PILO7

PILO7 Full-time sleeper, part-time philosopher, and occasional food thief.

31/05/2025

বিড়াল নিয়ে ইসলামিক কথা -

ইসলাম একটি দয়ার ধর্ম, আর এই দয়ার পরশ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, সমস্ত সৃষ্টির ওপরই। হাদীসে উল্লেখ আছে, নবী মুহাম্মদ (সা.) প্রাণীদের প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু, বিশেষ করে বিড়ালের প্রতি। তিনি (সা.) কখনো কোনো প্রাণীকে কষ্ট দেননি, বরং তাঁদের প্রতি ছিল ভালোবাসা ও যত্ন।

একটি বিখ্যাত হাদীসে এসেছে, একজন নারীকে জাহান্নামে পাঠানো হবে, কারণ সে একটি বিড়ালকে বন্দী করে রাখে এবং তাকে খেতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অপরদিকে, একটি পাপী নারীকে জান্নাত দেওয়া হয়, কারণ সে একবার তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিল। এর দ্বারা বোঝা যায়, পশুপাখির প্রতি দয়া আল্লাহর কাছে কত মূল্যবান।

নবীজি (সা.)-এর প্রিয় সাহাবি আবু হুরায়রা (রা.)-এর নামের অর্থই “বিড়ালের বাবা”। তিনি সবসময় বিড়াল নিয়ে থাকতেন, এজন্যই রাসূল (সা.) তাকে এই নাম দিয়েছিলেন।

বিড়াল পবিত্র প্রাণী। তাদের মুখের লালা অপবিত্র নয়, এমনকি হাদীস অনুযায়ী, তারা এমন প্রাণী যারা ঘরে আসা-যাওয়া করে, এবং তাদের কারণে কোনো নাপাকতা হয় না।

অতএব, ইসলামে বিড়াল শুধু একটি প্রাণী নয়—এটি দয়ার, ভালোবাসার এবং সহানুভূতির একটি চিহ্ন।

এক বৃষ্টিভেজা সন্ধ্যায়, রিফাত রাস্তার পাশে ভেজা একটি ছোট বিড়ালছানা দেখতে পেল। তার গা কাঁপছে, চোখে ভয়। মানুষজন তাকে পাশ ক...
31/05/2025

এক বৃষ্টিভেজা সন্ধ্যায়, রিফাত রাস্তার পাশে ভেজা একটি ছোট বিড়ালছানা দেখতে পেল। তার গা কাঁপছে, চোখে ভয়। মানুষজন তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কেউ থামছে না। রিফাতের মন কেঁদে উঠল। সে নিজের ছাতাটি বিড়ালের ওপর ধরল, তারপর তাকে কোলে তুলে নিল।বাসায় নিয়ে গিয়ে তার গা মুছে দিল, উষ্ণ দুধ খাওয়াল। বিড়ালটি ধীরে ধীরে শান্ত হয়ে এল, চোখে উঠে এল বিশ্বাসের আলো। রিফাত তার নাম দিল "মিনু"। দিনে দিনে মিনু হয়ে উঠল রিফাতের ছায়াসঙ্গী—তার পড়ার টেবিলে, ঘুমের পাশে, প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তে।একদিন রিফাত খুব অসুস্থ হয়ে পড়ল। বিছানা থেকে উঠতে পারল না। মিনু তার পাশে বসে থাকত, পা দিয়ে মুখে স্পর্শ করত, যেন বলতে চাইত, "তুমি একা নও।" রিফাতের চোখে জল এল—এই ছোট জীবটি তাকে এমন নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছে!রিফাত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সেদিন সে মিনুকে বুকে জড়িয়ে ধরে বলল, "তুই শুধু একটা পোষা প্রাণী না, তুই আমার ভালোবাসা, আমার পরিবার।"তাদের বন্ধন তখন শুধু মানুষ আর প্রাণীর ছিল না, ছিল দুটি হৃদয়ের নিঃশব্দ ভাষায় গাঁথা ভালোবাসার গল্প।


অথচ আমরা সবাই ধৈর্যহারা হয়ে কত বিলাপ করি😢
17/01/2025

অথচ আমরা সবাই ধৈর্যহারা হয়ে কত বিলাপ করি😢

প্রায় ২ বছর পর আমার এই পেইজে আসলাম🍂আমার বিড়াল পিলুকে পোষা শুরু করার ৮/৯ মাস পর শখে এই পেইজটা ওর নামে খোলা হয়। তারমানে পি...
07/01/2025

প্রায় ২ বছর পর আমার এই পেইজে আসলাম🍂
আমার বিড়াল পিলুকে পোষা শুরু করার ৮/৯ মাস পর শখে এই পেইজটা ওর নামে খোলা হয়।
তারমানে পিলু ৩ বছর হয়ে যাবে আমাদের সাথে আছে🥀

18/05/2023

মানুষের যখন অল্প যন্ত্রণায় আর পোষায় না, ঠিক তখন‌ই সে বিয়ে করে😄🥲☺️




14/05/2023

ইটের পরে ইট 🏢 মদ্ধে মানুষ কীট

11/05/2023

বাংলাদেশ রেলওয়ের ট্রেনের গতিও কম না🌳🍂🛤️

10/05/2023

উওর দিতে পারবে না জেনেও পিলুর সাথে এভাবে কথা বলি,মাঝেমাঝে মনে হয় সে সবকিছু বুঝে🐈💜

08/05/2023

খুব আদরের বিড়াল💙
তার নাম পিলু

Address

Uttara, Dhaka
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when PILO7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share