Jagannath University Short Stories

Jagannath University Short Stories আপনার না বলা গল্পগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে। আপনার লেখাগুলো আজীবন বেঁচে থাকুক এই রঙিন কাগজে।

আসসালামু আলাইকুম প্রিয় জবিয়ান ভাই ও বোনেরাআমি কামরুল হাসান রিয়াজ,মনোবিজ্ঞান বিভাগের ১৭ তম আবর্তনের একজন শিক্ষার্থী।আপ...
13/09/2025

আসসালামু আলাইকুম প্রিয় জবিয়ান ভাই ও বোনেরা

আমি কামরুল হাসান রিয়াজ,মনোবিজ্ঞান বিভাগের ১৭ তম আবর্তনের একজন শিক্ষার্থী।আপনারা জানেন যে সরকার পরিবর্তনের পর থেকে ঢাকা তে অত্যাধিক ব্যাটারি চালিত রিকশা বেড়ে যায়,যাতে করে নিয়মিত দুর্ঘটনা আর জ্যাম জট আমাদের নিত্য সঙ্গী হয়ে পড়ে।এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে লক্ষ্যে গত বছরের শেষ দিক থেকে আমি ইলেকট্রিক রিসোর্ট কার/শাটল কার গুলো নিয়ে কাজ করা শুরু করি।এই গাড়ি গুলো সাধারণত চায়না তে পাওয়া যায় সেখান থেকে দেশে আনতে মোটামুটি ১২-১৫ লাখ+- পড়ে যায়।তো আমি দেশেই তৈরি করতে চাচ্ছিলাম ওই গাড়ি গুলো যাতে করে মোটামুটি রিজনেবল খরচে বানানো যায়।এর প্রেক্ষিতে গত ৪-৫ মাস আগে আমার ভার্সিটি এর ফ্রেন্ড এবং রিলেটিভ থেকে ইনভেস্ট নিয়ে এই কাজে নেমে পড়ি ।যার ফলে একটা ওয়ার্কশপ থেকে গত ৪ মাসে আগে দেশীয় ভাবে তৈরি করি গাড়িটি এবং এটি আমার এলাকা মিরপুর ১ এর আনসারক্যাম্প থেকে পুকুরপাড় এবং পুকুরপাড় থেকে আনসারক্যাম্প প্রায় ১ km রাস্তা তে শাটল হিসেবে অটো রিকশা এর বিকল্প হিসেবে চালু করি।এখানে রিক্সা ভাড়া ২০-৩০ টাকা করে থাকলেও আমাদের গাড়িতে ১০ টাকা করে রাখি।তারপর মাসখানেক প্রচারণা করার পর মোটামুটি ভালোই সাড়া পাই এবং যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে গত মাসে আরেকটা গাড়ি নামাই।
তো বিষয় টা এই মুহূর্তে আপনাদের কাছে এই জন্যেই share করতেছি কারণ সম্প্রতি আপনার আমার সকলের দাবির প্রেক্ষিতে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর প্রাঙ্গণ থেকে বাস স্ট্যান্ড সরিয়ে রায় সাহেব বাজার নিয়ে যাওয়া হয়েছে।এতে করে আমরা নিত্যদিনের যানজট এবং দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছি।তবে এদিকে আবার রিক্সার চাহিদা বেড়ে গেছে এবং ভাড়াও বৃদ্ধি পেয়েছে।এমতবস্থায় আমরা হয়রানি তে পড়তেছি ,আর এটা কে সুযোগ হিসেবে নিয়ে যেন পুনরায় বাস স্ট্যান্ড এখানে না আসতে পারে সে জন্য আপনারা চাইলে বা প্রশাসন যদি চায় তাহলে আমি এই রুটে আমার গাড়ি গুলো নামাতে চাই।বা মাস খানেক সময় দিলে এবং প্রপার ইনভেস্টমেন্ট পেলে ৫-১০ টা গাড়ি বানানোর সক্ষমতা রাখি in Sha Allah। এক্ষেত্রে আমি আপনাদের কিছু কথা বলি কেনো এই গাড়ি অটো রিকশা এর বিকল্প হবে -

