পাইকারি বাজার

পাইকারি বাজার Welcome to my Facebook, page,Inauguration soon, Paikari Bazar by Online. Thank you

জরুরি ভিত্তিতে ফার্নিশড ফ্ল্যাট সেল করা হবে।  সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করা। বাসার সকল আসবাপত্র সহ।ফ্ল্যাট ১১০০ স্কয়ার ফ...
29/10/2024

জরুরি ভিত্তিতে ফার্নিশড ফ্ল্যাট সেল করা হবে।
সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন করা। বাসার সকল আসবাপত্র সহ।
ফ্ল্যাট ১১০০ স্কয়ার ফিট + পার্কিং। ১২০ স্কয়ার ফিট করে ৩ রুম, ২ টা ওয়াশরুম, ১ টা কিচেন, ১ টা ডাইনিং, ১ টা লিবিং,২ টা বারান্দা। নতুন বিল্ডিং। মাত্র এক বছর ব্যাবহৃত।
স্থান: তেজগাঁও, তেজকুনিপাড়া। ঢাকা
দাম: ১ কোটি ১০ লক্ষ।
যোগাযোগের জন্য হোয়াটস্যাপ নম্বর: 01611-511616 (মাইকেল শিকদার)

26/10/2024

নিজের ব্যাক্তিত্বকে সুন্দর রাখুন 💙
📍 দেখা হলে আগে সালাম বা শুভেচ্ছা দিন।
📍হাসিমুখে কথা বলুন। মন খারাপ থাকলে মাথা নিচু করে চলে যান।
📍শুনুন বেশি, বলুন কম।
📍তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
📍কোন ভুল হলে বিনয়ের সাথে Sorry বলুন, নিজের কাজে ভুল হলেও নিজেকে সরি বলুন ।
📍অকারণে বেশি হাসবেন না।
📍ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন। বুঝাতে না পারলে, তাহার থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে নিজের পরিবারের কেহ হলে তাকে কিছু সময় পরে পুনুরায় বুঝানোর চেষ্টা করুন।
📍আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন।
📍কোন বিষয়ে তর্কে জড়াবেন না।
📍কারো কাছে নিজেকে বড় প্রমান করার চেষ্টা করবেন না।
📍কারো কাছে অপমান হলে, নিজের ভুল বোঝার চেষ্টা করুন ।
📍রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে, ঘুমানোর চেষ্টা করুন।
📍কেও ভুল করলে তাকে আপনার থেকে ক্ষমা করুন। প্রয়োজনে তাকে এড়িয়ে চলুন।
📍ছোট বড় সবাইকে সন্মান করুন। ভাষা সাবলীল করুন।
📍কথা দিয়ে কথা রাখুন।
📍পারলে খাওয়ান, জোর করে খাবেন না এবং অন্যকে জোর করে খাওয়াবেন না ।
📍চরিত্র সুন্দর রাখুন। প্রয়োজনে ধর্মীয় নীতি ও উপদেশ মেনে চলুন।
📍অহেতুক কারো মেসেঞ্জারে হাই হ্যালো লিখবেন না এবং কল করবেন না, কিছু বলার থাকলে এপ্লিকেশনের মতো করে সম্পূর্ণ একবারে লিখে জানান ।
📍সুন্দর চিন্তা করার চেষ্টা করুন।
📍 ২/১ দিন পর পর প্রতিবেশীর সাথে দেখা করুন তাদের সাথে ভালো প্লান বিনিময় করুন।
📍আপনার এলাকায় কি কি সমস্যা আছে, তাহা চিহ্নিত করুন এবং সমাধানের প্লান নিয়ে আলাপ করুন।
📍একান্ত কোনো কাজ না পেলে প্রতিবেশীর বাচ্চাদের জন্য ফ্রী টিউশনি করান, এলাকার আবর্জনা পরিষ্কার করুন। একদিন আপনার অভাব মুছে যাবে।
(আলোচনায় :- চিরান, চিসিন এবং শিকদার পরিবার)

22/10/2024

মেসেঞ্জারে কল করলেই তাৎক্ষণিক আনফ্রেন্ড এবং ব্লক করে দিচ্ছি।

11/08/2024

আদিবাসীদের ট্রেডিশনাল ড্রেস দকমানদা বাংলাদেশের কোথায় কোথায় তৈরি করা হয়?
কে কে তৈরি করেন?

Address

House 37, Road 16, Sector 11
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when পাইকারি বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাইকারি বাজার:

Share