
20/02/2024
চাকরি ভালো নাকি ব্যবসা ভালো।
উওর:
চাকরী ভালো। মাস শেষ হলেই একাউন্টে সেলারি ঢুকে যাবে। কোনো চিন্তা নাই। হ্যাঁ চাকরীতে জ্বালা, যন্ত্রনা আছে কম বেশি আছে। তবে আনন্দও কিছু আছে। ব্যবসা মানেই দুনিয়ার টেনশন। দুশ্চিন্তার শেষ নেই। যদি লস হয়। যারা চাকরী করে তাঁরা রাতে ঘুমাতে পারে। কিন্তু যারা ব্যবসা করে তাঁরা রাতে ঘুমাতে পারে না। এমনকি চুলও উঠে যায় দ্রুত।
অনেকে আছেন, চাকরী করেই সৎ পথে গাড়ি, বাড়ি, ফ্লাট করেছেন। আবার অনেকে ব্যবসা করে, লস খেয়ে গাড়ি, বাড়ি, ফ্লাট সব হারিয়েছেন। এখন সবচেয়ে বড় কথাটা বলি- আপনার যদি তীব্র আত্মবিশ্বাস থাকে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন তাহলে নেমে পড়ুন ব্যবসায়। অথবা চাকরী করে কোনো রকমে খেয়েপরে মানবেতর জীবনযাপন করতে পারেন।
যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে♥️