Ideal Hearing Centre, Uttara, Dhaka1230

Ideal Hearing Centre, Uttara, Dhaka1230 started his full fledge operation from 1st April 2011 with Corporate Office at The Hearing solutions.Call 01318573656 for your appointment today

Complete Hearing Care Solutions

Complete hearing assessment is carried out using state-of-the-art facilities like:
● PTA- PURE TONE AUDIOMETRY
● IMPEDENCE
● SRT - SPEECH RECEPTION TEST
● AIDED AUDIOGRAM
● HEARING AID FITTING WITH NOAH LINK & HIPRO
● COUNSELING
● REAL EAR MEASUREMENT
● EAR MOULD (Hard & Soft)
● HEARING AID SERVICING & REPAIRING

Ideal Hearing Centre
19/03/2025

Ideal Hearing Centre

Digital Hearing Aid Centre
19/03/2025

Digital Hearing Aid Centre

28/06/2023

আসসালামু আলাইকুম
ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক
আইডিয়াল হিয়ারিং সেন্টার
উত্তরা, ঢাকা l

14/04/2023
01/04/2023

কানে কম শোনা, না শোনা কিংবা বধিরতাঃ
কানে কম শোনা, না শোনা
কিংবা বধিরতা ব্যক্তি, পরিবার এবং সমাজের মধ্যে অত্যন্ত দুঃসহ বোঝা মনে করা হয়ে থাকে কারণ এ ধরনের মানুষ যোগাযোগে মাধ্যম ভুলে যান। ফলে তারা নিজেদেরকে একাকী এবং অসহায় মনে করে। যা হউক এ সমস্ত মানুষ কিংবা রোগীদেরকে পরিবার ও সমাজের বোঝা না ভেবে সঠিক চিকিৎসা দেওয়া হলে তারা আবার সক্রিয় হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। মূলত বধিরতা হয়ে থাকে কানে না শোনার জন্য অর্থাৎ যে শিশু কিশোর কানে শুনে না কথা বলা শিখতে পারে না। সে জন্য এদেরকে Deaf and dumb বলে।
কানে কম শোনা কিংবা না শোনার কারণঃ
ক। জন্মগতঃ গর্ভ কালীন সময়ে মায়ের বিভিন্ন রোগের কারণে শিশুকিশোরদের শোনার কার্যক্রম বাধা গ্রস্হ হয়ে থাকে এবং তারা শোনে না।
খ। শিশুর জন্মের পর থেকে বুড়ো হওয়া পর্যন্ত বিভিন্ন রোগ বালাই হওয়ার কারণে যেমন কানে খৈল জমা, প্রদাহজনিত রোগ, কানে আঘাতজনিত কারণ, কানের পর্দায় ছিদ্র, কানের মধ্যে ছোটো ছোটো হাড়ের ক্ষতি কিংবা নড়াচড়া না করলে, শব্দ দূষণের স্বীকার হলে, বয়সের সাথে সাথে, বিভিন্ন ধরনের ঔষধের পার্শ প্রতিক্রিয়ার কারণে, অনেক রোগ যেমন ডায়াবেটিস, কিডনির রোগ ইত্যাদি।
কম শোনা কিংবা না শোনার প্রকারভেদঃ
এটি জানতে হলে আমাদের জানতে হবে কিভাবে আমরা শুনি। যখন একটা শব্দের উৎপত্তি হয় তখন আমাদের বাইরের কান সেই শব্দ ধরে কানের ক্যানালে পাঠিয়ে দেয়। সেখান থেকে কানের পর্দায় যায় এবং পর্দা থেকে কানের ভিতরের হাড়ের মাধ্যমে অন্ত কর্নে পৌঁছে। এখান থেকে নার্ভের সাহায্যে ব্রেইনে পৌঁছে শোনার কার্যক্রম সম্পূর্ন হয়ে থাকে। সুতরাং বহিকর্ণ, মধ্য কর্ণ, অন্ত কর্ণ এবং ব্রেইন শোনার দায়িত্ব পালন করে। অতএব শোনার প্রকারও এভাবেই বিভক্ত যেমন
ক। কন্ডাক্টিভঃ এটির জন্য বহি কর্ণ এবং মধ্য কর্ণ দায়ী।
খ। সেনসরিনিউরাল বা নার্ভ ডেফনেসঃ এ জন্য অন্তঃকর্ণ ও ব্রৈইন দায়ী।
যেভাবেই হোক না কেন সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হলে এ সমস্ত রোগী ভালো হয়ে সমাজের মধ্যে বোঝা না হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
কানের পরীক্ষা, শোনা নির্ণয় ও সহজ চিকিৎসা সম্মন্ধে আগামীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

