Akhi's Tiny World

  • Home
  • Akhi's Tiny World

Akhi's Tiny World YOUR BEAUTY IS OUR DUTY�

কেউ কারো স্বপ্ন পূরণের জন্যনিজের জীবন, নিজের স্বপ্নকে বিসর্জন দেয়—ঘুমহীন রাত, ক্লান্ত দিনের ভেতরেও একটুখানি হাসির আশায়নি...
07/08/2025

কেউ কারো স্বপ্ন পূরণের জন্য
নিজের জীবন, নিজের স্বপ্নকে বিসর্জন দেয়—
ঘুমহীন রাত, ক্লান্ত দিনের ভেতরেও একটুখানি হাসির আশায়
নিজেকে বিলিয়ে দেয় নিঃশব্দে।

আর কেউ, নিজের স্বপ্ন পূরণ করে
অন্যের ঘামে ভেজা টাকায়,
যেখানে মুল্য নেই ত্যাগের,
শুধু আছে ভোগ আর অহংকার।

পুরুষ মানুষ সত্যিই বড় অদ্ভুত…
তারা চায় না কিছুই—
না স্বীকৃতি, না বাহবা।
শুধু একটাই অভিযোগ তাদের—
“ভালোবাসার মানুষটা কেন তাকে বুঝলো না?”

পুরুষের প্রশংসা হয় তখনই,
যখন সে রক্ত-ঘামে টাকা গড়ে,
জীবনের পাহাড়ে উঠতে থাকে হাঁপাতে হাঁপাতে।
আর যাদের জন্য সে উঠে,
তারাই কেবল তখন গর্ব করে বলে —
“সে আমার!”

𝗙𝗿𝗲𝗲 𝗔𝗱𝗼𝗽𝘁𝗶𝗼𝗻👁️‍🗨️👁️‍🗨️Female persian Age 2 month আর্জেন্ট এডপশন দেয়া হবে,আগ্রহীরা Comment করবেন,ইনবক্সে ডিটেইল পিক ভিডি...
17/07/2025

𝗙𝗿𝗲𝗲 𝗔𝗱𝗼𝗽𝘁𝗶𝗼𝗻👁️‍🗨️👁️‍🗨️
Female persian
Age 2 month
আর্জেন্ট এডপশন দেয়া হবে,আগ্রহীরা Comment করবেন,ইনবক্সে ডিটেইল পিক ভিডিও দেয়া হবে

🅲🅾🅽🅳🅸🆃🅸🅾🅽

1. 🕒 যখন বলবো, তখন আপডেট দিতে হবে
2. 📹 প্রয়োজনে ভিডিও কলে বিড়াল দেখাতে হবে
4. 🏠 একবার নেওয়ার পর অন্য কোথাও অ্যাডপশন/ট্রান্সফার দেওয়া যাবে না
5. ❌ বিড়ালকে বি*ক্রি/হারিয়ে গেছে বলে ফাঁকি দেওয়া যাবে না.
6. 🧱 বাসা বিড়াল-প্রুফ (cat-proof) হতে হবে ,যেন আমার বিড়াল নিরাপদ থাকে
7. 🐱 Persian বিড়াল পালার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
8. 📍ঢাকার হলে অগ্রাধিকার পাবে

Jehetu free Cat , kau kindly taka offer korben nah .

10/07/2025

নির্জন রাস্তায় হৃদয় হাঁটে ধীরে,
টুপটাপ শব্দে বাজে মন ও পিরে।
এই শহর জানে কতো না গল্প,
বৃষ্টির ফোঁটায় লুকানো সব অর্থ।

゚viralシfypシ゚viralシ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi's Tiny World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share