20/08/2025
আমার আয়াতসমূহে তারাই প্রকৃত মুমিন, যাদেরকে যখন এগুলো শুনানো হয়, তখন তারা সিজদায় পড়ে যায় এবং তাদের রবের প্রশংসা করে গৌরব গান করে এবং তারা অহংকার করে না।"
তারা তাদের শয্যা ত্যাগ করে, আশা ও ভয় নিয়ে তাদের রবকে ডাকে এবং আমি তাদেরকে যা রুজি দিয়েছি, তা থেকে তারা দান করে।"
আর তারা যা কিছু আমল করত, তার প্রতিদানস্বরূপ তাদের জন্যে যা জমা করে রাখা হয়েছে, কোনো প্রাণীই তা কল্পনা করতে পারে না।
সূরা আস-সাজদাহ, আয়াত ১৫-১৭]