Akash Islam

Akash Islam This is a personal blog and will feature freely loved moments.

28/08/2025

"হে আল্লাহ!
আমি তোমার ভালোবাসা চাই, যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা চাই এবং এমন আমল (কাজ) চাই যা আমাকে তোমার ভালোবাসার কাছে পৌঁছে দেবে। হে আল্লাহ! তোমার ভালোবাসাকে আমার কাছে আমার নিজের জীবন, আমার পরিবার এবং শীতল পানির চেয়েও অধিক প্রিয় করে দাও।"

(তিরমিযী শরীফ, হাদিস নং- ৩২৩৫)

20/08/2025

আমার প্রতিটা ভাজঁ,প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এ সবাই আমার গল্পের অংশ।
"Perfection' বলে আসলে কিছুই হয় না..!
'I am enough just the way I am'

20/08/2025

"প্রাপ্তির আশায় বিভোর হলে হারানোর ব্যথায় মূর্ছে যেতে হয়" (তারিক জামিল)

19/08/2025

কখনো দেখেছেন গাছের মধ্যে কোনো ঘুমন্ত পাখি নিচে পড়ে মারা গেছে? কখনো দেখেছেন কোনো প্রাণী না খেতে পেয়ে মারা গেছে? পৃথিবীর লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে মানুষই একমাত্র চাকরি করে, বাকি প্রাণীরা কিন্তু কেউ না খেয়ে মরে না। তাহলে মনে কি একবারও প্রশ্ন জাগে না, এতসব প্রাণীর ভবিষ্যৎ পরিকল্পনা কে করে দেয়? কে তাদের খাবার জোগায়? মানুষের নানা রোগের জন্য কত ঔষুধ আছে, ভেকসিন আছে। তাহলে বাকি প্রাণীরা ঔষুধ, ভেকসিন ছাড়াই কিভাবে বেঁচে আছে?

এই প্রশ্নগুলোর গভীরতার মধ্যেই কেউ একজন আছেন। তিনিই মহান সৃষ্টিকর্তা। প্রতিদিন ৫ টা মিনিট আমাদের একবার অন্তত চিন্তার গভীরে ডুবে যাওয়া উচিত। আপনি চয়েজ করে সামর্থ্য অনুযায়ী পৃথিবীর যেকোনো কিছু নিজের করে নিতে পারেন। কিন্তু আপনার বাবা-মা কে হবে এই চয়েজ কি আপনি করেছিলেন? কেন আমি জন্মালাম? আমি জন্মানোর আগে কে আমার বাবা-মা ঠিক করে রেখেছেন? যে গাড়ি এক্সিডেন্ট করে আপনার পাশেরজন মারা গেছে, সেখানে আপনি কিভাবে বেঁচে ফিরলেন? তাহলে কি মানুষের দোয়া কাজ করে?

চিন্তার গভীরে গেলে শুধু একজনকেই খুঁজে পাই- তিনিই মহান সৃষ্টিকর্তা। অথচ আমরা তার প্রার্থনাতে সময় দিতে পারিনা। যিনি সময় সৃষ্টি করেছেন, তাঁকেই আমরা সময় না থাকার অজুহাত দেই।
_____________________
Satyajit Chakraborty
Founder, Bangladesh Career Club
Founder, Legal Rights
Writer, Entrepreneur & Corporate Trainer

12/08/2025

অসুস্থ হয়ে যেদিন মেডিকেলের বেডে শুয়ে থাকবেন, সেদিন দেখবেন রাত জেগে আপনার পাশে বসে থাকা মানুষগুলো কেউ আপনার ফলোয়ার নয়, লাইকার নয়, রিলসের ভিউয়ারও নয়; তারা সবাই আপনার পরিবারের লোকজন যাদের সময় দেয়ার মত সময় আপনার ছিল না। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো সব ফেসবুকের অপরিচিত মানুষকে দিয়ে নষ্ট করবেন না।

ফেসবুকের একটা অদ্ভুত ক্ষমতা আছে। এটা দুনিয়ার সব সমস্যাকে আপনার সমস্যা বানিয়ে দেয়। এখানে যত বেশি সময় দিবেন, ততবেশি আপনি সমস্যাই দেখতে পাবেন।

জীবনে ভালো থাকার ঔষুধগুলো ফার্মেসিতে পাওয়া যায় না। প্রতিদিন ভোরে ৩০ মিনিট হাঁটুন, কিছু ভালো বই পড়ুন, কিছু ভালো মানুষের সাথে মিশুন, প্রার্থনা করুন, চারাগাছের যত্ন নিন, পরিবারের শিশু এবং বৃদ্ধ সদস্যদের সাথে অবুঝ শিশুর মত মিশুন। এগুলোই ভালো থাকার মহৌষধ। এগুলো ফার্মেসিতে থাকে না, নিজের ঘরেই থাকে।
_____________________
Satyajit Chakraborty
Founder, Bangladesh Career Club
Founder, Legal Rights
Writer, Entrepreneur & Corporate Trainer

চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানী করা পর্যন্ত নখ, চুল, শরীর অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকবে। এই হুকুমটি যারা কুরবানি দে...
27/05/2025

চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানী করা পর্যন্ত নখ, চুল, শরীর অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকবে। এই হুকুমটি যারা কুরবানি দেওয়ার নিয়ত রাখে তাদের জন্য।

যারা কুরবানী করার ইচ্ছে পোষণ করছেন, তারা যুলহাজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে হাত পায়ের নখ, মাথার চুল ও অবাঞ্ছিত পশম ইত্যাদি কাটবে না। এ আমলটি সুন্নত (যদি এগুলো না কাটার মেয়াদ ৪০ দিন না হয়ে থাকে)

عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم قال اذا دخلت العشر فأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا من بشره شيئا.

হযরত উম্মে সালমাহ রাযি. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যখন [যুলহাজ্বের প্রথম] ১০ দিনের সূচনা হয়, আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছে করে, সে যেন চুল-নখ ইত্যাদি না কাটে। {সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৪৪৫৪}

والله اعلم بالصواب

Address

Uttarati
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akash Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akash Islam:

Share