02/10/2025
বিশ্বাসীগণ! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের (পরকালের) জন্য সে কী কী আমল আগে পাঠিয়েছে তা বিবেচনা করা। আর আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই তোমরা যা কর, আল্লাহ তা সম্পর্কে সম্যক জ্ঞাত।
আর তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহও তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। তারাই হল পাপাচারী।
জাহান্নামীরা এবং জান্নাতীরা কখনও সমান হতে পারে না। জান্নাতীরাই তো সফলকাম।
আমরা যদি এই কুরআন কোন পর্বতের উপর নাযিল করতাম, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে যে আল্লাহর ভয়ে তা বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে। মানুষের জন্য আমরা এ ধরনের দৃষ্টান্ত বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।
তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞানী।
তিনি পরম দয়ালু, অতি দয়াবান। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই; তিনি অধিপতি, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদানকারী, সকলকে পর্যবেক্ষণকারী, পরাক্রমশালী, ক্ষমতায় মহীয়ান, মাহাত্ম্যশীল। তারা যাকে শরিক করে, তিনি তা থেকে পবিত্র ও মহান।
তিনিই আল্লাহ, স্রষ্টা, সৃষ্টি নিরূপণকারী, রূপদানকারী। সর্বোত্তম নামসমূহ তাঁরই। নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছু তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[সূরা আল-হাশর, আয়াত ১৮-২৪]