গল্পের শহর

গল্পের শহর আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালোই আছেন
আমাদের পেইজে আপনাকে স্বাগতম

08/02/2024

দূরে আরো দূরে হারিয়ে চলো,
মেঘেদের ছায়াতলে,
সুখে আরো সুখে তাঁকিয়ে দেখো,
স্বপ্নেরা ডানামেলে...!

ধর্মান্ধতা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। চিন্তার বিকাশ বাধাগ্রস্ত করে। মানুষ একটা নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে চিন্তা ...
06/02/2024

ধর্মান্ধতা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। চিন্তার বিকাশ বাধাগ্রস্ত করে। মানুষ একটা নির্দিষ্ট সীমানার বাইরে গিয়ে চিন্তা করতে পারে না। আর পারে না বলেই মেঘের সাজে আল্লাহ দেখতে পায়। হাতের পাঁচ আঙ্গুলে আল্লাহ পায়। মরিচের মধ্যে শিবের ত্রিশূল খুঁজে পায়। মেঘের সাজে জিশুকে দেখে পুলকিত হয়। বেগুনের ভেতর বা মাংসের গায়ে আল্লাহ খুঁজে পায়। মানত করে।

আর আমরা যারা মানুষ, আমরা যারা আমাদের মস্তিষ্কের ব্যবহার করতে পেরেছি আমাদের কাছে এগুলো পেরিডোলিয়ার একেকটা নমুনা। ধর্ম মানুষকে চিন্তা করতে দেয় না, চিন্তা করতে শেখায় না। চিন্তা করতে শেখায় না বলেই এরা মানুষ হতে পারে না। আমি গর্বিত যে আশেপাশের হাজারও অমানুষের ভিড়ে মানুষ হতে পেরেছি!

05/02/2024

ক্লাসে ঘুমাইলে পোলাপাইন ছবি তুইলা গ্রুপে ছাইড়া দেয়; ভাইরাল হওয়ার ভয়ে ঘুমাইতেও পারি না।সামন্য ঘুমের স্বাধীনতাহীন দেশে আমরা স্বাধীনতা দিবস পালন করি ৫২ বছর ধরে।ভাবতেই ভালো লাগে।

05/02/2024

ত্যাগ বিনা কিছুই সম্ভব না। শ্বাস নেওয়ার সময়ে ও আগে একটা শ্বাস ছাড়তে হয় 😇

23/03/2023

'Boyfriend' এর নাম্বার 'Battery Low' দিয়ে সেভ করছি..!! কল আসলে যদি মা দেখে, সাথে সাথে মোবাইল চার্জে লাগায়। 🙂

23/03/2023

ওই সিনেমা টার নাম কি যেন"?🙄
দেব গ্রামে যায়, পায়েলের জন্য চাষাবাদ করে, আবার ম'রিচ দিয়ে যে ভাত খায়!"😌

সুন্দর বলতে কিছু হয় না,, আপনি যাকে যতটা ভালোবাসবেন সে ততটাই সুন্দর ❤️.
23/03/2023

সুন্দর বলতে কিছু হয় না,,
আপনি যাকে যতটা ভালোবাসবেন সে ততটাই সুন্দর ❤️.

23/03/2023

আমরা সারাদিন অনেকের সাথেই কথা বলি৷ দিনশেষে ফিল করি আমাদের 'একান্ত ব্যক্তিগত' কোন মানুষ নাই! আমরা কাউকে 'নিজের মানুষ' বলতে দাবি করতে পারিনা! বলতে পারিনা 'এইটা আমার মানুষ! আমার নিজের মানুষ!'

22/03/2023

বয়স কোনো ফ্যাক্ট না
ফ্যাক্ট হচ্ছে আমাদের ম্যান্টালিটির !
কিছু কিছু মানুষ সবসময় নিজেকে ছোট মনে করে।ভাবে আর একটু বয়স হোক

১৫ বছর বয়সেই কেউ কোটি টাকার মালিক আবার ৩০ বছর বয়সেও কেউ বেকার বসে ডিপ্রেশনে ভূগছে তাহলে এর কারন টা কি ?
পার্থক্য শুধু এত টুকুই কেউ অল্প বয়সেই নিজের দ্বায়িত্ব বুজে নিয়েছে এবং সঠিক ভাবে কাজ করে গিয়েছে।
অন্যদিকে যে ব্যাক্তিটা ৩০ বছর বয়সেও বেকার সে হয়তো দ্বায়িত্ব নিতে একটু লেট করেছে।
ভাবছে সময় হলে সব দ্বায়িত্ব একবারে নিবে, এখন পড়াশোনা করার সময় অন্য কোনো চাপ মাথায় নেওয়া যাবে না নিলে পড়াশোনার ক্ষতি হবে। এরকম ভ্রান্ত ধারণা অনেকেরই!
আমি বলবো না, ছাত্র অবস্থায় আপনাকে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে টুকটাক ইনকাম করার অভ্যাস করতে হবে।
শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে থাকলে চলবে না।
সুতরাং সময় থাকতে সচেতন হতে হবে অন্যাথায় বয়স বাড়ার সাথে সাথে বেকারত্বের গ্লানি টানতে হবে।
Freelancing

•কোরআন শরিফের অক্ষরগুলো দেখতে কালো!💖🌸•এর ভিতরে লুকিয়ে আছে হেদায়তের আলো! 😍🌸•আলহামদুলিল্লাহ,🤍
22/03/2023

•কোরআন শরিফের অক্ষরগুলো দেখতে কালো!💖🌸

•এর ভিতরে লুকিয়ে আছে হেদায়তের আলো! 😍🌸

•আলহামদুলিল্লাহ,🤍

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share