
11/08/2025
"স্পেশাল বেবি ঘি"
বাচ্চাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিশেষ পদ্ধতিতে তৈরি আমাদের স্পেশাল বেবি ঘি ।
আমাদের তৈরি এই ঘি এ আপনার শিশু যে যে উপকার পাবে :
1. ভিটামিন ও মিনারেল অক্ষুণ্ণ থাকে
বিশেষ পদ্ধতিতে তৈরির কারনে এই ঘি এ ভিটামিন A, D, E ও K, ক্যালসিয়াম, ফসফরাসের মতো পুষ্টি নষ্ট হয় না। এগুলো শিশুদের হাড়, দাঁত ও চোখের জন্য গুরুত্বপূর্ণ।
2. সহজে হজম হয়
আমাদের বিশেষ এই ঘি’তে দুধের প্রাকৃতিক এনজাইম ও শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড (SCFA) ভালোভাবে থাকে, যা শিশুদের হজমে সাহায্য করে।
3. মস্তিষ্কের বিকাশে সহায়ক
ঘি’র স্বাস্থ্যকর ফ্যাট শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট ও নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে।
4. ইমিউনিটি বাড়ায়
এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভালো ফ্যাট শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
5. ত্বক ও চুলের জন্য ভালো।
ঘি ত্বক নরম রাখে এবং চুল মজবুত করে, বিশেষ করে শীতকালে।
💡 পরিমাণের দিক থেকে:
১–৩ বছরের শিশু: দৈনিক ½–১ চা চামচ
৪–৮ বছরের শিশু: দৈনিক ১–২ চা চামচ
(শিশুর বয়স, ওজন ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সামান্য কম-বেশি হতে পারে)
বি দ্র : আমাদের এই " speacial baby ghee " অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে ।