Fun Value Set

Fun Value Set শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে বেশি প্রিয় । শেষ রাতের ইবাদাত ও আল্লাহর কাছে বেশি প্রিয় ।🌸🌼

For any kind of sponsorship, contact us via
WhatsApp:01981553086

বর্তমান যুগে সফল হওয়ার পদ্ধতি
10/09/2025

বর্তমান যুগে সফল হওয়ার পদ্ধতি

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নি...
10/09/2025

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার! তার রস থেকে তৈরি গুড় অনেক বেশি উপকারি আর সুস্বাদু। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না, একাকী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে!

জীবন শেষ করার পর জ্বালানী কাঠ হিসেবে তাকে কাজে লাগানো হয়, দাউ দাউ আগুনে সে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।

কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না, প্রতিবাদ করে না, বিনিময়ে ভালোবাসা চায় না, কোনো কিছু প্রত্যাশাও করে না — শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায়।

খেজুর গাছসম পুরুষদেরকে স্যালুট জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত তাদের পরিবারের জন্য হলেও।

একটি ওরিয়েন্টেশন কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থী ছিল। দৈনিক টি ব্রেকে তাদেরকে সিঙ্গাড়া খেতে দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্...
10/09/2025

একটি ওরিয়েন্টেশন কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থী ছিল। দৈনিক টি ব্রেকে তাদেরকে সিঙ্গাড়া খেতে দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই সিঙ্গাড়া পছন্দ করত না। ওই ৮০ জন প্রশিক্ষণার্থী টি ব্রেকে অন্য কিছু দেওয়ার জন্য ডাইরেক্টরের কাছে আবেদন জানাল, যদিও বাকি ২০ জন সিঙ্গাড়ার পক্ষেই মত দিল।

ডাইরেক্টর ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সবচেয়ে বেশি ভোট পাবে সেটাই প্রতিদিন টি ব্রেকে দেওয়া হবে।

ভোট শেষে দেখা গেল, সেই ২০ জন প্রশিক্ষণার্থী সিঙ্গাড়ার পক্ষে ভোট দিয়েছে। অবশিষ্ট ৮০ জনের ভোট এরকম:

ফলমূল - ১৮ জন
স্যান্ডউইচ - ১৫ জন
বার্গার - ১৩ জন
চপ - ১২ জন
পুরি - ১০ জন
নুডুলস - ৭ জন
ভেজিটেবল রোল - ৫ জন

ফলাফল, সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টি ব্রেকে প্রতিদিন সিঙ্গাড়াই চলতে লাগল!

মরাল অফ দ‍্য স্টোরি: যতদিন ৮০% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০% মানুষই তাদের শাসন করবে।

©©

ক্যাপশন টা পড়ুন গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথা...
10/09/2025

ক্যাপশন টা পড়ুন

গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন, তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

গাধা মিনতি করে বলল, সে কি! এরকম কষ্ট করে আমি এতদিন বাঁচতে চাই না। দয়া করে আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

সৃষ্টিকর্তা তাই দিলেন।

এরপর সৃষ্টিকর্তা কুকুরকে বললে, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু লোকজনের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।

একথা শুনে কুকুর মাথা নিচু করে বলল, দয়া করে একটু কমিয়ে করে ওটা ১৫ করে দিন। এতদিন বেঁচে আমার হবে কি?

সৃষ্টিকর্তা এতেও রাজি হয়ে গেলেন।

এরপর উনি বানরকে বললেন, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর রং তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

বানর আবেগে কেঁদে ফেলে বলল, দিবেনই যখন ১০ বছর দিন, এত বড় জীবন দিয়ে আমি কি করব?

সৃষ্টিকর্তা তাতেও আপত্তি করলেন না।

সবশেষে তিনি মানুষকে বললেন, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।

মানুষ তো খুশিতে পাগল হয়ে গেল। কিন্তু এত মহৎ জীবন নিয়ে আয়ু মাত্র ২০ বছর? সে করজোড়ে বলল, একটা কাজ করা যায় না? আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দিন।

সৃষ্টিকর্তা বললেন, নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মতো সংসারের বোঝা টানে, তার পরের ১৫ বছর ছেলেমেয়ে যা দেয় তাই খেয়েপড়ে কুকুরের মতো বেঁচে থাকে, আর তার পরের ১০ বছর বানরের মতো আজ এক সন্তানের বাসা তো কাল আরেক সন্তানের বাসায় ঘুরে বেড়ায় আর নেচেকুঁদে নাতি-নাতনিদের বিনোদন দেওয়াই হয় তার প্রধান কাজ

10/09/2025
হুম
10/09/2025

হুম

একদম ঠিক কথা
10/09/2025

একদম ঠিক কথা

উত্তরার পরিচিতমুখ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী আর নেই!আজ দুপুরে ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্বপালনকালে তিনি হৃদক্রিয়া বন্...
09/09/2025

উত্তরার পরিচিতমুখ সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী আর নেই!

আজ দুপুরে ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্বপালনকালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি না ফে'রার দেশে পাড়ি জমান। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকা অবস্থায় উত্তরা এলাকার বিষয় নিয়ে তিনি একাধিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছেন। সা'হসী সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী’র মৃ/ত্যু/তে আমরা গভীরভাবে শো'কাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছি।

আল্লাহতায়ালা তরিক শিবলীকে জান্নাত উচ্চ মাকাম নসীব করুন....(আমিন)।

শোক নিবেদনে-
উত্তরা নিউজ পরিবার

©

৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন নেপালে প্রায় ১৯৭১ সালেরও আগে কাজের সন্দানে ১৫ বছর বয়সী বীর বাহাদু...
09/09/2025

৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন নেপালে

প্রায় ১৯৭১ সালেরও আগে কাজের সন্দানে ১৫ বছর বয়সী
বীর বাহাদুর বর্ডার ×করে বাংলাদেশ ডুকে যায় তারপর দেশ স্বাধীন হয় তার পরে আর তার টাকার অভাবে নিজ দেশে ফেরা এখন প্রায় ৭০+ বসয় তার সে এটাও জানে তার মা-বাবা ভাই বোন সবাই মা**রা গেছে শুধু আছে তার বড় ভাইয়ের বউ আর তার বড় ভাইয়ের পোলাপান নগরিক টিভিতে নিউজ দেখে তার ভাবি নিশ্চিত করে যে এই বীর বাহাদুরেই তার দেবর

বাংলাদেশ সরকারের কাছে একটাই আপদার যদি পারেন তাহলে বীর বাহাদুর কে কিছু অর্থ উপহার দেন

টাকার অবাবে যেই মানুষ টা ৫৫ বছর বাংলাদেশে কাটাইছে তার কাছে এখনিই বা কি আছে আর বাকি জীবন চলার মতো সামান্ন কিছু অর্থ থাকে উপহার দেওয়া হোক

বিস্তারিত কমেন্টে
09/09/2025

বিস্তারিত কমেন্টে

Address

Uttara
Uttarkanda
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fun Value Set posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share