Islamic craftsmanship

Islamic craftsmanship আস্থা এবং বিশ্বাসের সাথে হজ এবং ওমরার প্রয়োজনীয় জিনিসের খুচরা এবং পাইকারি বিক্রয়ের অনলাইন মাধ্যম!

25/07/2025

শান্তি:

‘তিনিই সেই সত্তা, যিনি মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাযিল করেছেন।’
— আল কুরআন (৪৮:৪)

24/07/2025

daily dhikr:

• SubhanAllah x33
• Alhamdulillah x33
• Allahu akbar x34
• la ilaha illa Allah
• Astagfirullah
• la hawla wala quwatta illa billah
• Subhan Allahi wa bi hamdihi
• Subhan Allahi adhim
• SubhanAllah wal hamdulillah, wa la ilaha ill Allah wa Allahu akbar

24/07/2025

আল্লাহ তাআলা ইরশাদ করেন:
"আল্লাহ হচ্ছেন আসমান ও যমীনের নূর (আলোর উৎস)।"
— সূরা আন-নূর (২৪:৩৫)

23/07/2025

ইমাম আল-গাজ্জালী (রহ.) বলেছেন:
"যখন পৃথিবী ঘুমায়, আল্লাহর প্রেমিকরা জেগে ওঠে এবং কাঁদে।"

22/07/2025

"কুন ফায়া কুন, আল্লাহ তোমাকে এমনভাবে বিস্মিত করবেন যা তুমি আশা করেছিলে এবং অসম্ভব বলে মনে করেছিলে।"

22/07/2025

আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই তা (সালাত) কঠিন, তবে বিনয়ী লোকদের জন্য নয়, যারা বিশ্বাস করে যে, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তাঁর দিকেই ফিরে যাবে।"

—সূরা আল-বাকারাহ (২:৪৫-৪৬)

22/07/2025

তিনিই আল্লাহ—যিনি ব্যতীত কোনো ইলাহ (উপাস্য) নেই; অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী। তিনি পরম দয়ালু, অতি মেহেরবান।

তিনিই আল্লাহ—যিনি ছাড়া কোনো ইলাহ নেই; তিনি রাজাধিরাজ, পরম পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদানকারী, প্রহরী, পরাক্রমশালী, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, মহান। তারা যাকে শরিক করে, আল্লাহ তা থেকে পবিত্র ও মহান।

তিনিই আল্লাহ; স্রষ্টা, সৃষ্টিকর্তা, রূপদানকারী। তাঁর জন্যই রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[সূরা আল-হাশর, আয়াত ২২-২৪]

এই আয়াতগুলোতে আল্লাহর মহান গুণাবলি ও একত্ববাদের কথা বর্ণনা করা হয়েছে। তিনি এক ও অদ্বিতীয়, সকল সৃষ্টির মালিক, এবং তাঁর নামসমূহ সর্বোচ্চ মর্যাদার।

22/07/2025

হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তির উচিত্ আগামীকালের (পরকালের) জন্য সে কী পাঠিয়েছে তা বিবেচনা করা। আর আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা কর তা সম্যক অবগত আছেন।**

**আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারাই প্রকৃতপক্ষে অবাধ্য।
[সূরা আল-হাশর, আয়াত ১৮-১৯]

If you are online say Astagfirullah
21/07/2025

If you are online say Astagfirullah

15/07/2025

"আমাদের সবচেয়ে বড় ত্রুটিগুলোর একটি হলো— নিজের ত্রুটিগুলোকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা, কিন্তু অন্যরা ভুল করলে সঙ্গে সঙ্গে তাদের সমালোচনায় ঝাঁপিয়ে পড়া। আঙুল তোলার বদলে নিজেকে যাচাই করতে শেখো। বিচারের ভার ছেড়ে দাও সর্বোত্তম ও ন্যায়পরায়ণ বিচারকের হাতে।"

15/07/2025

😃😃😃

“And you think it’s the end, then Allah fixes everything for you”
15/07/2025

“And you think it’s the end, then Allah fixes everything for you”

Address

Uttarati

Alerts

Be the first to know and let us send you an email when Islamic craftsmanship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic craftsmanship:

Share