26/10/2024
নিজের ব্যাক্তিত্বকে সুন্দর রাখুন 💙
📍 দেখা হলে আগে সালাম বা শুভেচ্ছা দিন।
📍হাসিমুখে কথা বলুন। মন খারাপ থাকলে মাথা নিচু করে চলে যান।
📍শুনুন বেশি, বলুন কম।
📍তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
📍কোন ভুল হলে বিনয়ের সাথে Sorry বলুন, নিজের কাজে ভুল হলেও নিজেকে সরি বলুন ।
📍অকারণে বেশি হাসবেন না।
📍ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন। বুঝাতে না পারলে, তাহার থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে নিজের পরিবারের কেহ হলে তাকে কিছু সময় পরে পুনুরায় বুঝানোর চেষ্টা করুন।
📍আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন।
📍কোন বিষয়ে তর্কে জড়াবেন না।
📍কারো কাছে নিজেকে বড় প্রমান করার চেষ্টা করবেন না।
📍কারো কাছে অপমান হলে, নিজের ভুল বোঝার চেষ্টা করুন ।
📍রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে, ঘুমানোর চেষ্টা করুন।
📍কেও ভুল করলে তাকে আপনার থেকে ক্ষমা করুন। প্রয়োজনে তাকে এড়িয়ে চলুন।
📍ছোট বড় সবাইকে সন্মান করুন। ভাষা সাবলীল করুন।
📍কথা দিয়ে কথা রাখুন।
📍পারলে খাওয়ান, জোর করে খাবেন না এবং অন্যকে জোর করে খাওয়াবেন না ।
📍চরিত্র সুন্দর রাখুন। প্রয়োজনে ধর্মীয় নীতি ও উপদেশ মেনে চলুন।
📍অহেতুক কারো মেসেঞ্জারে হাই হ্যালো লিখবেন না এবং কল করবেন না, কিছু বলার থাকলে এপ্লিকেশনের মতো করে সম্পূর্ণ একবারে লিখে জানান ।
📍সুন্দর চিন্তা করার চেষ্টা করুন।
📍 ২/১ দিন পর পর প্রতিবেশীর সাথে দেখা করুন তাদের সাথে ভালো প্লান বিনিময় করুন।
📍আপনার এলাকায় কি কি সমস্যা আছে, তাহা চিহ্নিত করুন এবং সমাধানের প্লান নিয়ে আলাপ করুন।
📍একান্ত কোনো কাজ না পেলে প্রতিবেশীর বাচ্চাদের জন্য ফ্রী টিউশনি করান, এলাকার আবর্জনা পরিষ্কার করুন। একদিন আপনার অভাব মুছে যাবে।
(আলোচনায় :- চিরান, চিসিন এবং শিকদার পরিবার)