নিয়ে তোমায় না লিখে একটা সত্য কিংবা মিথ্যা টাইমমেশিন দিয়ে সেই সময়টাতে চলে যেতাম;
সত্যি করে বলতো তোমাকে ভূলতে হলে কি করতে হবে?
চন্দ্রালোতে নোনাজলে ভেসে হারিয়ে যেতে হবে?
নাকি জলন্ত আগুনে হৃদয় পুড়িয়ে ছাই করতে হবে?
সত্যি বলছি তোমায় ভূলতে না পারার ওই দীর্ঘতম অ'সুখটা বেড়েই চলেছে!

25/10/2024

আজ অনেক দিন হইলো তুমি নাই,
ঠিক তা না তুমি আছো, তয় আমার হইয়া নাই।

তুমিতো কোনোদিনও জানবা না - তোমার অভাবে আমার বুকের পাঁজরখানা কদ্দুর পুড়ে।
প্রত্তেকদিন ভোর হয় পাখিরা ডাকে, আমি উডি না;
আমার অভ্যাস হয়ে গেছে তোমার ডাকে উডার।

রাইত হয় আমি ঘুমাই না- তোমার লগে রাইত জাগার অভ্যাস আমারে ঘুমাতে দেয় না।
কেমন কইরা এতো গভীর রাইত নির্ঘুম ভাবে কাডে তুমি জানবা না।

তুমি জানবা না আমার বালিশ কেন প্রত্তিকদিন শুগাইতে দেওন লাগে।
কতশত দীর্ঘশ্বাস ফালাইয়া দিন যায়- আকাশের মুহে চাইয়া থাহি পাখিদের ঘরে ফেরা দেহি।

তহন আমি কি ভাবি,
তুমিতো কোনোদিনও জানবা না, কোনোদিনও না।

24/10/2024

যতটুকু যন্ত্রনা পেয়ে যন্ত্র হওয়া যায়,
ততটা যন্ত্রনায় আমি হয়েছি অসহায়!

11/10/2024

তুমি ছেড়ে যাও, কই? দুঃখ তো ছাড়ে না। দুঃখ কী তোমার চেয়েও আপন?

10/10/2024

চারিদিকে কেবল রহস্য আর রহস্য!
একেক জনের একেক গল্প, বিষাদময় অব্যক্ত কতো হাজার কথা, লুকিয়ে রাখা অনুভূতি এবং বোবা কান্না! কি সুন্দর দেখতে জীবিত প্রাণ গুলো শারীরিক ভাবে সুস্থ -এদিক সেদিক ছুটে চলছে উড়নচণ্ডীর মতো অথচ তাদের মাঝে বেশ অর্ধেকই মস্তিষ্কের দিক হতে কঠিন অসুখে আক্রান্ত আর বাকিরা মৃত।💔🙂😑

Address

Uttarati
1230

Telephone

+8801738893936

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farabi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farabi Hasan:

Share

Category