
02/06/2025
এই আমি তোমাকে একটা কবিতা বলি তুমি কি শুনবে তাহলে শোনো হে
সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি একবার আর ভালোবেসেছি যে ভালবাসেনি যাকে পাওয়ার ও থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময়কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য
তবে তোমায় আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমায় দেখিবার ইচ্ছা এই মন মস্তিষ্কে হয়ে থাকে ব্যাকুল জানি পরের জন্মেও হবে না তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদি ও তুমি আবদ্ধ হও অন্যের ভালবাসায় তাতে কিভাবে আসে যায়😅😅💔💔💔