20/07/2025
চাষাঢ়া বালুর মাঠ হেলথ রিসোর্ট হাসপাতালে ভুল চিকিৎসায় ডেঙ্গু রোগে আক্রান্ত ৪০ বছরের যুবকের মৃত্যুর অভিযোগে অ্যাম্বুলেন্স নিয়ে স্বজনদের অবস্থান। স্বজনদের দাবি, ডেঙ্গু রোগীকে হাসাপাতাল থেকে একটি ইনজেকশন পুশ করার পর অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালে দায়িত্বরতরা ঢাকা মেডিকেল নিয়ে যেতে বললে, পথিমধ্যেই তার নিশ্বাস বন্ধ হয়ে যায়। এরপর নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতরা যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেহেতু চিকিৎসক সঞ্জয় কুমার সাহার তত্তাবধানে ছিলেন। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন।
ঘটনাস্থলে পুলিশ আসলে, তারা চিকিৎসকের সাথে কথা বলতে চাইলে ডা. সঞ্জয় কুমার সাহা'র সাথে যোগাযোগ স্থাপন না হওয়ায়, বিষয়টি হেলথ রিসোর্ট হাসপাতালের রিসিপশনে থাকা দায়িত্বরতদের সকালের মধ্যে ঘটনার বিবরন জানানোর জন্য সময় দিয়ে যান।