Islamic craftsmanship

Islamic craftsmanship আস্থা এবং বিশ্বাসের সাথে হজ এবং ওমরার প্রয়োজনীয় জিনিসের খুচরা এবং পাইকারি বিক্রয়ের অনলাইন মাধ্যম!

12/10/2025

"দুনিয়ার জীবন কাফিরদের কাছেশোভন করে দেয়া হয়েছে এবং তারা মুমিনদের উপহাস করে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন তারা হবে তাদের চেয়ে উচ্চ মর্যাদার। আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।"

— আল কুরআন [২:২১২]

12/10/2025

প্রিয়জনরা যদি আপনার জীবনে থাকে, তবে তাদের মূল্য দিন। যারা কিছু পাওয়ার আশা না রেখেই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে। যারা নীরবে ভালো কাজ করে যায়, কোনো কৃতিত্বের প্রত্যাশা করে না। তাদের জন্য প্রার্থনা করুন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন, যিনি তাদের আপনার জীবনে পাঠিয়েছেন।

10/10/2025
10/10/2025

Purify yourself.

Your health with walks.
Your money with charity.
Your nafs with fasting.
Your time with salāh.
Your body with wudhū.
Your company with the righteous.
Your heart with dhikr.
Your intellect with knowledge + reflection.
Your actions with sincerity.

10/10/2025

ও আল্লাহ, আপনি যাদেরকে হিদায়াত দান করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি যাদেরকে শক্তি দান করেছেন, তাদের সাথে আমাকেও শক্তি দান করুন। আপনি যাদেরকে নিজের রক্ষণায় নিয়েছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাকে যা দান করেছেন, তাতে বরকত দান করুন। আপনি যে অমঙ্গল নির্ধারণ করেছেন, তা থেকে আমাকে রক্ষা করুন। নিশ্চয়ই আপনি আদেশ দাতা, আপনার উপর আদেশ চলে না। আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, সে কখনো লাঞ্ছিত হয় না। আর আপনি যাকে শত্রুরূপে গ্রহণ করেছেন, সে কখনো সম্মানিত হয় না। হে আমাদের রব! আপনি বরকতময় ও সমুন্নত।

09/10/2025

Sabr isn’t easy. Sabr is tiring. Sabr leaves you on the edge. But Allah says,

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا

“Allah does not burden a soul beyond that it can bear.” - (2:286)

09/10/2025

I got 6 reactions and 4 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

09/10/2025

I gained 971 followers, created 135 posts and received 687 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

09/10/2025

নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য সৃষ্টি করেছেন অফুরন্ত সুন্দর দরজা। আপনার জন্য নির্ধারিত দরজাটির ওপর লেখা রয়েছে শুধু আপনারই নাম, সেটি খুলবে কেবল তখনই যখন আপনি তা অতিক্রম করার জন্য প্রস্তুত হবে। এটা আল্লাহর উপর ছেড়ে দিন, আর তিনি কখনও আপনাকে খালি হাতে ফেরাবেন না।

02/10/2025

বিশ্বাসীগণ! আল্লাহকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের (পরকালের) জন্য সে কী কী আমল আগে পাঠিয়েছে তা বিবেচনা করা। আর আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই তোমরা যা কর, আল্লাহ তা সম্পর্কে সম্যক জ্ঞাত।

আর তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহও তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছিলেন। তারাই হল পাপাচারী।

জাহান্নামীরা এবং জান্নাতীরা কখনও সমান হতে পারে না। জান্নাতীরাই তো সফলকাম।

আমরা যদি এই কুরআন কোন পর্বতের উপর নাযিল করতাম, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে যে আল্লাহর ভয়ে তা বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যাচ্ছে। মানুষের জন্য আমরা এ ধরনের দৃষ্টান্ত বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।

তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই; দৃশ্য-অদৃশ্যের জ্ঞানী।

তিনি পরম দয়ালু, অতি দয়াবান। তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই; তিনি অধিপতি, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদানকারী, সকলকে পর্যবেক্ষণকারী, পরাক্রমশালী, ক্ষমতায় মহীয়ান, মাহাত্ম্যশীল। তারা যাকে শরিক করে, তিনি তা থেকে পবিত্র ও মহান।

তিনিই আল্লাহ, স্রষ্টা, সৃষ্টি নিরূপণকারী, রূপদানকারী। সর্বোত্তম নামসমূহ তাঁরই। নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছু তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

[সূরা আল-হাশর, আয়াত ১৮-২৪]

Address

Faridabad Pradhan Sarok
Uttarati
1230

Alerts

Be the first to know and let us send you an email when Islamic craftsmanship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic craftsmanship:

Share