28/02/2025
আমাদের কতো প্ল্যান থাকে৷ পছন্দের মানুষ কে পেয়ে গেলে কতোটা ভালোবাসবো, কতোটা ঘুরবো, কতোটা কেয়ার করবো, প্রতিটা সকাল কিভাবে যাবে, প্রতিটা দুপুর,প্রতিটা সন্ধ্যা,প্রতিটা মুহুর্তের হাজারো প্ল্যান থাকে। আমরা শুধু খুব করে ভাবি 'ওকে একবার পেয়ে গেলেই হবে!'
সেই মানুষটা'কে না পেলে আমাদের জীবন থেকে সব প্ল্যান হারিয়ে যায়। আমরা আর কাউকে নিয়ে স্বপ্ন দেখিনা!
একটা দীর্ঘনিঃশ্বাস।💔🌸