১.প্রথম এতে ব্যবহার করা হয়েছে অয়েল ব্রেক যাতে করে গাড়ি জায়গায় দাঁড়িয়ে যাবে,দুর্ঘটনা তে পড়ার চান্স নেই তেমন in Sha Allah।

২. চার চাকা হওয়াতে উল্টে যাওয়ার সমস্যা নেই।

৩.এক টি গাড়ি তে ১০-১২ জন যেতে পারবে ,এতে করে ৪-৫ টি অটো রিকশা এর যাত্রী এক গাড়িতে করে যেতে পারবে এবং যানজট কমাবে।

৪.গাড়ি তে প্রাইভেট কার এর চাকা,tata e x 2 স্টিয়ারিং আর উন্নত মানের মোটর রয়েছে।

৫. ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব লিথিয়াম ব্যাটারি।

৬.তারপর যদি ভাড়ার কথা বলি তাহলে তাঁতীবাজার থেকে একদম সদরঘাট পর্যন্ত ১০ টাকা করে ধরা যাবে,যাতে করে শুধু শিক্ষার্থী না, আসে পাশের সকলের লঞ্চ গামী যাত্রীদের ও সুবিধে হয়।

তাছাড়াও যদি এখানে গাড়ি চালানোর অনুমতি বা সুযোগ মিলে তাহলে আমার ইচ্ছা আছে এখানে আমাদের ভার্সিটি বা আসে পাশের শিক্ষার্থীদের ট্রেনিং দিয়ে শিফট ভিত্তিতে গাড়ি চালানো তে নিযুক্ত করা(এই গাড়ি তে গিয়ার বা ক্লাচ এর কোনো ঝামেলা না থাকায় চালানো অনেক সহজ)।তাতে করে আমরা অনেক শিক্ষার্থী দের একটা এক্সট্রা ইনকাম এর সুযোগ করে দিতে পারব in sha allah

লিখাটা বড় হওয়াতে দুঃখিত।কিন্তু আপনারা যদি লিখাটি পড়ে মনে করেন আমার এই উদ্যোগ আপনাদের সুবিধে দিবে তাহলে অন্যদের বা যাদের জানালে এই উদ্যোগ টি আমি সফল করতে পারব তাদের জানাতে পারেন।আপনারা চাইলে এক মাসের মাঝেই in Sha Allah আপনারা এই রুটে এই গাড়িগুলো দেখতে পাবেন।

একটি  #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প Short Story - 770
14/12/2024

একটি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প

Short Story - 770

একটি  #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প Short Story - 769দ্বন্দ্বগুলো এখন সবসময় শুধুই নিজের সাথে নিজের,কখনো হৃদয়ের সাথে মস...
07/12/2024

একটি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প

Short Story - 769

দ্বন্দ্বগুলো এখন সবসময়
শুধুই নিজের সাথে নিজের,
কখনো হৃদয়ের সাথে মস্তিষ্কের,
কখনো মনের সাথে শরীরের,
কখনো স্বপ্নের সাথে বাস্তবতার,
কখনো বা হিসাবের সাথে আবেগের।
মানতে না পারাটাকেও মেনে নেওয়ার
অকুণ্ঠ চেষ্টারত প্রতিটি সময়।।

কতবারই দেখা হয় তোমার সাথে কিন্তু চোখে চোখ রাখা হয়নি কখনো আর তারপর থেকে। এরপর তো এক কোটি বছর কেটে গেছে........
নিজের আবেগময় ভালোবাসার অনুভূতিগুলোকে
ব্যক্তিত্বের মোড়কে বন্দি রেখে,
এই বেশ ভালো আছি আমরা সকলেই।।

" কুয়াশা ভেজা সকালে বন্ধু আড্ডা " শান্ত চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। Click: M. Raabbi Islam
07/12/2024

" কুয়াশা ভেজা সকালে বন্ধু আড্ডা "

শান্ত চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
Click: M. Raabbi Islam

১৭ ব্যাচ এর ইব্রাহিম সজিব নামের এই ছেলের বিরুদ্ধে কমেন্টে সে'ক্স্যুয়াল হ্যারেইজমেন্ট এর অভিযোগ তুলেছে ১৪ ব্যাচ এর একজন ...
17/11/2024

