Islamic craftsmanship

Islamic craftsmanship আস্থা এবং বিশ্বাসের সাথে হজ এবং ওমরার প্রয়োজনীয় জিনিসের খুচরা এবং পাইকারি বিক্রয়ের অনলাইন মাধ্যম!

20/08/2025

আমার আয়াতসমূহে তারাই প্রকৃত মুমিন, যাদেরকে যখন এগুলো শুনানো হয়, তখন তারা সিজদায় পড়ে যায় এবং তাদের রবের প্রশংসা করে গৌরব গান করে এবং তারা অহংকার করে না।"

তারা তাদের শয্যা ত্যাগ করে, আশা ও ভয় নিয়ে তাদের রবকে ডাকে এবং আমি তাদেরকে যা রুজি দিয়েছি, তা থেকে তারা দান করে।"

আর তারা যা কিছু আমল করত, তার প্রতিদানস্বরূপ তাদের জন্যে যা জমা করে রাখা হয়েছে, কোনো প্রাণীই তা কল্পনা করতে পারে না।

সূরা আস-সাজদাহ, আয়াত ১৫-১৭]

17/08/2025

তাওয়াক্কুল হলো স্বপ্ন বুননের শিল্প এবং তা আল্লাহর ফয়সালার উপর ভরসা রেখে সেচ দেওয়া।"

তাওয়াক্কুল" অর্থ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা

17/08/2025

হে আল্লাহ! তুমিই সকল দুঃখ-কষ্ট দূরকারী, বিপদগ্রস্তদের দোয়া কবুলকারী, দুনিয়া ও আখেরাতের পরম দয়ালু এবং উভয় জগতের সর্বশ্রেষ্ঠ মেহেরবান। একমাত্র তুমিই আমাকে রহম করতে পারো, তাই আমাকে এমন রহমত দান করো যা আমাকে তোমা ছাড়া অন্যদের রহমতের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্তি দেবে।"

17/08/2025

সম্ভবত তোমার কাঙ্খিত জিনিসটি না পাওয়াটা তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেবে, আর তা পাওয়াটা তোমাকে তাঁর থেকে বিমুখ করে দিতে পারে..

16/08/2025

আপনি একা নন।*

আল্লাহ্ আপনার নীরব দু‘আ শুনেন এবং সেই অশ্রু দেখেন যা অন্য কেউ দেখে না।

ধৈর্য ধরে থাকুন, অপেক্ষার মধ্যেও রয়েছে রহমত।

14/08/2025

6 steps for success:
-Tahajjud

- Fajr

- Dhuhr

- Asr

- Maghrib

- Isha

13/08/2025

আপনার সুস্থতার জন্য সুস্থ সীমানা নির্ধারণ করতে শিখুন। এর মানে এই নয় যে আপনি একজন দয়ালু এবং যত্নশীল ব্যক্তি হতে পারবেন না। কখন সরে যেতে হবে আর কখন বিষয়গুলো সমাধান করতে হবে, তা শিখুন। আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না যে মানুষ আপনাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে আপনি কী সহ্য করবেন।

12/08/2025

তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যেই তোমাদের আবির্ভাব। তোমরা সৎকাজের আদেশ দাও, অসৎকাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো।"

— সূরা আলে-ইমরান (৩:১১০)

11/08/2025

সব কিছুর উপরে দয়াকে বেছে নাও। দয়াশীল মানুষ ইতিবাচকতা দিয়ে আরও আলো ছড়ায়। কারণ তারা জানে নেতিবাচকতা কী করতে পারে। এই দ্রুতগতির পৃথিবীতে যেখানে কেউ কারও জন্য অপেক্ষা করে না, তারা অন্যদের জন্য সময় বের করে। সমস্ত খারাপকে ঝেড়ে ফেলে এগিয়ে যেতে শক্তির প্রয়োজন।

09/08/2025

To be successful in life

• Tahajjud
• Istigfar
• Five daily prayers on time.
• Two raka’at before fajr prayer.
• Istigfar.
• Salat ad duha.
• Sadaka.
• Reading the Quran daily.
• Istigfar.
• Morning and evening adkhar.
• Fasting on Mondays and Thursdays.
• Istigfar

Address

Faridabad Pradhan Sarok
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when Islamic craftsmanship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic craftsmanship:

Share