
23/07/2025
ছবির এই আপুটা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রী তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সে বলেছে আমাদের স্কুল প্রশাসন আজকের এই ঘটনার জন্য দ্বায়ী..এই স্কুল এই জায়গায় করতে বাধা দিয়েছিলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে চায়নি যে এই জায়গায় এতো বড়ো একটা স্কুল হোক কারন সে বলেছিল এই জায়গায় এয়ার বেইজ পাশে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাছাড়া এই জায়গায় স্কুল হইলে রাস্তায় যানজট লেগে থাকবে সে এই জায়গায় র্যাবের ঘাটি বানাতে চেয়েছিলো,
কিন্তু ওই সময় কিছু শিক্ষক ও স্কুল প্রশাসন আর ছাত্রছাত্রীরা মিলে মানববন্ধন করেছিল এবং শেখ হাসিনাকে বাধ্য করেছিল স্কুলের অনুমোদন দেয়ার জন্য.
( ইশ স্কুলের অনুমোদন যদি না দিত আমরা সাধারণ মানুষ যদি বাধ্য না করাতাম, তবে আজকে এতগুলো তাজা প্রাণ ঝরতো না...
পৃথিবীতে একটা কথা আছে যার হারায় সেই বোঝে কি হারিয়েছে..আমাদের দেশে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমরা যে কাউকে বাধ্য করতে পারি...
আমার ২ বছর বয়সি একটা বোন আছে, কাল থেকে এতো লা-শ দেখেছি আসলে নিজেকে অনেক অসহায় লাগছে..যখন শুনলাম একটা ক্লাস রুমের কেউ বাসায় ফিরেনি ট্রমাটাইজ হয়ে যাচ্ছি 💔
- রাজীব
এখানে আমার ও প্রথম থেকে প্রশ্ন যে লাইন ধরে এয়ার উঠা নামা করে সে লাইনে কেন স্কুল কলেজ বা হাসপাতাল কেন থাকবে ১০/১৫ বা ২০ কিলো পযন্ত কোন কিছু রাখাটা রিস্ক মনে করি আমি