Being muslimah

Being muslimah আমার কয়েকটা ইসলামিক পোস্ট দেখে মনে করবেন না আমি খুব দ্বীনদার.পাড়লে আমার জন্য হেদায়াত এর দোয়া করবেন।

08/09/2025

যদি চলে যাও আমার হৃদয়টা দিয়ে যেও../

07/09/2025

নাম নিশ্চয়ই নেইনি..।

গনতন্ত্র হচ্ছে সেই জীবন ব্যবস্থা যা বাহির থেকে সমাধান দেয়। আর শরীয়ত হচ্ছে সেই জীবন ব্যবস্থা যা ভেতর থেকে সমাধান দেয়।কথাঃ...
07/09/2025

গনতন্ত্র হচ্ছে সেই জীবন ব্যবস্থা যা বাহির থেকে সমাধান দেয়। আর শরীয়ত হচ্ছে সেই জীবন ব্যবস্থা যা ভেতর থেকে সমাধান দেয়।

কথাঃ উস্তাযা সাবিকুন্নাহার সারাহ 🖤

নারী হচ্ছে লতাপাতার মতযত বেশি স্নেহ ও যত্ন নিবেন,ততই সে ভালোবেসে জড়িয়ে ধরবে🤍
07/09/2025

নারী হচ্ছে লতাপাতার মত
যত বেশি স্নেহ ও যত্ন নিবেন,ততই সে
ভালোবেসে জড়িয়ে ধরবে🤍

06/09/2025

আল্লাহ্ তায়ালা তাদেরক হেদায়াত দান করুক..।

'বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লি...
05/09/2025

'বিয়ে' তাকদীরে মুবরাম কিন্তু 'কার' সাথে বিয়ে হবে এইটা তাকদীরে মুআল্লাক।

তাকদীরে মুবরাম হলো সেই তাকদীর যা পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে এবং কোনো অবস্থাতেই খণ্ডনীয় নয় অর্থাৎ দুআর উছিলায় পরিবর্তিত হবে না। তাকদীরে মুআল্লাক হলো যে তাকদীর ঝুলন্ত সিদ্ধান্তের মতো থাকে অর্থাৎ দুআ/চেষ্টার উছিলায় পরিবর্তনীয়!

এবার বলি আসল কথা যা আমি বলতে চাইছিলাম,
অনেকে একটা কথা বলে থাকেন জন্ম মৃত্যু বিয়ে লিপিবদ্ধ আছে এর কোনো খণ্ডন হবে না। হ্যাঁ কথা সত্য তবে এখানে বিয়ে লেখা আছে বলতে এমনটা বোঝানো হয় যে 'জীবনসঙ্গী সুনির্ধারিত' কিন্তু মূলত এখানে ব্যাপারটা একটু ভিন্ন।

কারো 'বিয়ে হবে নাকি হবে না' এটা সুনির্ধারিত কিন্তু জীবনসঙ্গী কে হবে তা সুনির্ধারিত নয় বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ঝুলন্ত সিদ্ধান্ত অর্থাৎ আপনি দুআ এবং উত্তমরূপে খোঁজ খবর নিয়ে প্রচেষ্টার দ্বারা একজন মনের মতো জীবনসঙ্গী পেতেও পারেন ইনশাআল্লাহ।

আল্লাহর কাছে প্রকৃত তাকওয়াবান, উত্তম আখলাক এবং চক্ষুশীতলকারী জীবনসঙ্গী চান, সাথে এটাও চাইবেন যেনো আপনি তার জন্য চক্ষুশীতলকারিণী হন। যতই সুন্দর হোক দেখতে, তাকওয়া না থাকলে বাকি সবগুলো ধূলোয় মিশে যায়।

বইঃ বিবাহ_সমাচার
ড.শায়খ আলী তানতাভী

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
05/09/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

একটা আপু লিখেছিলো ..আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি...
03/09/2025

একটা আপু লিখেছিলো ..
আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি ওকে জিঙ্গাসা করলাম তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো!
সবার সামনে কেন করো নাহ! ও বললো নিজের স্ত্রী কে কখনো অন্যের সামনে শাসন করতে হয় নাহ হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার! কারো সামনেই নাহ!
তা যত বড়ই ভুল হোক নাহ কেনো! আমি যদি তোমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শুনাবে! আর যদি আমার পরিবারের সামনে তোমাকে করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ পাবে!

তোমাকে শাসন করার অধিকার শুধু আমার অন্য কারো নাহ!

লেখা : সংগৃহীত

#সীরাহ

02/09/2025

আল্লাহ চাইলে আমার সমস্যাগুলো সমাধান হতে কতক্ষণ..!

কখনো চাইতাম না,,,!😔
02/09/2025

কখনো চাইতাম না,,,!😔

01/09/2025

🗣️: বিয়ে পাগল..!

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Being muslimah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Being muslimah:

Share