30/03/2023

কানের ব্যথাঃ কারণ জানা গেলে চিকিৎসা দেওয়া সহজ হয়।
ব্যথা মানব জীবনের জন্য অত্যন্ত দুঃসহ যন্ত্রণা এবং এটি চোখে দেখা যায় না, রুগী শুধুই অনুভব করে বিধায় চিকিৎসারও অনেক সময় বিলম্ব ঘটতে পারে। সুতরাং ব্যথার সঠিক ইতিহাস এবং কারণ উদঘাটন করা জরুরী।
ব্যথা সাধারণত ২ প্রকারঃ
১. স্হানীয় বা লোকালঃ শরীরের কোনো স্হানে আঘাত কিংবা খত হলে, অঙ্গের সেই স্হানে এবং আশপাশের জায়গায় ব্যথা করে।
২. স্থানান্তরিত বা রেফার্ডঃ ব্যথা হয়েছে শরীরের এক জায়গায় আর অনুভূতি অন্য স্থানে।
এখন দেখা যাক কানে কেমন হয়ে থাকে।
ক) কানের স্হানীয় ব্যথাঃ
বহি কর্ণঃ
১. কানে ফোঁড়া হলে ২. আঘাত জনিত কারণে ৩. একজিমা ৪. ভাইরাসে সংক্রামিত হলে ৫. ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হলে ৬. টিউমার ও ইত্যাদি
মধ্য কর্ণঃ
১. কানের পর্দায় আঘাত ২ সংকটজনিত কারণ ৩. কানের পিছনে হাড়ের প্রদাহ ৪. কানের রোগের পার্শ প্রতিক্রিয়ায় ৫. টিউমার জনিত, ইত্যাদি।
অন্ত কর্ণঃ
১. উচ্চ শব্দ, ২. কানের মধ্যে শোঁ শোঁ শব্দ ৩. টিউমার ইত্যাদি
স্থানান্তরিত বা রেফার্ডঃ
১. দাঁত, মাড়ি বা চোয়ালের রোগ ২. লালা গ্রন্থির রোগ যেমন প্রদাহ, লালা গ্রন্থিতে পাথর, মাম্পস ইত্যাদি ৩. নাকের ও সাইনাসের যে কোনো রোগ হলে ৪. জ্বিহবা ও মুখ গহব্বরের রোগ ৫. গলনালি কিংবা কণ্ঠনালি রোগ ৬. টনছিলের রোগ ও টনছিল অপারেশনের পরে।
এক কথায় নাক, কান, গলা, ঘাড় ও ঘাড়ের হাড়ের , মাথা এমনকি চোখ ও ব্রেইনের অনেক রোগের কারণে কানে ব্যথা হতে পারে।
সুতরাং এধরনের উপসর্গ দেখা দিলে কালবিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী।

28/03/2023

কানে কম শোনা কিংবা না শোনার পরীক্ষা এবং চিকিৎসা সম্মন্ধে প্রাথমিক ধারণা ও করনীয়ঃ
আগের দিনের আলোচনায় আমরা কারণ সম্মন্ধে কিছু ধারণা পেয়েছি। আজকে রোগ নির্ণয়, প্রতিকার ও চিকিৎসা সম্মন্ধে অলোচনা করব।
১. রোগ ও রুগীর ইতিহাস জানা।
ক। গর্ভধারণের পর থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মায়ের অবস্থা সঠিকভাবে জানতে হবে যেমন বহুমূত্র, ভাইরাসের সংক্রমণ, জন্ডিস, মেনিনজাইটিস ইত্যাদি।
খ। শিশুর জন্মের পর বিভিন্ন সময় তার আচরণ ও বিকাশের দিক পর্যায়ক্রমে খেয়াল রাখতে হবে যেমন ওজন, বিকলংগতা ইত্যাদি ১। শব্দ দূষণের প্রভাব যেমন শিল্পকারখানায় কাজ, সব সময় চিৎকার, চেচামেচি ও হাটবাজারে থাকা, রাস্তা ঘাটের গাড়ি কিংবা এ ধরনের যান্ত্রিক আওয়াজ, গুলির কিংবা বোমার শব্দ ইত্যাদি।
২। কানের, ব্রেইনের ঝিল্লির (মেনিনজাইটিস ) কিংবা ব্রেইনের (এনসেফালাইটিস) প্রদাহজনিত রোগ।
৩। ভাইরাসের সংক্রমণ।
৪। ঔষধের পার্শ প্রতিক্রিয়া।
৫। মেটাবলিক বা বিপাকীয় রোগ।
৬। মিনিইয়ারস রোগ।
৭। আঘাত জনিত।
৮। কান, নাক, গলা, ঘাড়, মাথা বা ব্রেইনের টিউমার বা টিউমার জনিত রোগ।
৯। হঠাৎ কানে কম বা না শোনা কোনো কারণ ছাড়াই।
১০। এখনো অনেক কারণ উদঘাটন করা যায় নাই (ইডিওপ্যাথিক)
সুতরাং এধরনের রোগ নির্ণয়ে ইতিহাস জেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
পরীক্ষাঃ প্রয়োজন অনুযায়ী যেটি বিশেষজ্ঞ মনে করবেন সেই পরীক্ষা করা দরকার। রুগী কিংবা রুগীর অভিভাবকদের সঙ্গে কথা বলে এটি নির্ধারণ করা যায়। আবার অনেক পরীক্ষা বিশেষজ্ঞের চেম্বারেই করা হয়ে থাকে। তবে কিছু কিছু পরীক্ষা বিশেষজ্ঞের পরামর্শমত হিয়ারিং সেন্টার এবং হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারগুলো করে থাকে।
প্রতিকার ও চিকিৎসাঃ ১। গর্ভকালীন সময়ে মায়ের সঠিক ইতিহাস জানা, রোগ নির্ণয় করা, চিকিৎসা ও পরিচর্যা।
২। যে সমস্ত কারণগুলো বলা হয়েছে সেগুলোর প্রতি নজর রাখা এবং যথাসম্ভব এড়িয়ে চলা।
৩। দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া। অনেক রোগ সার্জারীর মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব।
৪। বর্তমানে হঠাৎ কানে কম শোনা কিংবা না শোনার ক্ষেত্রে পি আর পি (Platelet Rich Plasma) থেরাপি কানে দেওয়া হয়। এ সংক্রান্ত গবেষণায় অনেক রুগী ভালো হওয়ার রেকর্ড আছে। কানে কম শোনা কিংবা না শোনার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব।
আমি সব সময় একটা পরামর্শ দিতে চাই, আপনারা দয়া করে এ রোগকে আমলে নিয়ে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনি/আপনার পরিজন কানে শুনুন ও শিশু কিশোরদের বধিরতা থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সচেষ্ট হন।