১৭ ব্যাচ এর ইব্রাহিম সজিব নামের এই ছেলের বিরুদ্ধে কমেন্টে সে'ক্স্যুয়াল হ্যারেইজমেন্ট এর অভিযোগ তুলেছে ১৪ ব্যাচ এর একজন নারী শিক্ষার্থী।

কমেন্ট এর স্ক্রিনশট নিচে দেওয়া হলো।

নিজ ক্যাম্পাসের জুনিয়র কর্তৃক এভাবে হ্যারেইজমেন্ট এর শিকার হওয়া খুবই লজ্জাজনক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

একটি  #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প Short Story - 768
23/10/2024

একটি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প

Short Story - 768

একটি  #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প Short Story - 767
23/10/2024

একটি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প

Short Story - 767

একটি  #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প Short Story - 766
20/10/2024

একটি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প

Short Story - 766

শুভ জন্মদিনজগন্নাথ বিশ্ববিদ্যালয়২০-১০-২০২৪ | ১৯ তম জবি দিবস
20/10/2024

শুভ জন্মদিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২০-১০-২০২৪ | ১৯ তম জবি দিবস

১৯ তম ব্যাচের ওরিয়েন্টেশন উপলক্ষে পরিসংখ্যান বিভাগের ১৮ তম ব্যাচের আয়োজন। সুন্দর না!আপনার ডিপার্টমেন্টের আয়োজনের ছবি ...
20/10/2024

১৯ তম ব্যাচের ওরিয়েন্টেশন উপলক্ষে পরিসংখ্যান বিভাগের ১৮ তম ব্যাচের আয়োজন। সুন্দর না!

আপনার ডিপার্টমেন্টের আয়োজনের ছবি বা ভিডিও পাঠাতে পারেন ইনবক্সে, পেজে পাবলিশ করা হবে।

১৯ তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি:এবার থাকছে ভিন্নধর্মী আয়োজন, ৫০ টাকায় শিক্ষার্থীরা পাবে দুপুরের খাবার।
19/10/2024

১৯ তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি:

এবার থাকছে ভিন্নধর্মী আয়োজন, ৫০ টাকায় শিক্ষার্থীরা পাবে দুপুরের খাবার।

একটি  #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প Short Story - 765ছেলেরা এতো কষ্ট কিভাবে লুকিয়ে রাখে। পথে প্রান্তরে তাদের দেখলেতো ম...
13/09/2024

একটি #জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ছোটগল্প

Short Story - 765

ছেলেরা এতো কষ্ট কিভাবে লুকিয়ে রাখে। পথে প্রান্তরে তাদের দেখলেতো মনে হয় না তারা এতটা অসুখী। কলেজ লাইফ পর্যন্তই ছেলেদের জীবন সুন্দর। এরপর পরিবারের টানা পোড়ন কিংবা আত্মসম্মানবোধের জায়গা থেকে সরিয়ে নেয় নিজেকে। আর ফেরা হয় না বাবা মায়ের আদুরে খোকা হয়ে। এই ফেরাতে ভীষণ তফাৎ।

নানাবিধ টেনশনে মস্তিষ্ক আর নিজের দখলে থাকে না। প্রিয় মানুষগুলোকে চাইলেই দেখা যায় না কাছ থেকে। মাঝে মাঝে খোকার মন চায় চিৎকার করে কাঁদতে। জানিয়ে দিতে পৃথিবীকে," আমি ভালো নেই "। মুক্ত করে দিতে নোনাজল গুলোকে।এখন আর চাইলেও ঠোঁট ফুলিয়ে ফ্যালফ্যাল করে কাঁদতে পারে না। তার পুরুষ স্বত্বা নাড়া দিয়ে ওঠে।সে হয়ে ওঠে দায়িত্ববান পুরুষ।

চোখের সামনে ভেসে ওঠে প্রিয় মুখগুলো।যাদের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য। সে লক্ষ্য পূরনে,হোক না কিছু মন খারাপের গল্প, প্রিয়জন থেকে দূরে থাকা কিংবা দমবন্ধকর কিছু অনুভূতি। তাতে কি আসে যায় !
সব ঠিক হয়ে যাবে।

Address

Wari
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jagannath University Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jagannath University Short Stories:

Share

Category