07/08/2025
কেউ কারো স্বপ্ন পূরণের জন্য
নিজের জীবন, নিজের স্বপ্নকে বিসর্জন দেয়—
ঘুমহীন রাত, ক্লান্ত দিনের ভেতরেও একটুখানি হাসির আশায়
নিজেকে বিলিয়ে দেয় নিঃশব্দে।
আর কেউ, নিজের স্বপ্ন পূরণ করে
অন্যের ঘামে ভেজা টাকায়,
যেখানে মুল্য নেই ত্যাগের,
শুধু আছে ভোগ আর অহংকার।
পুরুষ মানুষ সত্যিই বড় অদ্ভুত…
তারা চায় না কিছুই—
না স্বীকৃতি, না বাহবা।
শুধু একটাই অভিযোগ তাদের—
“ভালোবাসার মানুষটা কেন তাকে বুঝলো না?”
পুরুষের প্রশংসা হয় তখনই,
যখন সে রক্ত-ঘামে টাকা গড়ে,
জীবনের পাহাড়ে উঠতে থাকে হাঁপাতে হাঁপাতে।
আর যাদের জন্য সে উঠে,
তারাই কেবল তখন গর্ব করে বলে —
“সে আমার!”