27/03/2023

এন্ডোস্কোপিক টিম্পানোপ্লাস্টি অর্থাৎ এন্ডোস্কোপের সাহায্যে কানের পর্দার ছিদ্র রিপিয়ার, কানের মধ্যের নস্ট/ভাঙ্গা/ অকার্যকর অস্হি সংযোজনঃ

কানের কতোকগুলো রোগ যেমন কানে প্রদাহজনিত কিংবা আঘাতজনিত কারণে পর্দায় ছিদ্র হওয়ায় কানে কম শোনা, এর সাথে কানের হাড়ের ক্ষতি হলে কান না কেটে এন্ডোস্কোপের সাহায্যে কানের মধ্যের অংশটুকু অবোস করে পর্দার ছিদ্র /নস্ট হাড় সংযোজন করা যেতে পারে। এ ক্ষেত্রে রুগীকে হাসপাতালে ভর্তি না করে ১/২ ঘন্টা পর বাসায় গিয়ে বিশ্রাম নিতে পারেন। তবে এসব রুগী অপারেশনের পূর্বে অত্যন্ত যত্নসহকারে রুগীর শারীরিক ও মানসিক পরীক্ষা এবং সার্জারী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিতে হবে। যেহেতু এটি একটি আউটডোর অপারেশন সেহেতু খরচও অত্যন্ত কম তবে সবকিছুই নির্ধারিত হয়ে থাকে কানের অবস্থার পরিপ্রেক্ষিতে।

এন্ডোস্কোপিক টিম্পানোপ্লাস্টি কিংবা এন্ডোস্কোপিক স্ট্যাপিস সার্জারী (অটোস্কেলোরোসিস অর্থাৎ কানের মধ্যের হাড়ের কার্যক্রম বন্ধ হয়ে গেলে) এখন বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই হচ্ছে। এধরনের চিকিৎসা সম্মন্ধে অলোচনা আগে করা হয়েছে। অনেক রুগী আমাদেরকে বলেন এসব চিকিৎসা বাংলাদেশে হয়ে থাকে আমরাতো জানি না। বাংলাদেশে নাক, কান, গলা, মাথা ও ঘাড় রোগের সবধরনের চিকিৎসায় সম্ভব। আগামীতে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টির অর্থাৎ এন্ডোস্কোপের সাহায্যে নাকের বাঁকা হাড় সোজা করা সহ নাকের মধ্যকার অন্যান্য রোগের চিকিৎসার (এন্ডোস্কোপিক সাইনাস ও স্কাল বেইস সার্জারী) উপর আলোচনা করার আশা রাখছি।

26/03/2023

রাজধানী ঢাকার শব্দ দূষণ
যেখানে বিশেষজ্ঞরা বলছেন 60dB নিচে থাকতে সেখানে ঢাকা শহরে 100dB থেকে 119dB শব্দ সারাক্ষণ হচ্ছে তাতে মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠছে।

দিনে দিনে মানুষের হিয়ারিং লস বেড়েই চলছে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই গভমেন্টকে দৃষ্টি আকর্ষণ করছি এর প্রতিকার করুন। উত্তরা, ঢাকা- ১২৩০

26/03/2023
Thanks for resound hearing aid(company) @ Mir mosharraf
25/03/2023

Thanks for resound hearing aid(company) @ Mir mosharraf

Address

Uttarati

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 09:00 - 17:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801318573656

Alerts

Be the first to know and let us send you an email when Ideal Hearing Centre, Uttara, Dhaka1230 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ideal Hearing Centre, Uttara, Dhaka1230:

Share