অসহায় আমরা

  • Home
  • অসহায় আমরা

অসহায় আমরা Make a community to establish non government teachers right. I am a non government MPO teacher, Deprived of fair rights.
(12)

We want nationalization to achieve our rights. The key to winning any struggle is a united effort



জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যূনতম ২০% বাড়ী ভাড়ার হিসাব এবং সর্বনিম্ন স্লট ৩০০০ টাকার প্র...
16/08/2025

জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যূনতম ২০% বাড়ী ভাড়ার হিসাব এবং সর্বনিম্ন স্লট ৩০০০ টাকার প্রস্তাব যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা যা চেয়েছি তাই আদায় করতে পারব ইনশাআল্লাহ। এর কারণ সরকার পারবে না, এমন কোন দাবি করি নাই ।
অসহায় আমরা

15/08/2025

আপনার ঘরে বসবাস করে অথচ আপনার কোন কাজে আসে না। তাকে আপনি রাখবেন কেন? গুরুত্বপূর্ণ একটা টিপস তুলে ধরলাম।

১৩ ই আগস্ট এর কর্মসূচি থেকে মন্ত্রণালয়ে যায় জাতীয়করণ প্রত্যাশী জোটের দশ জন প্রতিনিধি দল। এবারই প্রথম মাননীয় শিক্ষা উ...
15/08/2025

১৩ ই আগস্ট এর কর্মসূচি থেকে মন্ত্রণালয়ে যায় জাতীয়করণ প্রত্যাশী জোটের দশ জন প্রতিনিধি দল। এবারই প্রথম মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে ভালো লাগার মত একটা কথা শুনলাম। সচিবদেরকে মেনশন করে বলেছেন। স্যারে (ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ) মৌখিকভাবে যা বলে গিয়েছেন তাই তো প্রজ্ঞাপন। আপনারা তা বাস্তবায়ন করলেন না কেন? নেতৃবৃন্দের বাড়িভাড়া পার্সেন্টেজের দাবি যৌক্তিক এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে লিখে রাখেন। আর নেতৃবৃন্দকে বলেছে ২-৩ দিনের মধ্যে আমাকে হিসাব করে জমা দিন।

১৩ ই আগস্টে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদেরকে এনে জড়ো করে তার মাধ্যমে সরকারকে ন্যূনতম ২০% বাড়ি ভাড়ার যে আল্...
15/08/2025

১৩ ই আগস্টে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদেরকে এনে জড়ো করে তার মাধ্যমে সরকারকে ন্যূনতম ২০% বাড়ি ভাড়ার যে আল্টিমেটাম দেয়া হয়েছ, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। ২০% এর এক আনাও কম মেনে নেয়া হবে না ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধতা এবং ঐকান্তিক সহযোগিতার উপর।

15/08/2025

যেকোনো সরকারের পলিসি মেকার হলো আমলারা। সেই আমলারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন না।

সাজু, দিপু, নওফেল এর সহযোগিতায় শিক্ষক কর্মচারীদের স্বল্প বেতন থেকে জমানো ৮ হাজার কোটি টাকা গায়ের হয়েছে। পরবর্তীতে যার...
15/08/2025

সাজু, দিপু, নওফেল এর সহযোগিতায় শিক্ষক কর্মচারীদের স্বল্প বেতন থেকে জমানো ৮ হাজার কোটি টাকা গায়ের হয়েছে। পরবর্তীতে যারা আসবে তারাও তো আরো উৎসাহিত হবে। তাই অবসর কল্যাণ বাতিল করা হোক।জানি তাতে সরকারের কিছুটা কষ্ট হবে।কষ্ট হলেও শিক্ষার মান উন্নয়নে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে। নোবেল লরিয়েড মাননীয় প্রধান উপদেষ্টা যে কোন দেশের কাছে সহযোগিতা চাইলে শিক্ষায় এই দুর্নীতি এবং কিছু আমলা দ্বারা তৈরিকৃত বৈষম্য মূলক কালো নীতি রোধ কল্পে যে কোন দেশ এগিয়ে আসবে এটা আমার বিশ্বাস। মাননীয় প্রধান উপদেষ্টা সবগুলো না পারেন। অন্তত শিক্ষাটাকে উন্নত করে দিয়ে যান। শিক্ষা উন্নত হলে জাতি উন্নত হবে।

15/08/2025

এখন আর বুঝতে কোন সমস্যা হচ্ছে না। কেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবিগুলো পূরণ হতে স্বাধীনতার ৫৪ বছর লাগছে।

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Salma Munny, Haripad Shil, Imam Hasan
14/08/2025

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Salma Munny, Haripad Shil, Imam Hasan

14/08/2025

গতকালের আন্দোলন থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা সাথে বসে যে দাবি করা হয়েছে তা অযৌক্তিক করা হয় নাই। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা নিয়ে কোনো দ্বিমত পোষণ করা হয়নাই। বাড়ি ভাড়া ২০% এর কম এক আনাও মেনে নেওয়া হবে না।

আজকে আন্দোলন হয়েছে বলেই শিক্ষক কর্মচারীরা পার্সেন্টেজ এ বাড়ি ভাড়া পাওয়া স্বপ্ন দেখছে। আর না হয় ঘুমন্তদের মত বা আমাদ...
13/08/2025

আজকে আন্দোলন হয়েছে বলেই শিক্ষক কর্মচারীরা পার্সেন্টেজ এ বাড়ি ভাড়া পাওয়া স্বপ্ন দেখছে। আর না হয় ঘুমন্তদের মত বা আমাদেরকে নিয়ে যারা সমিতি, সমিতির চাঁদা উত্তোলন খাওয়ার নীতি অর্জন করে, তাদের মত সেটেলড ইস্যু কথাটাই আসতো। আন্দোলনে যোগদান করা সকল শিক্ষক কর্মচারীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।

13/08/2025

জাতীয়করণ প্রত্যাশী জোটের ঢাকা মহাসমাবেশ আজ সম্পন্ন হল। মহাসমাবেশ থেকে ১০ জন প্রতিনিধি দেড় ঘন্টা ব্যাপী মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিবদের সাথে আলোচনা করে কি কি বিষয়ে দাবি তোলা হলো এবং তারা আমাদেরকে কি আশ্বাস দিল।

জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশে যোগদান করতে এসে মোঃ ইব্রাহিম খলিল মোল্লা চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়রামগতি...
13/08/2025

জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশে যোগদান করতে এসে মোঃ ইব্রাহিম খলিল মোল্লা
চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
রামগতি, লক্ষ্মীপুর। স্যার গুরুতর আহত হন। পায়ের গোড়ালি অনেকটাই কেটে গেছে। পাশাপাশি আরও দুইজন শিক্ষক আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য হসপিটালে ভর্তি করা হয়। স্যার সহ সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট জোর দাবি জানাচ্ছি। চাহিদার চেয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ে ডিউ পরিবর্তন করে দ্রুত প্রতিশ্রুতি দেয়া বিষয়গুলো বাস্তবায়ন করা হোক। এক বাজেটের সম্ভব না হলেও নিম্নে ২০% বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা গুলোর বৈষম্য দূরীকরণ করা হোক।

Address


Alerts

Be the first to know and let us send you an email when অসহায় আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অসহায় আমরা:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share