AmiOishti

AmiOishti যখন ব্যথা অনুরণিত হয় তখনই সঙ্গীত অনুপ্রেরণা যোগায়।

11/08/2022

মাঝে মাঝে মনে হয় অল্পতে কাতর হওয়া রা ই সুখে থাকে।

"আপনি যত স্ট্রং আপনি আপনজনদের কাছে তত ই অবহেলিত। আপনার কোন জিনিসে তাদের আপনার জন্য মায়াও লাগবে না, তারা জানে পরিস্থিতি যাই হোক যুদ্ধ করে ঠিক ই টিকে যাবেন। তাই মায়া হয় না। মা বাবারও ঐ সন্তানের জন্য মায়া কম যারা কোন সমস্যায় তাদের অনুগ্রহ না চেয়ে, ফ্যাচফ্যাচ করে না কেঁদে বরং নিজেই সমাধান করে ফেলে।

আপনার ভালোবাসার মানুষ ও যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন, কোন কষ্ট অথবা অসুস্থতায় দমে যাচ্ছেন না, যে কোন পরিস্থিতি থেকে বের হয়ে সোজা অফিস, বিজনেস, অথবা সব দায়িত্ব সামলাচ্ছেন তখন সেও ভাববে এ আর এমন কি!!! হয়তো কোন কষ্ট, ব্যাথা কিছুই হয় না।

আপনি নিজেই নিজেকে বানিয়েছেন লৌহ মানব। আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে। না শরীরে, না মনে, না আত্মায়। কোথাও কষ্টের ছিটেফোঁটা ও লাগে না।

বড় বড় পরিস্থিতি ও যখন মুখ বুঝে সয়ে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশের ভয়ে যখন চোখের পানি আটকাবেন অথবা ঝর্নার নিচে দাঁড়িয়ে কাঁদবেন আর বাইরে স্বাভাবিক থাকবেন, সবকিছু ভুলে থাকতে পার্টি করবেন, কেউ সহানুভূতি টুকুও দেখাবে না। মাথায় হাত রাখবে না, দীর্ঘশ্বাস শুনবে না।

কিন্তু যারা ছোটছোট জিনিসেও কেঁদেকেটে ঘর মাথায় তুলবে তাদের সবাই জড়ায়ে ধরবে, আদর করবে, সাহস দিবে, বোঝাবে, খাওয়ায় দিবে। এটাই বাস্তবতা, এটাই সায়েন্স । আপনি যত স্ট্রং হবেন তত ই আপনার প্রতি সহানুভূতি বা ভালবাসা দেখানোর কেউ থাকবে না।

আপনি তখন প্রকৃতির সন্তান। প্রকৃতি ঠিক ই সামলে নিবে।"
©

04/08/2022

ধৈর্য তোর মা রে কইস আমি তোরে ধরসি😂

এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।জীবনটা সিগারেটের ছাই ছোক দিয়ে তাকে উড়াই কি হবে ভেবে আর যে জীবন দম গেলে নাই...…।।P...
01/07/2022

এই আছি এই নাই
হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই
ছোক দিয়ে তাকে উড়াই

কি হবে ভেবে আর
যে জীবন দম গেলে নাই...…।।
Photo Credit Shafi Sakin

Address

Uttarati

Telephone

+8801911280978

Website

Alerts

Be the first to know and let us send you an email when AmiOishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AmiOishti:

Share