15/10/2025                                                                            
                                    
                                                                            
                                            গতকাল এই রিলস টা দেওয়ার ১ ঘন্টা পরও কোনো ভিউ'স শো করতেছিলো না। এমনকি সন্ধ্যা থেকে  রাত ১২ টা পর্যন্ত এমন ছিলো। সকাল ৭ টায় দেখি ১২০০ ভিউ। এরপর ১০ টায় ৫ হাজার এবং আর্নিং ০.০৩  সেন্ট।
♥️আলহামদুলিল্লাহ  এখন  পনেরো  ঘন্টা পর  ৮ হাজার ভিউতে  ০.০৬ সেন্ট।
যদিও এটা তেমন আর্নিং না,তবুও আমার  স্যাটিসফেক্শন হচ্ছে পুরোটাই আমার মনিটাইজেশন থেকে পাওয়া। কন্টেন্ট ৯২% নন-ফলোয়ার দের কাছে পৌঁছে গেছে। 
🚫সুতরাং স্টার সেন্ডার দের লাইভে খেয়ে না খেয়ে পড়ে থাকার থেকে কাজের যোগ্যতায় এগিয়ে যাওয়ায় শান্তি বেশি।হয়তো আমার পে-আউট দেরিতে হবে, নয়তো পাবোই না।সমস্যা নেই।
✅কারো লাইভে গেলে সেটা আড্ডা দেওয়া গল্প করা  বা  নিজের পরিচিতি বাড়ুক সেই চিন্তায় যাই। 
♥️তাই বলে আমি তাদের ছোটো করছি না,তারা যথেষ্ট ধৈর্যের সঙ্গে লাইভ করেন,নিজের টাকা খরচ করে অন্যদের একাউন্ট ভর্তি করেন।
🔻🔻সব শেষে আসল কথা হলো এই সোশ্যাল মিডিয়ায় আসলেই একে অপরের পরিপূরক, সবাই সবার পাশে থেকে চলতে হয়♥️♥️♥️